গল্পে গল্পে শিক্ষা-অ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১০ আগস্ট, ২০১৫, ১২:০৩:১৭ দুপুর
হযরত শিবলী হইতে বণিত আছে তিনি বলেন যে, আমার এক প্রতিবেশীর মৃত্যুর পর তাকে আমি স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থার সম্মুখিন হয়েছো?
লোকটি বললো: বহুত বড় বিপদের সম্মুখিন হয়েছি এবং মুনকির নাকীরের প্রশ্নের উত্তরে আমি ধাঁ ধাঁয় পড়ে যাই। মনে মনে চিন্তা করি, খোদা একি বিপদ! আমি মুসলমান হয়ে মরনি? হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম "এই মছিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল" ।
যখন ঐ দুই ফেরেশতা আমাকে শাস্তি দিতে উদ্দত হলো তখন সঙ্গে সঙ্গে অপরুপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখে এসে দারালো। তার শরীর থেকে খুশবু বের হচ্ছিলো।
সে আমাকে ফেরেশতাদের উত্তর শিখিয়ে দিলো। আমি উত্তর বলে দিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "খোদা আপনার উপর রহম করুন, কে আপনি আমাকে বলুন?"
তিন বললেন: আমি এক ব্যাক্তি। তোমার বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরুন আল্লাহ পাক আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন কোন বিপদে তোমাকে সাহায্য করে থাকি।
গল্পের ফজিলাত: -কবরের সাওয়াল ১ বারের বেশি করা হবে
-কবরের সাওয়াল কারা সময় মনে মনে চিন্তা করা যাবে
-কবরে আমি জানি না বলার আগে কথা বলা যাবে "আমি মুসলমান হয়ে মরি নি?"
-ফেরেশতারা শাস্তি দিতে উদ্দত হলে শাস্তি ঠেকানো যাবে
-দরুদ শরীফ অপরুপ সুন্দর যুবক বেশে আসবে
-আল্লাহ পয়দা করে শিখিয়ে দিবেন যে বিপদ থেকে বাঁচাতে
-বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন না (!!!!)
-আরো কিছু পেলে জানাতে ভুলবেন না। কিতাবের হাওয়ালা জানতে চেয়ে লজ্জা দেয়া থেকে বিরত থাকুন। ফজায়েল দেখতে না পেলে থুথু আম্মার কাছেথেকে ঘুড়ে আসুন।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-আরো ফাজিলাত থাকলে বয়ান ফরামান।
-ওনার নাম বিশ্বখ্যাত কিতাবে পাওয়া যায়। এটাও একটা ফাজিলাত।
-এটা বুজুর্গদের কাহীনি। হাসলে পরে বুজুর্গরা রাগ করবেন।
-বুজুর্গ কেমন আছেন? ফাজায়েল বর্ণনা করুন।
-বুজুর্গ আমার সালাম নিবেন। আর এরখম ঘটনা আমাদের বুজুর্গদের তাই বর্ণনা চলতেই থাকবে।
-পড়ে ফজিলাত বয়ান করুন।
লেখতে থাকেন। হয় তো সব এক সাথে ধরতে পারবো
-সাথে থাকুন একসময় ভেদ পাবেন। এগুলো ভেদে বাবা, সিনায় সিনায় প্রবাহিত হয়!
মন্তব্য করতে লগইন করুন