আল্লামা মওদুদীকে যখন ফাঁসীর কক্ষে থাকতে দেয়া হল !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৩ অক্টোবর, ২০১৫, ০২:৩৮:৫২ দুপুর

আল্লামা মওদুদীকে যখন ফাঁসীর কক্ষে থাকতে দেয়া হল !

.

তখন তাকে পরার জন্য রশি বিহীন পায়জামা দেয়া হল !

.

আল্লামা মওদুদী তখন জেলের

কর্মচারীকে বললেন !

.

ভাই পায়জামার রশি দিতে ভুলে গেছেন মনে হয় !

.

জবাবে কর্মচারী বলল, ফাঁসির

আসামীকে পায়জামার রশি দেয়া হয়না !

.

আল্লামা মওদুদী কর্মচারীর কাছে

জানতে চাইলেন,কেন তাদের রশি দেয়া হবে না ?

.

কর্মচারী বলল ,যদি সেটা দিয়ে আসামী আত্নহত্যা করে বসে !

.

আল্লামা মওদুদী মৃদু হেসে বললেন,

"আরে যে প্রাণভরে শাহাদাতের

পেয়ালা পান করতে যাচ্ছে,সেকি এতই নির্বোধ যে,আত্নহত্যা করে

জাহান্নামে যাবে??

.

আল্লাহু আকবার !আল্লাহু আকবার!

.

হুম আল্লামা মওদুদী ছিলেন এমনি

একজন মুজাহিদ !

.

যিনি কথনো মৃত্যু ভয় করতেন না!

.

আল্লাহ রাব্বুল আলামীন আল্লামা

মওদুদীকে জান্নাতুল ফেরদাওস নসীব করূন !

.

আমীন !

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344191
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলআাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! মহান প্রভুর প্রেমে যে নিজেকে নিবেদিত করতে পেরেছে সেই পেয়েছে মৃত্যুর স্বাদ! তারাই পেরেছে আল্লাহকে খুশি করে আখেরাত শান্তিময় করতে। আল্লাহ উনাকে কবুল করুন। আমিন!
পরামর্শঃ ভাইয়া আপনার লেখা গুলো এডিট করে দিন তবে দেখতে ভালো লাগবে।
344192
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩২
নৌশাদ আল নোমানী লিখেছেন : আমীন ।জাযাকাল্লাহ
344207
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লোকদের কখনো ফাঁসি হয় না।
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
285546
শেখের পোলা লিখেছেন : ভালো লোকদের গুষ্ঠিশুদ্ধ গুলি খেয়ে মরতে দেখেছি৷
344214
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : আমিন৷
344227
০৩ অক্টোবর ২০১৫ রাত ০৯:২২
লজিকাল ভাইছা লিখেছেন : এই মানুষটি গত শতাব্দীর বিস্ময়, একজন মুজাহিদ, যিনি ছিলেন নাস্তিকদের যম। একাই রুখে দিয়েছিলেন নাস্তিকতাবাদের মহাপ্রলয়। মহান আল্লাহর কাছে দোয়া করি " আল্লাহ্‌ যেন উনাকে জান্নাতে উঁচু মর্যাদা দান করেন" আমীন।
344267
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৫১
দুষ্টু পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
344297
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৬
নৌশাদ আল নোমানী লিখেছেন : জাযাকাল্লাহ খায়ের !
344298
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫১
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File