গল্পে গল্পে শিক্ষা-ই
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০১:০১ দুপুর
জনৈক বেদুইন হুজুরের কবর শরীফের নিকট দন্ডায়মান হইয়া আরজ করিল,
হে রব! তুমি গোলাম আজাদ করিবার হুকুম করিয়াছো। ইনি তোমার মাহবুব আর আমি তোমার গোলাম। আপন মাহবুবের কবরের উপর আমি গোলামকে আগুন হইতে আজাদ করিয়া দাও।
গায়েব হইতে আওয়াজ আসলো:
তুমি একা নিজের জন্য কেন আজাদী চাইলে? সমস্ত মানুষের জন্য কেন আজাদী চাহিলে না? আমি তোমাকে আগুন হইতে আজাদ করিয়া দিলাম।
@@@@@@@@@@@@@@@@@@@
ফাজায়েল সমুহ:
১. যে কেউ রিসালাত বা নবুআত পাবর চান্স আছে
২. গায়েব হতে আওয়াজ আসতে পারে আল্লাহর পক্ষহতে
৩. আগুন থেকে মাফ পাইতে পারেন
৪. কবরের কাছে গিয়ে চাওয়া যায়
৫. আল্লাহ যে কারো সাথে কথা বলেন
৬. আপনিও শুনতে পারেন
৭. শুনলে পোস্ট দিয়ে জানতে ভুলবেন না
আরো কিছু ফাজিলাত থাকতে পারে আমি খুজে পেলাম না। কিতাবের হাওয়ালা চাওয়া গোস্তাকে বুজুর্গ। তাই হাওয়ালা চাইবেন না।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.স্মরণ করাও, আর স্মরণ করানোটা মুমিনদের জন্য কল্যানকর হয়ে থাকে
বেশ ভালোকথা বলেছেন। তাই তো স্বরণ করিয়ে দিচ্ছি। আমার বুজুর্গগনের কথা। জ্ঞানের কথা।
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ
And remind, for indeed, the reminder benefits the believers.
আয-যারিয়াত আয়াত ৫৫
অনেক ফজিলাত। যে কোন মুহুর্তে রিসালাত জদিও রিসালাতের দরজা বন্ধ।
১. যে কেউ রিসালাত বা নবুআত পাবর চান্স আছে
২. গায়েব হতে আওয়াজ আসতে পারে আল্লাহর পক্ষহতে!
এই তথ্য কোথায় পেলেন আপনি?? কোরআন নাকি সহী হাদীসে? তথ্য সহ দিন।
আপনি লিখতে থাকুন আপনার লেখার মাঝে কিছু উল্টো মতের বিনোদন পাওয়া যাচ্ছে....
হয়তো আগামী লেখা গুলোতে আপনার মূল উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে।
আমার পীরসাহেব বলছেন।
আমার পীরসাহেবের আপনার মতো মুরিদ খুবি দরাকার। দাওয়াত রইলো মুরিদ হতে চাইলে।
আপনার আন্দাজ নাই?
মন্তব্য করতে লগইন করুন