গল্পে গল্পে শিক্ষা-উ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩১:৪৮ দুপুর



কুতুব বুজুর্গ গন জাহাজকে সেকেন্ডে ঝড়থেকে বাঁচাতে পারে। কুতুব বুজুর্গদেরকে ধরলেই টাইটানিক বাচিয়ে দিতে পারতো। আসল জায়গা না চিনলে যেমনটি হয়, অবশেষে টাইটানিক ডুবি।


মক্কা শরীফে এবনে ছাবেত নামক একজন বুজুর্গ বাস করিতেন। ষাট বৎসর যাবত তিনি হুজুরের [রসুল (সা)] জিয়ারতের জন্য মদিনা শরীফে গমন করিতেন।

ঘটনা ক্রমে এক বৎসর তিনি যাইতে পারেন নাই।

একদিন নিজের কামড়ায় বসিয়া ঝিমাইতেছিলেন, হঠাৎ হুজুরের জিয়ারত নছীব হইল।

হুজুর (ছ: ) এরশাদ করিলেন, এবনে ছামেত তুমি আমার জিয়ারাতের জন্য যাও নাই এই জন্য আমি তোমার জিয়ারতের জন্য আসিয়াছি।

@@@@@@@@@@@@@@@@@

ফাজায়েল সমুহ:

১. ঝিমাইলেও হুজুরের জিয়ারত নাসিব হয়

২. হুজুর জিয়ারাতের জন্য বুজুর্গ ব্যাক্তির নিকট আসেন।

৩. ব্রেলভিগন যে বলেন হুজুর সব জায়গায় হাজির নাজির তা সত্য বলে প্রমানিত।

৪. বুজুর্গ গনের জেয়ারত করা সবার জন্য ফরজ।

৫. হুজুর যেখানে বুজুর্গের জিয়ারতে হাজির হয় আমরা কেন হব না।

৬. বুজুর্গ, সাহাবা (রা) গণ থেকেও অনেক বেশি মর্যাদাবান।

৭. বুজুর্গ দের সাথে থাকুন বহত ফজিলাত পাবেন।

আরো কিছু ফাজায়েল চোখে পড়লে কমেন্ট বক্সে জানাতে অনুরোধ রইলো। আমার বুজুর্গ গনের পানে কেউ বেয়াদবি করবেন না। কিতাবের হাওয়ালা বুজুর্গ। জ্ঞানের কথা পড়ুন, জ্ঞান অর্জন করুন বুজুগদের সাথেই থাকুন।

কেউ ফাজায়েলের বিপরীত হইলে জানাইতে ভুলিবেন না। আপনার সঠিক উত্তর দেওয়া হইবে।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341849
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
হতভাগা লিখেছেন : আপনাদের বাঁশের প্যান্ডেল বেয়ে ওঠা নামার প্র‍্যাকটিস কেমন চলতেছে ?
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
283155
জ্ঞানের কথা লিখেছেন : হজ্জের জন্য বন্ধ আছে। শীতকালে মাহফিল। আপনার দাওয়াত রইলো ফানাফিশ শায়খ হতে চাইলে চলে আসুন।

মুরীদ হতে প্রথমত কিছু লাগে না তবে পরে একটু হাদিয়া দিতে হয়। কেননা পীর সাহেব আপনার জামানত নিবেন পুলসিরাত পার করার ও হাশরের ময়দানের। সেজন্য দুনিয়াত কিছু দিতে হবে তাই নয়কি?

মুরীদ ভাই হতে চাইলে চলে আসুন। বাঁশ আপনার জন্য একটা ফ্রি করে দেয়া হবে।
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
283156
হতভাগা লিখেছেন :


ম্যায় তেরা হিরো
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০১
283157
মুসলমান লিখেছেন : শুনলাম আপনারা নাকি এশকের ঠেলায় বাঁশ বেয়ে উঠেন? আমাদের গ্রামে দেখেছি যখন গাই গরুকে ঝাপ দেওয়া হয় তখন এঁড়ে গরুর কি এশক!!! একরম ঠিক মুরিদের মতোই লাফিয়ে উঠে। মাইন্ড করবেন না চাচা। এসব দেখলে আমার মাথা গরম হয়ে যায়।
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৭
283187
জ্ঞানের কথা লিখেছেন : এরখম ছবি দেখিয়ে কি লাভ?
বাঁশে চড়তে হলে সাহস দরকার মুরীদ হবার।

মুসলমান ভাই, এগুলো কি বলেন?
341851
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
মুসলমান লিখেছেন : পীর-পাদ্রী-সন্যাসী-যোগী-ঋষি-ঠাকুর-কুতুব-কাউলাদের নিয়ে এসব কথা লিখতে নাই। বিশ্বাস না করলে আপনার পীর সাহেবকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। পানি পাগলারে মাজার পানিতে ডোবে না কি?
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
283186
জ্ঞানের কথা লিখেছেন : পানী না খেয়ে মরেছে মনেহয় তাই পানি পাগলা হয়েছে।

আমার পীরসাহেব ও পাগলা তবে এশক মোহব্বাতের পাগলা।
341862
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



!!!ভাবছি আগামীতে কি করণ যায়!!!

হযরত গ্যাঞ্জাম খানের এক্কান খানকাহ শরীফ খুলে সেখানকার প্রধান পীর হিসেবে নিজেকে ঘোষনা দিবো! মনে হয় আপনাকে আমার মুরিদ হিসেবে নিয়োগ দিলে খুব বেশী সফলতা অর্জন করা যাবে!!! রাজী থাকলে জানান দিয়েন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
283185
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেব আমাকে সিলসিলা দিবেন বলেছেন তাই আপনার মুরীদ হতে আপাতত কোন চিন্তা নেই।

তবে আমার পীরসাহেবের থেকে আপনি বেশি কারামতি দেখাতে পারলে আমি রাজি আছি।
341882
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কি সব বেঈমানী লেখারে ভাই এইসব লেখা পড়লে সরলমনা মানুষরাতো বিব্রান্ত হবে...আল্লাহ মুসলমানদের এই ধরনের ফেতনা থেকে হেফাযত করুন...আমীন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
283201
জ্ঞানের কথা লিখেছেন : ভয় পেলেন তো মুরীদ হতে না পারলেন।
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
283341
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চর্ম নাই পীর হারামখুর...বলবেন কেমনে..? উত্তর:সে সারাক্ষন জর্দাপান খায় জর্দা হারাম কিন্তু তার নাকি লাগে আরাম...কন হেতে পীর হয় কেমতে...?Rolling on the Floor
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৮
283343
জ্ঞানের কথা লিখেছেন : আপনি মুরীদ হবার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনার মত মুরীদ আমাদের দরকার নাই।

আপনি গুস্থাখে পীরসাহেব। আপনি আমার পীরকে হারামখুর বললেন? আপনার আন্দাজ নাই!!
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২০
283350
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনি গুস্থাখে পীরসাহেবRolling on the Floor
341891
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫০
283272
জ্ঞানের কথা লিখেছেন : মাথা খারাপ করার কিছু নাই। বুজুর্গ আমার সাধনা।
341934
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
আফরা লিখেছেন : বাংলাদেশে লঞ্চ ডুবে প্রতি বছর কত মানুষ মরে যায় তখন আপনি ও আপনার হুজুর কি করেন ?
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫২
283273
জ্ঞানের কথা লিখেছেন : পয়েন্ট যথার্ত। আমার এক বুজুর্গ একবার ট্রাই করেছিলো কিন্তু পারেনাই। পরে বুঝেছিলাম তার কাশফ ভুয়া ছিলো। দুই নাম্বার বুজুর্গ ছিলো।

কুতুবদের সাথে লিংক থাকলে এটা হাতের তুরি মারার মত কাজ।
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
283342
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হেতেরে হাত পা বাইন্ধা পানিত ফালান...দেখবেন কেমতে বাপ বাপ বইলা কন্দে...তার পীরালি ছইটা যাইব...ফেতনা কোনহানকার....
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০১
283344
জ্ঞানের কথা লিখেছেন : মুন্সি সাহেবের কি কুতুবদের সাথে যোগাযোগ আছে? ভালোই দেখি পয়েন্টের কথা বলেন!

আমার পীরকে পানিতে হাত পা বেধে ফেললেও সে পনির উপরে ভেসে থাকবে। দেখলেন না মেরে ইট বেধে ফেলে দিলেও ভেসে ওঠে!!!
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২২
283351
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভাসবেইত...কারন হেতে উপর জর্দাপান দিয়া আর নিচে তেনা দিয়া ডিফা দিয়া ফালান ভাইসাই থাকবে...এটা সাইন্স।Rolling on the Floor
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
283353
জ্ঞানের কথা লিখেছেন : ঠিক আছে একবার ট্রাই করা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File