ফের বিদেশী নাগরিক খুন এ কিসের আলামত?

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৩ অক্টোবর, ২০১৫, ০২:২৭:২২ দুপুর

ঢাকায় ইতালীয় নাগরিক খুনের পর এবার রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক জাপানি নাগরিক। শনিবার বেলা ১১টার দিকে কাউনিয়া উপজেলার মহিষওয়ালা মোড়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি একজন পর্যটক ছিলেন।

আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরণকে সন্ত্রাস দমনে আরও কঠোর হতে নসিহত করলেন। বললেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাঙালিদের অনেকেই তাঁর দেশে (বাংলাদেশ) গিয়ে সন্ত্রাসী কমকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদেরকে নিয়ন্ত্রণ করা ব্রিটিশ প্রধামন্ত্রীর দায়িত্ব।

অত্যন্ত ভালো নসিহত । তৃতীয় বিশ্বের একটি ক্ষুদ্র দেশ উন্নত বিশ্বের মোড়ল রাষ্ট্রসমুহের একটি দেশের প্রধানকে এরকম নসিহত করতে পারাটা অবশ্যই সাহসের ব্যাপার। তাঁকে তো বাহবা পেতেই হবে। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রি ডেভিড ক্যামেরনের চেয়েও আরও একধাপ এগিয়ে ।

কিন্তু হিতে হয়ে গেলো বিপরীত। অষ্ট্রেলিয়া ক্রিকেট টিম বললো, বাংলাদেশ সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে। আমরা খেলতে যাবো না। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নাহ! বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ নেই। সম্পুর্ণ নিরাপদ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এ বাণী আর সেইল হচ্ছেনা, কারণ দেশের প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাঁর নসিহতে বলেছেন, ব্রিটিশ-বাঙালিরা বাংলাদেশে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে। বিশ্ববাসী প্রধানমন্ত্রীর নসিহতে গুরুত্ব দেবে না-কি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়?

তবে বিষয়টি ভালো ঠেকছেনা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশী নাগরিককে একই কায়দায় হত্যা। এটা কিসের আলামত ? বহির্বিশ্বে বাংলাদেশকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত করে আমাদের ক্রিকেটকে ধ্বংস করা? এটা কি কোন আন্তর্জাতিক চক্রান্ত?

বিষয়: বিবিধ

৯৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344189
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৫৮
নাবিক লিখেছেন : ঘটানা খুব সুবিধের ঠেকছেনা, অপেক্ষায় আছি....

দেখি বঙ্গদেশে আর কী কী রঙ্গ হয়।
344209
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
অনেক পথ বাকি লিখেছেন : বিএনপি জামায়াত এসব হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চাচ্ছে।
344215
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের চাকাই বন্ধ হতে চলেছে৷
344216
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
রক্তলাল লিখেছেন :
জয়ের লেখার কয়েকদিন পরেই এসব ঘটনা মানে হল বিদেশীদের কাছে বাংলাদেশে আই.এস. বাসা বেধেছে বলে সরকারে থাকার সোল এজেন্ট হবার বিভিন্ন পদক্ষেপ।

মা-ছেলে মিলেই এসব হচ্ছে।
ঘটনা - ১. ছেলের এমেরিকান পত্রিকায় মতামত লেখা। মা কয়েকদিন পর এমেরিকায় যাচ্ছেন - সেটাকে সামনে রেখেই আগে থেকে সন্ত্রাসবাদের জুজুর হুইসেল হিসাবে এই লেখা প্রস্তুত করা হয়।
ঘটনা - ২. মা নিউ ইয়র্কে গিয়ে সন্ত্রাস দমনের লীডার সার্টিফিকেট নেওয়ার নানা ফন্দি।

ঘটনা - ৩. মা-ছেলের এই চেষ্টা আরো পাকাপোক্ত করার অংশ হিসাবে বিদেশী নাগরিকদের হত্যা করা হচ্ছে।

গ্যারান্টি দিয়ে বলতে পারি অস্ট্রেলিয়াকে বাংলাদেশের সরকারই বলেছে ক্রিকেট দল না পাঠাতে।
344271
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের কান্দন ছাড়া উপায় নেই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File