কেন মুরীদ হবেন?

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৮ অক্টোবর, ২০১৫, ১০:৫৪:১৯ রাত



কেন মুরীদ হবেন?: এটি একটি কমন প্রশ্ন। অনেকে আছেন সহজে কনভেন্স হয়ে মুরীদ হয়ে যান আবার অনেকে আছে প্যাঁচাতে প্যাঁচাতে এর পর মুরীদ হন।

মুরীদ হতে হবে হক্কানী পীর ও আল্লাহর সত্য অলীর। এই ব্যাসিক বিষয়টি মাথায় রাখলে আর কিছুই সমস্যা নেই।



বাংলাদেশে অনেক পীর আছেন যেমন: চর্মনাই, ফুলতলি, ফুরফুরা, আটরশি, মাইজভান্ডারী, ইত্যাদী বিভিন্ন নামে পীর রয়েছেন।

বাংলাদেশে অনেক বাবা রয়েছেন: তালাবাবা, বাতাস বাবা, কালি বাবা, জর্দাবাব, পানবাবা, ইত্যাদি নানান কিসিমের বাবা। তবে বাবা থেকে সাবধান। পীর ধরুন।

কোন পীর ধরবেন?: কোন পীর ধরবেন? সেটা নির্নয়ের জন্য আপনাকে আগে বেড় করতে হবে হক্কানী ও অলী কে? আপনি যদি তাকে বের করতে পারেন তাহলেই আপনি সফলকাম পীর ধরাতে।

যেমন দেখুন: ধরুন পৃথিবীতে অনেক অলী আউলিয়া রয়েছে, এখন কিভাবে চিনবেন আপনি অলী আউলিয়া? কে বলবে কে ওলী আউলিয়া? কোন পন্থায় আপনি তা নির্ণয় করবেন?

এটা খুবই সহজ: ধরুন পৃথিবীতে অনেক অলী আউলিয়া আছে, আর সবাই কোরআন ও হাদীস মানেন। তো কোরআনকে জিজ্ঞাসা করুন যে,

হে কোরাআন সত্য অলী কে?

কোরআন আপনাকে উত্তর দিবে:

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

“মুহাজির ও আনসারদিগের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তারা চিরস্থায়ী হবে। এ মহাসাফল্য।”

তাহলে আপনি সিওর হলেন যে, কোরআন বলছে মুহাজীর ও আনসাররা হচ্ছেন নিশ্চিত আল্লাহর ওলী আউলিয়া।





হাদিস কাদেরকে আল্লাহর ওলী বলে:

خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ”.

‘‘আমার উম্মতের সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, যে যুগের মানুষের জন্য আমি প্রেরিত হয়েছি (অর্থাৎ সাহাবীগণ), আর তাদের পরেই সবচেয়ে ভালো তাদের পরবর্তী যুগের মানুষ (অর্থাৎ তাবিয়ীগন), আর এর পর তাদের পরবর্তী যুগের মানুষ (অর্থাৎ তাবি তাবিয়ীগণ)’’।

এর মানে আপনার ওলী আউলিয়ার লিষ্ট বড় হতে রইলো। আর আপনি শিওর হলেন যে হক্কানী পীর ওলী আউলিয়া কারা।


এখন আপনি কোরআনকে প্রশ্ন করুন, কেন আমরা তাদের কে পীর মানবো?:

وَمَنْ يُشَاقِقْ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا

“যদি কেউ তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করে তাহলে আমি তাকে তার বেছে নেওয়া পথেই ছেড়ে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, যা নিকৃষ্টতম গন্তব্যস্থল।”

তাহলে আপনি শিওর হলেন যে, বিশ্বাসীদের পথ হচ্ছে আপনার পীরের পথ। আর ঐ সময়ের বিশ্বাসী হচ্ছে মহান পীর (সা) এর সঙ্গীরা (রা)। তাহলে তাদের মুরীদ হতে হবে।


হাদীসকে জিজ্ঞাসা করুন হে হাদীস, তুমি কি বলো, এনাদের মুরীদকি হবো?: হাদীস বলবে,

مَا أَنَا عَلَيْهِ (الْيَوْمَ) وَأَصْحَابِىْ

‘‘আমি এবং আমার সাহাবী-সঙ্গীরা বর্তমানে যে মত ও পথের উপর আছি সেই মত ও পথের উপর যারা থাকবে তারাই সঠিক ও সুপথপ্রাপ্ত।’’

এর মানে হাদীসও আপনাকে মুরীদ হতে বলছেন।


তহালে আর দেরি কিসের? আজী মুরীদ হউন। জীবনের পথকে উজ্জল করুন। জান্নাতের রাস্তায় চলুন।

মহান পীর, পীর দের উপর পীর, সরদারে পীর, আপনার জন্য জান্নাতের জামীনদার হবেন।

যারা মুরীদ হবেন নিচে কমেন্ট ঘড়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুবিধার্তে এই প্রথম হালাকা কিছু বেনিফিট দিলেই মুরীদ হিসেবে গ্রহন করা হবে।

বিষয়: বিবিধ

১৮৩২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345090
০৯ অক্টোবর ২০১৫ রাত ০১:০৯
শেখের পোলা লিখেছেন : ঐ দরগার পীরের মুরিদতো আছিই৷ ভাবলাম তাঁর চাইতেও কামেল কারও সন্ধান আপনার ঝোলায় আছে নাকি৷ নিরাশ হলাম৷
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪৭
286360
জ্ঞানের কথা লিখেছেন : একই সাথে দুই দরগার পীরের মুরিদ হওয়া শরীয়তে নিষেধ। অন্য দরগায়ে যেতে হলে আগে এই দরগা ছাড়তে হবে। পারবেন?
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৯:২০
286367
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমিও মুরিদ হবো Happy
Good Luck
amaderboi.com
345114
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভাল পীর ভাল। আর খারাপ পীর খারাপ।
আপনার কথায় বুঝতে পারলাম শুধু সাহাবায়ে কেরামই ছিলেন আল্লহার ওলি। তাই না? ভাল ভাল।
আচ্ছা ওলি এখন নাই। ভাল কথা।
নেককার আছে? সত্যবাদি আছে?
আশা করি উত্তর দিবেন।
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪৮
286361
জ্ঞানের কথা লিখেছেন : মুরীদসাহেব;
ওলী নাই কে বলছে?
এই যে আমি আল্লাহর অলী, নেককার, সত্যবাদী। আমার মুরীদ হয়ে যান।
০৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৯
286383
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : প্রশ্নের জবাব দিতে না পারলে পোষ্ট কেন দেন? নাকি কপি মারেন? ফাজলামো করার সময় সবার থাকে না।
০৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৯
286396
জ্ঞানের কথা লিখেছেন : বললামতো আমি আল্লাহর ওলী, নেককার, সত্যবাদী। আমার মুরীদ হযে যান। এতে কি সমস্যা? কেন আমার সিলসিলা নাই সেজন্য সমস্য মনেহচ্ছে? আমার হুলুল নাই, আমার ফানাফিল্লাহ নাই সেজন্য কি আপনার সন্দেহ হচ্ছে?? বিদ্রহী হয়ে বিদ্রহ করেন কেন?
০৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩১
286400
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনার সাথে তর্ক করে লাভ নাই। তাজকিয়ায়ে নাফস করার আদেশ কোরানে আছে এবং তা কোনো নেককার মানুষের মাধ্যমেই করতে হয়। এই বিষয়ে একটি পোষ্ট দেব। শুধু কোরানের আয়াত দেব। হাদিস দেব না কারণ তা জয়িফ বলে ছূড়ে ফেলে দেয়ার অভ্যাস আপনাদের আছে। যদি পারেন তাহলে আমার পোষ্টে গিয়ে আয়াটোগূলো ছুড়ে ফেলে দিয়েন। আর হ্যাঁ ভণ্ডপীরে মুরিদেরা যেন আমার পোষ্টে না আসে।
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৭
286459
জ্ঞানের কথা লিখেছেন : আমারে পীর মানেন। কেননা আমিও নেককার, আপনার তাজকিয়ায়ে নাফস এর উপকার করতে পারবো।
345134
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৯:২১
মুসা বিন মোস্তফা লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন । ধন্যবাদ
Good Luck
amaderboi.com
০৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৯
286397
জ্ঞানের কথা লিখেছেন : কমেন্টস করতে আসছেন নাকি ব্যাবসা করতে?
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২১
289334
মুসা বিন মোস্তফা লিখেছেন : দুইটাই একত্রে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
345187
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৮
286461
জ্ঞানের কথা লিখেছেন : মুরীদনি হবেন?
১০ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫০
286467
আফরা লিখেছেন : মুরীদনি সেটা আবার কি !!??
345203
১০ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৫
দ্য স্লেভ লিখেছেন : সত্য বলেছেন। সঠিক বলেছেন। পীর শব্দের অর্থ শিক্ষক। যদি কেউ কুরআন সুন্নাহ বেশী জানে,তার কাছে যাব দ্বীন শিখতে। তবে অন্ধভাবে নয়। তাকেও আমার জ্ঞান অনুযায়ী যাচাই করব। এটাই আমাদের শিক্ষা। রসূল(সাঃ)ছাড়া আর কাওকে অন্ধ অনুসরন করা যাবেনা
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৮
286460
জ্ঞানের কথা লিখেছেন : পীরসাহেব একদম ঠিক বলেছেন। এর পরেও দেখেন বিদ্রহী উপরে কি বলে।
১০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪২
286463
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনার জ্ঞান অনুযায়ী যাচাই করবেন? তাহলে তো সমস্যা। প্রত্যেকের জ্ঞান সমান নয়। যাচাইয়ের ফলাফলও সমান হবে না। তাহলে অন্যে যাচাই করে ভুল করছে আর আপনি যাচাই করে সঠিক করছেন তার গ্যারান্টি কী?
১০ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৩
286487
জ্ঞানের কথা লিখেছেন : আয় আল্লাহ! মানুষ কেন তোমার রসুল (সা) এর আগে বেড়ে যায়? কেন তারা সোনার জামানার অনুসারীদের থেকে আগে বেড়ে যায়?
আফসোস!!!
আমার পীর সাহেব এগুলো সয্য করেন না।
346346
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪১
মুসলমান লিখেছেন : আপনি দুই পীরের মুরীদ হতে নিষেধ করেছেন। কিন্তু দুই পীরের মুরিদ হলেতো তারা দু্ই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে নাকি। চর্মনাই বলেছেন।
১৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩৭
287440
জ্ঞানের কথা লিখেছেন : আমার ডানা নাই পীরসাহেব।
আমার দুই হাত আর দুই পাঁ। আমার ৪ জন পীর দরকার। এজন্য আমি বেশি বেশি পীর ধরি।
346362
১৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনার পোস্ট এবং মন্তব্য/জবাব সবই "রম্য"(satire) মনে হয়!

সোজাসুজি বিবেচনায় নিলে বিভ্রান্তিকর মনে হওয়াই স্বাভাবিক!!

এবং সেভাবে বিবেচনায় নিলে-
বেঠিক তেমন কিছু চোখে পড়েনি!
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৬
287528
জ্ঞানের কথা লিখেছেন : আপনার চোখের পাওয়ার ঠিক আছে বোঝাগেল। আমার মুরীদ হউন, টেনশান ফ্রি থাকুন।
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৭
287608
আবু সাইফ লিখেছেন : মুরীদ হতে আর কিছু বাকি আছে নাকি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File