গল্পে গল্পে শিক্ষা-অ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১০ আগস্ট, ২০১৫, ১২:০৩:১৭ দুপুর



হযরত শিবলী হইতে বণিত আছে তিনি বলেন যে, আমার এক প্রতিবেশীর মৃত্যুর পর তাকে আমি স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থার সম্মুখিন হয়েছো?

লোকটি বললো: বহুত বড় বিপদের সম্মুখিন হয়েছি এবং মুনকির নাকীরের প্রশ্নের উত্তরে আমি ধাঁ ধাঁয় পড়ে যাই। মনে মনে চিন্তা করি, খোদা একি বিপদ! আমি মুসলমান হয়ে মরনি? হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম "এই মছিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল" ।

যখন ঐ দুই ফেরেশতা আমাকে শাস্তি দিতে উদ্দত হলো তখন সঙ্গে সঙ্গে অপরুপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখে এসে দারালো। তার শরীর থেকে খুশবু বের হচ্ছিলো।

সে আমাকে ফেরেশতাদের উত্তর শিখিয়ে দিলো। আমি উত্তর বলে দিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "খোদা আপনার উপর রহম করুন, কে আপনি আমাকে বলুন?"

তিন বললেন: আমি এক ব্যাক্তি। তোমার বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরুন আল্লাহ পাক আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন কোন বিপদে তোমাকে সাহায্য করে থাকি।

গল্পের ফজিলাত: -কবরের সাওয়াল ১ বারের বেশি করা হবে

-কবরের সাওয়াল কারা সময় মনে মনে চিন্তা করা যাবে

-কবরে আমি জানি না বলার আগে কথা বলা যাবে "আমি মুসলমান হয়ে মরি নি?"

-ফেরেশতারা শাস্তি দিতে উদ্দত হলে শাস্তি ঠেকানো যাবে

-দরুদ শরীফ অপরুপ সুন্দর যুবক বেশে আসবে

-আল্লাহ পয়দা করে শিখিয়ে দিবেন যে বিপদ থেকে বাঁচাতে

-বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন না (!!!!)

-আরো কিছু পেলে জানাতে ভুলবেন না। কিতাবের হাওয়ালা জানতে চেয়ে লজ্জা দেয়া থেকে বিরত থাকুন। ফজায়েল দেখতে না পেলে থুথু আম্মার কাছেথেকে ঘুড়ে আসুন।

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334893
১০ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৫
নেহায়েৎ লিখেছেন : কাল আরো মজার একটা শুনলাম ইউটিউবে! পীর ভাইজান মঞ্চে বসে থেকে সারা পৃথিবী ঘুরে এসে এক হারানো বাচ্চাকে হাত ধরে বাড়িতে পৌছে দেয়! কিন্তু তিনি শুধু মঞ্চে চোখ বন্ধ করে বসেছিলেন। উঠেন নাই নড়েন নাই!!!
১০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
276932
জ্ঞানের কথা লিখেছেন : আপনি ভালো কাজ করেছেন। এরখম ফাজিলাত শুনলে শরীল ভালো থাকবে।

-আরো ফাজিলাত থাকলে বয়ান ফরামান।
334895
১০ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
হতভাগা লিখেছেন : হযরত শিবলী - উনি কে ?
১০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৬
276933
জ্ঞানের কথা লিখেছেন : উনি একজন বহত বাড়া বুজুর্গ ব্যাক্তি ভাই।

-ওনার নাম বিশ্বখ্যাত কিতাবে পাওয়া যায়। এটাও একটা ফাজিলাত।
334907
১০ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৮
নাবিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
276956
জ্ঞানের কথা লিখেছেন : হাসির কি হলো ভাই।
-এটা বুজুর্গদের কাহীনি। হাসলে পরে বুজুর্গরা রাগ করবেন।
334915
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো .. ধন্যবাদ
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
276957
জ্ঞানের কথা লিখেছেন : আপনার ভালো লেগেছে? আপনি সত্যিই একজন মহান বুজুর্গ।

-বুজুর্গ কেমন আছেন? ফাজায়েল বর্ণনা করুন।
334925
১০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৮
বেআক্কেল লিখেছেন : গল্প তো গল্পই, সেটা মিথ্যা হতে পারে, তাইতো তার নাম গল্প। যখন কোন ঘটনাকে গল্প বলব, তখনে সেইটাকে আমলের রাস্তা হিসেবে উদাহরণ দেবনা। কেননা তা মিথ্যা হইবার সম্ভবনা বেশী। এই ঘটনাটিকে গল্পের মত শুনার তো দরকার নাই কেননা সওয়াল-জওয়াব ও তার ধরণ লইয়া সরাসরি বহু হাদিসই বিদ্যমান আছে। তা ছাড়া দুনিয়ার এত সাহাবী ছিল, তারা কোনিদিন কোরআন-হাদিসের বাইরে গিয়া কাউকে উপদেশও দিতেন না। কেননা শয়তান এই সুযোগ লইয়া বসে। ফার্সিতে বুজুর্গ মানে বুড়ো মানুষ, সম্মানী মানুষ। সুতরাং বয়স হইলে সবাই সম্মানী হয়, তাই বলে তাদের স্বপ্ন দৃষ্টান্ত হইতে পারেনা, যেমন সাহাবীদের হয়নি।
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
276958
জ্ঞানের কথা লিখেছেন : আপনি সত্যিই একজন বুজুর্গ ব্যাক্তি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো তা বুঝতেছিনা ভাই।

-বুজুর্গ আমার সালাম নিবেন। আর এরখম ঘটনা আমাদের বুজুর্গদের তাই বর্ণনা চলতেই থাকবে।
334955
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
ঝিঙেফুল লিখেছেন : পুরোটা পড়ি নাই Sad
১১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৪১
277026
জ্ঞানের কথা লিখেছেন : আপনি বুর্জগানে দ্বীনের অপমান করছেন। আপনার জন্য বুর্জগানে দোআ কি দরকার নেই?

-পড়ে ফজিলাত বয়ান করুন।
334992
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : এবারও মাথার উপর দিয়ে গেল Yawn Yawn Yawn

লেখতে থাকেন। হয় তো সব এক সাথে ধরতে পারবো Loser Loser
১১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৪৩
277027
জ্ঞানের কথা লিখেছেন : বুর্জগানে দ্বীনের ঘটনা যে সে ব্যাপার নয়! তাই আপনার মাথায় ঢুকছেনা।

-সাথে থাকুন একসময় ভেদ পাবেন। এগুলো ভেদে বাবা, সিনায় সিনায় প্রবাহিত হয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File