সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ২য় অবস্থানে আজ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ অক্টোবর, ২০১৫, ০৩:২২:০৪ দুপুর
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেপ্টেম্বরের শেষ নাগাদ সর্বোচ্চ ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ঈদুল আযহার আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহে এই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে বর্তমান রিজার্ভ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১৪ সালের সেপ্টেম্বরে ছিল ২১৮৩৬ দশমিক ৬৬ মিলিয়ন (২১ দশমিক ৮৪ বিলিয়ন) ডলার। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেড়ে হয়েছে ২৬৩৭৯ দশমিক ০৪ মিলিয়ন (প্রায় ২৬ দশমিক ৩৮ বিলিয়ন) ডলার। এক বছরে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ৪৫৪২.৩৮ মিলিয়ন (৪.৫৪ বিলিয়ন ডলার) ডলার অথবা ১৭.০ শতাংশ। বর্তমান সরকারের উন্নয়নের নানাবিধ প্রকল্পের কারনেই অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে আজ বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন