প্রেমের সৌধ .......

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ এপ্রিল, ২০১৬, ০৯:৩০:১৮ রাত



যুবতীর রূপের আগুনে ঝলসে গেছে যুবকের বুক

সেই থেকে যুবকের মনে চলে সীমাহীন দুঃখ!

মার্কেট, শপিংএ সবখানে প্রেমের পসরা সাজাও

শিকার করতে কেন তোমরা নানা বাদ্য বাজাও?

----

এত উগ্র সাজ গোছ ডোন্ট কেয়ার টাইপ চলা

ময় মুরব্বীর নিষেধ মানো না, করো অবহেলা।

মুরব্বীদের কথা সত্য হয় সবই তোমরা খোয়ালে

তাদের কথা পুরনো হলেও যায় না তা বিফলে।

----

রূপের ভেলকি দিয়ে যুবকের ঘুম নষ্ট করো না,

নিজেকে ধ্বংস করতে শয়তানের পাল্লায় পরো না।

জ্ঞান, চরিত্র, বিদ্যা-বুদ্ধির জোরে দুনিয়া করো জয়

সচ্চরিত্র গঠন করো, করো না নিজের অবক্ষয়।

-----

রূপ সে তো দু’ দিনের তরে, হয়ে যাবে ফিকে

যৌবনের ভাটা, ক’দিন পর আফসোস, আক্ষেপে।

তোমার কীর্তি অমর হবে, দেখো মেয়েটি কত ভালো

ছলনা নয়, ভালবাসা দিয়ে জগৎ করো আলো!

----

শিকার ধরে স্বার্থ ফুরালে সরে পড়ো ধীরে ধীরে

কত স্বপ্ন সাধ রচনা করে তারা তোমাদের ঘিরে।

তোমাদের ছলনায় কত পুরুষের হয়েছে সর্বনাশ,

প্রতিশোধ মত্ত হয়ে তারা করছে এসিড সন্ত্রাস!

----

কখনো দেখি প্রেমে ব্যর্থ হয়ে করো আত্মহত্যা,

বিপদে ফেলে হেসে উঠে শয়তানের প্রেতাত্মা।

ভালবাসা শেখো, ভালবাসতে শেখো, হে সুন্দরীতমা

তোমার জীবনেও কখনো ভালবাসার অভাব হবে না।

----

সুন্দর সমাজ গড়ে হলে আলোকিত নারী চাই

যেদিকে সুন্দর, এসো সেদিকে কদম বাড়াই।

রূপ নয় শুধু, গুণও যে চাই হে প্রিয়ংবদা নারী

চরিত্র মাধুর্য দিয়ে এসো প্রেমের সৌধ গড়ি।

(কবিতাটির সাথে বাস্তবতার কোন মিল নেই-মিলে গেলে দু:খিত হওয়া ছাড়া আর কোন গত্যন্তর নেই!)

"হৃদয় গোলাপের পাপড়িগুলো "কাব্যগ্রন্থ থেকে(২০১৬)

বিষয়: সাহিত্য

১১৮৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365130
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:১৮
আফরা লিখেছেন : সুন্দর কবিতা Rose Rose Rose Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
303340
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ।
365140
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৮
শেখের পোলা লিখেছেন : চমৎকার এক কথায়৷ ধন্যবাদ৷
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
303341
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।
365150
১০ এপ্রিল ২০১৬ রাত ০১:১৪
কুয়েত থেকে লিখেছেন : তাজ মহল প্রেমের সৃতি সৌধ। রূপের আগুনে ঝলসে গেছে যুবকের বুক সেই থেকে যুবকের মনে চলে সীমাহীন দুঃখ!ভালো লাগলো তাজ মহলের ছবি দেখলেই মন খারাপ হয় কারন এই তাজ মহল করতে যে অর্থ তখন খরচ হয়েছিল তা দিয়ে সরা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য কল্যাণ করা যেত। ধন্যবাদ আপনাকে
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
303342
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মোঘল সম্রাটরা মুসলিম উম্মাহর চিন্তা নয়, নিজেদের ভোগ-বিলাস নিয়ে মত্ত ছিল। (ছবিটি প্রতীকি রূপে দেয়া হয়েছে) অনেক ধন্যবাদ আপনাকেও।
365162
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩১
বিবর্ন সন্ধা লিখেছেন : তাজমহল তো বিরহের সৌধ
প্রেমের বুঝি?? Crying Crying
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
303343
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছবিটি প্রতীকি রূপে দেয়া হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকেও।
365181
১০ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হিন্দুরা দাবি করতেছে তাজমহলের জায়গাটি নাকি রাম কৃষ্ণ মিশনের ছিল, তাই তারা তাজমহল দখলে নিবে!
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
303344
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইন্দিরা ডকট্রিন অনুযায়ী ওদের দাবী/থাবা আরো বহুদুর বিস্তৃত। আস্তে আস্তে সব গিলে খাওয়ার চেষ্টা করছে শিবাজীর উত্তরসুরীরা। ধন্যবাদ..
365223
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৫
হতভাগা লিখেছেন : শাহজাহানরা আছে বলেই পৃথিবীতে প্রেম-ভালোবাসা নামক কিছু একটা আছে
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
303345
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসলেই শাহজাহান-মানেই তো পুরো পৃথিবী!
365262
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা, বুক ঝলসে গেলে মনটা অক্ষত রইল কেমনে, কনত দেখি!
আচ্ছা প্রিয়, এখন তো আপনার ভাটা চলছে, যখন তাগড়া জোয়ান ছিলেন,তখন কি ইয়ে টিয় ...মানে কিছু করেন নাই?
আচ্ছা, কত পুরুষ যে ছলনার আগুনে পুড়েছে, সেই ছ্যাঁকা খাওয়াদের দলে প্রিয় ছিলেন নাতো?
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303346
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছোট বাবু! তোমার এত্ত বুঝার দরকার আছে? হো মো এরশাদ কিন্তু ৮৫ বছরেরও তাগড়া জোয়ান!
365267
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৩
বার্তা কেন্দ্র লিখেছেন : ব্যর্থ প্রেমিক নাকি বস? কবিতা ভাল হয়েছে বেশ! অনেক ধন্যবাদ..
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303347
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কী বলেন আপনি?
365539
১২ এপ্রিল ২০১৬ রাত ১০:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর কবিতা কিন্তু ভাইয়া রাগ করবেননা একপেশে হয়ে গেছে। নারী ও পুরুষ উভয় নিয়েই মানুষ, মানব সমাজ, সভ্যতা। তাই একশ্রেণীকে শুধু নীতিবাক্য শুনিয়ে, সমালোচনা করে কখনো প্রকৃত মানুষ পাওয়া যাবেনা। সব নারী ভাল হয়ে গেলেও যদি পুরুষেরা থাকে চরিত্রহীন তবে এই নারীদের ভালত্বে কি লাভ হবে? ইসলাম একপেশে না। দুদিক থেকেই চিন্তা করতে হবে। আমাদের উচিত নারীর পোশাক নিয়ে যখন সমালোচনা করব তখন পুরুষের নজর নিয়েও কথা বলব, পুরুষকেও বলব শরীর প্রদর্শন, সিক্স প্যাক, মাসল দেখানো অফ কর, প্যান্টটা একটু উপরে টেনে পর। যখন বলব দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হল মুমিনা স্ত্রী তখন প্রচার করব ওহে ছেলে তুমি যদি তাকে চাও তবে তোমাকেও মুমিন হতে হবে কারণ নন-মুমিন মুমিন নারীর জন্য হারাম। চিন্তাগুলো এভাবে করলে ভাল হয়। জাঝাক আল্লাহ ভাইয়া।
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
303354
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই পোস্টটি করার সময় আমি চিন্তাও করেছিলাম, বোনরা কোন মাইন্ড করেন কিনা? আপনি(অথবা কেউ) যদি কিছু মনে করেন তাহলে আমার কাছে তা সীমাহীন কষ্টের কারণ হবে। পুরুষদের নিয়েও কবিতা আছে-যথাসময়ে পোস্ট করা হবে। আর আমি নারীদের জন্য কিন্তু বিশেষভাবে একটা পুস্তিকা রচনা করেছি পুরুষদের জন্য নয়। প্রচ্ছদ যুক্ত করেছি নিচে। জাযাকাল্লাহ! আপনার অসাধারণ মন্তব্যটি আমার জন্য অতীব অনুপ্রেরণার হয়ে থাকবে।

১০
365647
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303348
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File