গল্পে গল্পে শিক্ষা-ই

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০১:০১ দুপুর



জনৈক বেদুইন হুজুরের কবর শরীফের নিকট দন্ডায়মান হইয়া আরজ করিল,

হে রব! তুমি গোলাম আজাদ করিবার হুকুম করিয়াছো। ইনি তোমার মাহবুব আর আমি তোমার গোলাম। আপন মাহবুবের কবরের উপর আমি গোলামকে আগুন হইতে আজাদ করিয়া দাও।

গায়েব হইতে আওয়াজ আসলো:

তুমি একা নিজের জন্য কেন আজাদী চাইলে? সমস্ত মানুষের জন্য কেন আজাদী চাহিলে না? আমি তোমাকে আগুন হইতে আজাদ করিয়া দিলাম।


@@@@@@@@@@@@@@@@@@@

ফাজায়েল সমুহ:

১. যে কেউ রিসালাত বা নবুআত পাবর চান্স আছে

২. গায়েব হতে আওয়াজ আসতে পারে আল্লাহর পক্ষহতে

৩. আগুন থেকে মাফ পাইতে পারেন

৪. কবরের কাছে গিয়ে চাওয়া যায়

৫. আল্লাহ যে কারো সাথে কথা বলেন

৬. আপনিও শুনতে পারেন

৭. শুনলে পোস্ট দিয়ে জানতে ভুলবেন না


আরো কিছু ফাজিলাত থাকতে পারে আমি খুজে পেলাম না। কিতাবের হাওয়ালা চাওয়া গোস্তাকে বুজুর্গ। তাই হাওয়ালা চাইবেন না।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340308
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


.স্মরণ করাও, আর স্মরণ করানোটা মুমিনদের জন্য কল্যানকর হয়ে থাকে
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৫
281714
জ্ঞানের কথা লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম।
বেশ ভালোকথা বলেছেন। তাই তো স্বরণ করিয়ে দিচ্ছি। আমার বুজুর্গগনের কথা। জ্ঞানের কথা।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
281801
আবু সাইফ লিখেছেন : কথাটি আমার নয়- আলকুরআনের
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ
And remind, for indeed, the reminder benefits the believers.
আয-যারিয়াত আয়াত ৫৫
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৩
281846
জ্ঞানের কথা লিখেছেন : ওহ! এটি শিরোধার্য।
340314
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : জ্ঞানীভাই, এরকম ফজিলতপূর্ণ গল্প আরও বয়ান করুন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
281715
জ্ঞানের কথা লিখেছেন : জ্ঞানীদের কথাইতো বয়ান করবোই। আমার কাজই এইটি। জ্ঞানের কথা।

অনেক ফজিলাত। যে কোন মুহুর্তে রিসালাত জদিও রিসালাতের দরজা বন্ধ।
340326
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
281845
জ্ঞানের কথা লিখেছেন : আহ শুধু ধন্যবাদ!
340332
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বৈষ্ণব ধর্মের মত এই ধরনের আজিব আজিব ইসলামী উপদেশের কথা, আপনি কোন কিতাবে পাচ্ছেন? এই ধরনের গাঁজাখুরি উপদেশ মানতে গেলে, এবাদত কবুল হবে তো দূরের কথা, উল্টো কোথাও কোথাও ইমান নিয়েই টানাটানি হবে। আপনার এই বুজুর্গু কি শ্রীচৈতন্য দেব থেকে ধীক্ষা গ্রহণ করেছে নাকি??!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৯
281769
জ্ঞানের কথা লিখেছেন : হতে পারে ভাই তবে আমি অন্ধ করি বন্দনা আমার বুজুর্গের। এমন কথা আমার সামনে বলবেন না যে আমার বুজুর্গের গুস্থাকি হয় প্লিজ!
340356
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৪
এ,এস,ওসমান লিখেছেন : হতবাক হওয়ার কাহিনী Worried Worried Worried
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৯
281770
জ্ঞানের কথা লিখেছেন : আমার বুজুর্গ ভুল বলতেপারে না। তাই হতবাক হবার কিছু নেই মনেহয় ভাই।
340357
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৪
এ,এস,ওসমান লিখেছেন : আচ্ছা ভাই ছালসাবিল ভাই এর খোঁজ জানেন অনেকদিন তাঁকে ব্লগে দেখি না Crying Worried Worried Crying
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০০
281771
জ্ঞানের কথা লিখেছেন : কে সে?
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩০
281781
এ,এস,ওসমান লিখেছেন : চিনলেন না Worried Worried Worried
340383
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
মেঘ কাব্য লিখেছেন : এটা শিক্ষা নাকি কুশিক্ষ?
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
281791
জ্ঞানের কথা লিখেছেন : কুশিক্ষা হবে কেন? এটিও একটি শিক্ষা।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
281794
মেঘ কাব্য লিখেছেন :
১. যে কেউ রিসালাত বা নবুআত পাবর চান্স আছে

২. গায়েব হতে আওয়াজ আসতে পারে আল্লাহর পক্ষহতে!


এই তথ্য কোথায় পেলেন আপনি?? কোরআন নাকি সহী হাদীসে? তথ্য সহ দিন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩১
281843
জ্ঞানের কথা লিখেছেন : এটি আমার বুজুর্গ দের বানি। এখানে কি ভুল আপনি পেলেন?
340418
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জ্ঞানের তেরটা!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩০
281842
জ্ঞানের কথা লিখেছেন : বাজিয়েছি বলতে চাচ্ছেন? কি অবাক! বুজুর্গ দের অপমান।
340490
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
আফরা লিখেছেন : আপনি কি শুনেছেন ভাইয়া ?
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
281878
জ্ঞানের কথা লিখেছেন : এরকম শুনতে হলে বুজুর্গ হতে হয়। কই আর পেলাম বুজুর্গ হতে! চেষ্টায় আছি। তবে মনেহয় ব্যার্থ আশা। সফল হবার নয়।
১০
340514
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার জবাব গুলো পড়ে আপনার ভেতরে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে!!

আপনি লিখতে থাকুন আপনার লেখার মাঝে কিছু উল্টো মতের বিনোদন পাওয়া যাচ্ছে....

হয়তো আগামী লেখা গুলোতে আপনার মূল উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৫
281881
জ্ঞানের কথা লিখেছেন : সাথেই থাকুন ভাই চলে যাবেন না। আমার বুজুর্গ রা অনেক কিছু জানেন তাদের সাথে থাকলে জ্ঞানের কথা শুনলে মনভালো হবে।

আমার পীরসাহেব বলছেন।
১১
340542
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৮
শেখের পোলা লিখেছেন : গোস্তাখী মাফ হো, আমি এর যো্গ্য নই৷
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৯
281986
জ্ঞানের কথা লিখেছেন : গোস্তাখি মাফ করা হলো। আপনি একজন সামাঝদার লোক! সহজে ই বুঝে ফেলেছেন।

আমার পীরসাহেবের আপনার মতো মুরিদ খুবি দরাকার। দাওয়াত রইলো মুরিদ হতে চাইলে।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
282104
শেখের পোলা লিখেছেন : আসল ও ভেজালহীন পীরের সন্ধানে আছি৷ সন্ধান পেলে জানাবেন৷
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৬
282137
জ্ঞানের কথা লিখেছেন : আমিকে কি নকল মনেহয়? ভেজালহীন তো একজনি।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:২২
282202
শেখের পোলা লিখেছেন : সেই একজনেরই পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করছি ও করব ইনশা আল্লাহ৷
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৩
282204
জ্ঞানের কথা লিখেছেন : তাহলে আপনিও আমার মুরিদভাই। ওহ একজন মুরিদভাই বাড়লো। আলহামদুলিল্লাহ।
১২
341876
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মেলা দিন আগের কেথা। আন্নের বেজিরগু’র লিখিত কুনো এক্কান কেতাবে পড়েছিলুম। হেতিনি নাকি একবার হাওয়ায় ছড়ে সুন্দুর বনে গিয়ে গহীন আরোণ্যে ধ্যানমগ্ন অবস্থায় খোদার দিদার লাভে ব্যস্ত আছিল। হঠাৎ চোখ মেলে দেখলো চারপাশে চারটা রয়েল বেঙ্গল টাইগার আন্নের বুজুরগু’র নিরাপত্তায় নিয়োজিত আছিল হযরত বুজুরগু যার কাছ থেকে খিলাফত হাসিল করছিল তার গায়েবী নির্দেশে! আন্নের বুজুরগু’র বশ্যতা স্বীকার করে সয়ং বন জঙ্গলের রাজা বাদশা রয়েল বেঙ্গল টাইগার! অথচ সৌদি বাদশারা আইজকালকার বুজুরগুদের চিড়িয়াখায় বন্দী রাইখবার চেষ্টা করে!!!
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫০
283188
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেব একটু ভুল করেছিলো তাই ধরা খেয়েছেন। এটা ঢোল পিটানোর কি দরকার।

আপনার আন্দাজ নাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File