কুরআ'নের গর্ভ।
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৪ অক্টোবর, ২০১৫, ০২:১৪:৫৭ দুপুর
উম্মুল কুরআন বা কুরআনের উম্ম বা গর্ভ বা মা হচ্ছে সুরাতুল ফাতিহা। সর্বপ্রথম কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সুরা হিসেবে সুরাতুল উম্মুল কুরআন নাজিল হয়েছিলো। এটিই সর্বপ্রথম পূর্নসুরা মুসলিমদের জন্য।
কুরআন কারীমের ১১৪ টি সুরার নামকরণ বিভিন্ন ঘটনা, কারণ বা প্রথম অক্ষর দারা নামকরণ করা হয়। তবে উম্মুল কুরআন বা সুরা ফাতিহার নাম রাখা হয়েছে কুরআনে এর স্থান-মর্যদা, বিষয়বস্তু-ভাবধারা, এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির উপর লক্ষ্য রেখে।
১. ফাতিহাতুল কিতাব: কুরআনের চাবি-কাঠি। কেনন এই সুরা দারাই কুরাআনের সূচনা করা হয়, কুরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে। কুরাআন খুলে সর্বপ্রথম এই সুরাই পাঠ করতে হয়। কখনও কখনও এই নামের রুপান্ত হয়ে ফাতিহাতুল কুরআন হয়ে থাকে। এত অর্থের কোন পার্থক্য হয় না।
২. উম্মুল কিতাব: আরবী ভাষায় উম্ম বলাহয় সর্ব ব্যাপক ও কেন্দ্রীয় মর্যাদাসম্পন্ন জিনিসকে। সৈন্য বাহিনীর ঝান্ডাকে বলা হয় উম্ম। কেননা সৈনিকবৃন্দ তারই ছায়াতলে সমবেত হয়ে থাকে। মক্কা নগরের আর এক নাম হচ্ছে "উম্মুল কুরা" বা "জনপদসমূহের মা"। কেননা হজ্জমওসুমে সমস্থ মানুষ-সকল গোত্র ও জাতী এই শহরেই একত্রিত হয়। ইমাম বুখারী কিতাবুত তাফসীর এর শুরুতে লিখেছেন: এর নাম উম্মুল কিতাব এজন্য বলা হয়েছে যে, কুরআন লিখতে ও পড়তে এটিই প্রথম এবং সালাতের কেরাতেও এটি প্রথম পাঠ করতে হয়।
৩. সুরাতুল হামদ: তারীফ ও প্রশংসার সুরা। হামদ এই সুরার প্রথম শব্দ। ইহাতে আল্লাহর হামদ তথা প্রশংসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেই জন্য এটি এ সুরার জন্য যথার্থ নাম।
৪. সুরাতুস-সালাত: অর্থাৎ সালাতের সুরা। যেহুতু সব সালাতের সব রাকাআতেই এটি পাখ করতে হয়। সেজন্য এই নামকরণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " যে ব্যাক্তি নামাজে সুরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। (বুখারী: ৭৫৬ মুসলিম: ৩৯৪)
কিছু কথা:
রসুল (সা) বলেছেন: " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " যে ব্যাক্তি নামাজে সুরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। রসুল (সা) বলেছেন: لاَ صَلاَةَ কোন নামাজ নাই। এখানে রসুল (সা) কোন সালাত নাই বলেছেন। নিদৃষ্ট করে কোন সালাত বলেন নাই । তাই এটি একটি আম হুকুম। অর্থাৎ সকল সালাত এর আওতায় অন্তর্ভক্ত।
১. পাঁচ ওয়াক্ত সালাত
২. ঈদের সালাত
৩.জানাজার সালাত
৪. ইসতেসকার সালাত
৫. সালাতুল খাওফ
৬. সূর্যগ্রহনের সালাত
এরখম যত সালাত বা নামাজ রয়েছে সবগুলোই এই হুকুমের আওতায় পড়ে।
এজন্য সালাতে যে ব্যাক্তি (আম-ইমাম মুক্তাদী) সে যদি সুরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত لاَ صَلاَةَ নাই।
৫. আস-সাবয়ূল মাসানী: বার বার পাঠ করার সাতটি আয়াত। সুরা ফাতিহার সাতটি আয়াত রয়েছে এবং তা বার বার পাঠ করা হয় বলে এর এক নাম "সাবয়ূল মাসানী"। অথবা সালাতের প্রতি রাকাতেই তা পড়া হয় বলেই এর নাম "সাবয়ূল মাসানী"।
সুরা ফাতিহা বান্দা ও আল্লাহর মাঝে এক সেতুবন্ধন।
আমার ইমাম বলেছেন: ইকরা বি নাফসিকা ইমামের পিছনে মুক্তাদি হলেও সুরা ফাতিহা মনে মনে পড়ো ।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খায়র।
আপনার সাথে আর একটু যোগ করতে চাই-সুরা ফাতেহা আল্লাহ ও বান্দার মাঝে একটি চুক্তি, যার অর্ধেক আল্লাহর জন্য বান্দার ওয়াদা ও বাকী অর্ধেক বান্দার দাবী বা চাওয়া৷প্রথম সাড়ে তিন আয়াতে,ইইয়াকা না'বুদু পর্যন্ত আল্লাহর স্তুতি ও স্বীকারোক্তি৷ পরের সাড়ে তিন আয়াতে বান্দার ওয়াদা, আমি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই,ইত্যাদী,ইত্যাদী৷ ভাল লাগলে আপনার লেখায় সুন্দর করে শামিল করে নিয়েন৷আমার পাতায় বিশদ ভাবে আছে৷লিংক দিতে জানিনা,নয়ত দিতাম৷ ধন্যবাদ৷
দ্বীতিয় অংশের সাথে পুরোপুরিভাবে আছি।
মন্তব্য করতে লগইন করুন