প্রভু তোমায় ভালবাসি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৯ এপ্রিল, ২০১৬, ১০:১৬:২৮ রাত

প্রভু তোমায় ভালবাসি

পারভীন সুলতানা

৯/৪/২০১৬



প্রভু তোমায় ভালবাসিও দেখতে পারি নাই ,

তব প্রেমবানী পাঠে মনে কি যে শান্তি পাই।

মানুষ রূপে সৃষ্টি করে এই ধরায় পাঠালে ,

জীবনে গতিবিদি মেপে চলার মানচিত্রও দিলে।

পাহাড় তোমার কিতাব দেখে কাঁপে থরথর

সেই কিতাব রাখলে মোদের বুকের উপর,

কোরান রাখে অতিযতনে সিন্ধুকের ভিতর,

তাই তো মানুষ পাপাচারে রাখে না ভয়ডর।

কোকিলের কন্ঠে দিলে তুমি কত মধুরসুর,

মানুষের মাঝে দিলে তোমার বানীর সুমধুর।

তালতবলা লাগে না কোরানের গান গাইতে,

কেন অমানুষেরা পারেনা অমৃতসুর গাইতে।

বেলালের আজানের সুর এখন তো ভাসে কানে,

এখন মুমিনেরা আসে না কেন নামাজের টানে।

মুসলমান হলে প্রভু কে? কোরআন পড়ে জানো।

উম্মোতি মোহাম্মদী হলে শরীয়ত কে আগে মানো।

ছোট দুই ছেলের জন্য ২ বার , টিউমার ও ছিস্ট ফেলার জন্য ৩বার অপারেশান করে দেহ কে ছিন্নভিন্ন করেছি । অপারেশানের কষ্টের চেয়েও বেশি কষ্ট পেয়েছি ড্রেসিং করার সময়। বার বার বলেছি আমাকে অজ্ঞান করে ড্রেসিং করেন ।কে শুনে কার কথা? গরুর চামড়া চিলা ড্রেসিং এ কষ্ট পেলেও আমার ইনপেকশান তাড়াতাড়ি ভাল হয়েছে।কারন ব্যাথা দিয়েই বড় কষ্ট ও ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছেন।

মাথার ও হার্টের পেইন এর সাথে মনের পেইন যোগ হয়।এক ঝাক কষ্ট উড়ন্ত মেঘ হয়ে বৃষ্টি ঝরায়। তাতে মনাকাশ পরিছন্ন হয় না। তখন নফস নামক টিউওমার টা সরালাম। তারপর উত্তম ভাবে সবরের মাধ্যমে কোরানের মেডিসিন ঢেলে ড্রেসিং করলাম নিজেই। তা সাথেই অর্থ ব্যাখ্যা সহ কোরআন পড়ে পড়ে প্রশান্তির দাওয়াইটা খেয়ে নিলাম । এখন মনে হচ্ছে ালহামদুলিল্লাহ। খুব শান্তি লাগছে।





বিষয়: বিবিধ

২১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365131
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:১৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপু ।
365149
১০ এপ্রিল ২০১৬ রাত ০১:০৭
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে লেখাটি ভালো লাগলো। কোকিলের কন্ঠে দিলে তুমি কত মধুরসুর,মানুষের মাঝে দিলে তোমার বানীর সুমধুর
365166
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ
অনেক সুন্দর কিছু অনুভুতি Love Struck
367465
২৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৬
awlad লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File