হে দয়াময় রব!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৯ এপ্রিল, ২০১৬, ০৯:১০:৩৯ রাত
নিপুণ তোমার পরশ মাখা
ত্রিভূবনের মাঝে ,
অপরূপে সাজে ধরা
নিত্য সকাল সাঁঝে।
আকাশ নদী পাহাড় ছুঁয়ে
তোমার কারুকাজ ,
যতই দেখি শেষ তো হয়না
হে রাজাধিরাজ।
মানুষ রূপে এই আমারে
পাঠিয়ে পৃথিবীতে ,
কত ভাবেই পরখ করো
গ্রীস্ম বর্ষা শীতে।
হাজার শুকুর জানাই মহান
হে দয়াময় রব ,
তোমার হাতেই জীবন মরণ
তোমার হাতেই সব।
বিষয়: সাহিত্য
৯২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার কারুকাজ হে মহান প্রভূ্ লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন