কেন মুরীদ হবেন?
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৮ অক্টোবর, ২০১৫, ১০:৫৪:১৯ রাত
কেন মুরীদ হবেন?: এটি একটি কমন প্রশ্ন। অনেকে আছেন সহজে কনভেন্স হয়ে মুরীদ হয়ে যান আবার অনেকে আছে প্যাঁচাতে প্যাঁচাতে এর পর মুরীদ হন।
মুরীদ হতে হবে হক্কানী পীর ও আল্লাহর সত্য অলীর। এই ব্যাসিক বিষয়টি মাথায় রাখলে আর কিছুই সমস্যা নেই।
বাংলাদেশে অনেক পীর আছেন যেমন: চর্মনাই, ফুলতলি, ফুরফুরা, আটরশি, মাইজভান্ডারী, ইত্যাদী বিভিন্ন নামে পীর রয়েছেন।
বাংলাদেশে অনেক বাবা রয়েছেন: তালাবাবা, বাতাস বাবা, কালি বাবা, জর্দাবাব, পানবাবা, ইত্যাদি নানান কিসিমের বাবা। তবে বাবা থেকে সাবধান। পীর ধরুন।
কোন পীর ধরবেন?: কোন পীর ধরবেন? সেটা নির্নয়ের জন্য আপনাকে আগে বেড় করতে হবে হক্কানী ও অলী কে? আপনি যদি তাকে বের করতে পারেন তাহলেই আপনি সফলকাম পীর ধরাতে।
যেমন দেখুন: ধরুন পৃথিবীতে অনেক অলী আউলিয়া রয়েছে, এখন কিভাবে চিনবেন আপনি অলী আউলিয়া? কে বলবে কে ওলী আউলিয়া? কোন পন্থায় আপনি তা নির্ণয় করবেন?
এটা খুবই সহজ: ধরুন পৃথিবীতে অনেক অলী আউলিয়া আছে, আর সবাই কোরআন ও হাদীস মানেন। তো কোরআনকে জিজ্ঞাসা করুন যে,
হে কোরাআন সত্য অলী কে?
কোরআন আপনাকে উত্তর দিবে:
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
“মুহাজির ও আনসারদিগের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তারা চিরস্থায়ী হবে। এ মহাসাফল্য।”
তাহলে আপনি সিওর হলেন যে, কোরআন বলছে মুহাজীর ও আনসাররা হচ্ছেন নিশ্চিত আল্লাহর ওলী আউলিয়া।
হাদিস কাদেরকে আল্লাহর ওলী বলে:
خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ”.
‘‘আমার উম্মতের সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, যে যুগের মানুষের জন্য আমি প্রেরিত হয়েছি (অর্থাৎ সাহাবীগণ), আর তাদের পরেই সবচেয়ে ভালো তাদের পরবর্তী যুগের মানুষ (অর্থাৎ তাবিয়ীগন), আর এর পর তাদের পরবর্তী যুগের মানুষ (অর্থাৎ তাবি তাবিয়ীগণ)’’।
এর মানে আপনার ওলী আউলিয়ার লিষ্ট বড় হতে রইলো। আর আপনি শিওর হলেন যে হক্কানী পীর ওলী আউলিয়া কারা।
এখন আপনি কোরআনকে প্রশ্ন করুন, কেন আমরা তাদের কে পীর মানবো?:
وَمَنْ يُشَاقِقْ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
“যদি কেউ তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করে তাহলে আমি তাকে তার বেছে নেওয়া পথেই ছেড়ে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, যা নিকৃষ্টতম গন্তব্যস্থল।”
তাহলে আপনি শিওর হলেন যে, বিশ্বাসীদের পথ হচ্ছে আপনার পীরের পথ। আর ঐ সময়ের বিশ্বাসী হচ্ছে মহান পীর (সা) এর সঙ্গীরা (রা)। তাহলে তাদের মুরীদ হতে হবে।
হাদীসকে জিজ্ঞাসা করুন হে হাদীস, তুমি কি বলো, এনাদের মুরীদকি হবো?: হাদীস বলবে,
مَا أَنَا عَلَيْهِ (الْيَوْمَ) وَأَصْحَابِىْ
‘‘আমি এবং আমার সাহাবী-সঙ্গীরা বর্তমানে যে মত ও পথের উপর আছি সেই মত ও পথের উপর যারা থাকবে তারাই সঠিক ও সুপথপ্রাপ্ত।’’
এর মানে হাদীসও আপনাকে মুরীদ হতে বলছেন।
তহালে আর দেরি কিসের? আজী মুরীদ হউন। জীবনের পথকে উজ্জল করুন। জান্নাতের রাস্তায় চলুন।
মহান পীর, পীর দের উপর পীর, সরদারে পীর, আপনার জন্য জান্নাতের জামীনদার হবেন।
যারা মুরীদ হবেন নিচে কমেন্ট ঘড়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুবিধার্তে এই প্রথম হালাকা কিছু বেনিফিট দিলেই মুরীদ হিসেবে গ্রহন করা হবে।
বিষয়: বিবিধ
১৮৩২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
amaderboi.com
আপনার কথায় বুঝতে পারলাম শুধু সাহাবায়ে কেরামই ছিলেন আল্লহার ওলি। তাই না? ভাল ভাল।
আচ্ছা ওলি এখন নাই। ভাল কথা।
নেককার আছে? সত্যবাদি আছে?
আশা করি উত্তর দিবেন।
ওলী নাই কে বলছে?
এই যে আমি আল্লাহর অলী, নেককার, সত্যবাদী। আমার মুরীদ হয়ে যান।
amaderboi.com
আফসোস!!!
আমার পীর সাহেব এগুলো সয্য করেন না।
আমার দুই হাত আর দুই পাঁ। আমার ৪ জন পীর দরকার। এজন্য আমি বেশি বেশি পীর ধরি।
আপনার পোস্ট এবং মন্তব্য/জবাব সবই "রম্য"(satire) মনে হয়!
সোজাসুজি বিবেচনায় নিলে বিভ্রান্তিকর মনে হওয়াই স্বাভাবিক!!
এবং সেভাবে বিবেচনায় নিলে-
বেঠিক তেমন কিছু চোখে পড়েনি!
মন্তব্য করতে লগইন করুন