বিস্ময়কর বিষয়, দয়া করে পড়ুন এবং একটু চিন্তা করুন

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ২৮ আগস্ট, ২০১৫, ১০:২৬:০৪ সকাল



১। ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে তা কত ছোট!

২। মসজিদে দুই ঘণ্টা এবাদত কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায়!

৩। তারাবীহ সালাতে দীর্ঘ ১ ঘণ্টা সময় লাগে, অথচ ১টা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট!

৪। ১টি ক্রিকেট ম্যাচে অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছু মনেই হয় না বরং উত্তেজনাকর কিন্তু জুম্মার খুৎবা একটু বড় হলেই তা বিরক্তিকর!

৫। কনসার্ট বা খেলার মাঠে সাম্নের আসনে বসার জন্য উদগ্রীব হয় অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইতস্ত বোধ করি!

৬। সংবাদপত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বানী (পবিত্র কুরআন) এর একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক কষ্ট হয়!

৭। বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লীল বিষয় কত দ্রুতই ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহর বাণী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি!

সুতরাং মুসলিম ভাই ও বোনেরা, উপলব্ধি করুন আপনার ইসলামের অবস্থা ।


আল্লাহ আমাদের সবার ঈমান আরও মজবুত করার তৌফিক দান করুন।

আমীন।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338243
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৯
নাবিক লিখেছেন : ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
279725
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। ঠিক বললে তা প্রচার করুন।
338246
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৪
হতভাগা লিখেছেন : সিরিয়াল/খেলা দেখার জন্য আগেভাগে সব কিছু রেডি করে ফেলে তৈরী হয়ে থাকি ,তবে ফজরের নামাজ পড়তে কাযা হয়ে যায় ।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৯
279730
জ্ঞানের কথা লিখেছেন : অনেক সুন্দর একটি পয়েন্ট বলেছেন ভাই। এটিও ঠিক। আবার এমনও আছে অনেক রাত পর্যন্ত ফেসবুক চালাই ফলে ফজর কাযা হয়ে যায়।

জাজাকাল্লাহু খায়র।
338253
২৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৪
২৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৩
279752
জ্ঞানের কথা লিখেছেন : ভয় পাচ্ছেন কেন ভাই।
338271
২৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! পিলাচ পিলাচ পিলাচ
২৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৩
279753
জ্ঞানের কথা লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। পিলাচ কি?
338355
২৯ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩২
শেখের পোলা লিখেছেন : যথার্থই বলেছেন৷ ধন্যবাদ৷
২৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:২০
279878
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র।
338492
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:১০
এ,এস,ওসমান লিখেছেন :
আল্লাহ আমাদের সবার ঈমান আরও মজবুত করার তৌফিক দান করুন।


আমিন।।।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৪
280027
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। আপনার দুআ আল্লাহ কবুল করুন।
338950
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিই আমাদের অবস্তা এরকমই।
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৩৮
280314
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। হ্যাঁ ভাই ঠিক ই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File