গল্পে গল্পে শিক্ষা-উ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩১:৪৮ দুপুর
কুতুব বুজুর্গ গন জাহাজকে সেকেন্ডে ঝড়থেকে বাঁচাতে পারে। কুতুব বুজুর্গদেরকে ধরলেই টাইটানিক বাচিয়ে দিতে পারতো। আসল জায়গা না চিনলে যেমনটি হয়, অবশেষে টাইটানিক ডুবি।
মক্কা শরীফে এবনে ছাবেত নামক একজন বুজুর্গ বাস করিতেন। ষাট বৎসর যাবত তিনি হুজুরের [রসুল (সা)] জিয়ারতের জন্য মদিনা শরীফে গমন করিতেন।
ঘটনা ক্রমে এক বৎসর তিনি যাইতে পারেন নাই।
একদিন নিজের কামড়ায় বসিয়া ঝিমাইতেছিলেন, হঠাৎ হুজুরের জিয়ারত নছীব হইল।
হুজুর (ছ: ) এরশাদ করিলেন, এবনে ছামেত তুমি আমার জিয়ারাতের জন্য যাও নাই এই জন্য আমি তোমার জিয়ারতের জন্য আসিয়াছি।
@@@@@@@@@@@@@@@@@
ফাজায়েল সমুহ:
১. ঝিমাইলেও হুজুরের জিয়ারত নাসিব হয়
২. হুজুর জিয়ারাতের জন্য বুজুর্গ ব্যাক্তির নিকট আসেন।
৩. ব্রেলভিগন যে বলেন হুজুর সব জায়গায় হাজির নাজির তা সত্য বলে প্রমানিত।
৪. বুজুর্গ গনের জেয়ারত করা সবার জন্য ফরজ।
৫. হুজুর যেখানে বুজুর্গের জিয়ারতে হাজির হয় আমরা কেন হব না।
৬. বুজুর্গ, সাহাবা (রা) গণ থেকেও অনেক বেশি মর্যাদাবান।
৭. বুজুর্গ দের সাথে থাকুন বহত ফজিলাত পাবেন।
আরো কিছু ফাজায়েল চোখে পড়লে কমেন্ট বক্সে জানাতে অনুরোধ রইলো। আমার বুজুর্গ গনের পানে কেউ বেয়াদবি করবেন না। কিতাবের হাওয়ালা বুজুর্গ। জ্ঞানের কথা পড়ুন, জ্ঞান অর্জন করুন বুজুগদের সাথেই থাকুন।
কেউ ফাজায়েলের বিপরীত হইলে জানাইতে ভুলিবেন না। আপনার সঠিক উত্তর দেওয়া হইবে।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুরীদ হতে প্রথমত কিছু লাগে না তবে পরে একটু হাদিয়া দিতে হয়। কেননা পীর সাহেব আপনার জামানত নিবেন পুলসিরাত পার করার ও হাশরের ময়দানের। সেজন্য দুনিয়াত কিছু দিতে হবে তাই নয়কি?
মুরীদ ভাই হতে চাইলে চলে আসুন। বাঁশ আপনার জন্য একটা ফ্রি করে দেয়া হবে।
ম্যায় তেরা হিরো
বাঁশে চড়তে হলে সাহস দরকার মুরীদ হবার।
মুসলমান ভাই, এগুলো কি বলেন?
আমার পীরসাহেব ও পাগলা তবে এশক মোহব্বাতের পাগলা।
!!!ভাবছি আগামীতে কি করণ যায়!!!
হযরত গ্যাঞ্জাম খানের এক্কান খানকাহ শরীফ খুলে সেখানকার প্রধান পীর হিসেবে নিজেকে ঘোষনা দিবো! মনে হয় আপনাকে আমার মুরিদ হিসেবে নিয়োগ দিলে খুব বেশী সফলতা অর্জন করা যাবে!!! রাজী থাকলে জানান দিয়েন।
তবে আমার পীরসাহেবের থেকে আপনি বেশি কারামতি দেখাতে পারলে আমি রাজি আছি।
আপনি গুস্থাখে পীরসাহেব। আপনি আমার পীরকে হারামখুর বললেন? আপনার আন্দাজ নাই!!
কুতুবদের সাথে লিংক থাকলে এটা হাতের তুরি মারার মত কাজ।
আমার পীরকে পানিতে হাত পা বেধে ফেললেও সে পনির উপরে ভেসে থাকবে। দেখলেন না মেরে ইট বেধে ফেলে দিলেও ভেসে ওঠে!!!
মন্তব্য করতে লগইন করুন