কবিতা-৮ : চুরুলিয়ার সেই ছেলেটি
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ মে, ২০১৫, ০২:৩২:২৪ দুপুর
(বিদ্রোহের রূপকার, স্বাধীনতার সংগ্রামের উজ্জল নক্ষত্র কাজী নজরুল ইসলামকে নিবেদিত)
আমি অবাক নেত্রে তাকিয়ে থাকি, নিষ্পলক
আমার দেয়ালে টাঙানো
বর্ধমানের চুরুলিয়ার সেই ছেলেটির ছবির প্রতি।
যে আমাদের প্রাণের কবি, ধ্যানের কবি,
চিরতারুণ্য ও বিদ্রোহের প্রতিমুর্তি,
যে আপোষহীন এক অপ্রতিদ্বন্দ্বী সত্তা।
যখনই দৃষ্টি পড়ে তাঁর ছবির দিকে-যেন
আমিও তার ভাবনায় নিজেকে শরীক করি।
কি ভাবে কবি ? কিসের এত ভাবনা?
এ ঘুমন্ত জাতিকে আরেকবার জাগিয়ে তোলার কথা ভাবছে ?
তাঁর “বিষের বাঁশী” দিয়ে “অগ্নিবীণা”র ঝংকারে আবার কি বিদ্রোহের আগুন,
কারার ঐ লৌহ কপাটে আবার নিক্ষেপ করে “জিঞ্জির”কে
“ভাঙার গানের” মন্ত্রে উজ্জীবিত করতে চায় ?
কই তেমন সিংহ শাবক?
যে “প্রলয় শিখা” দিয়ে সবকিছু ছারখার করে দিয়ে
নবদিগন্তে “মরুভাস্কর”এর আদর্শকে আবার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে
শান্তিকামী মানবতাকে হৃত অধিকার ফিরিয়ে দিতে দৃপ্ত শপথবদ্ধ।
হে আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকবি,
তোমার ভাবনাই ইদানীং আমাকে পেয়ে বসেছে।
=====
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখে মনে হয়েছিল উনি মনে হয় শাড়ি পড়েছেন ।
আপনার অবলোকন চমৎকার ভাইজান।।
পায়েতে শিকল৷
গরাদে ঢুঁকেছে জাতি,
হয়েছে বিকল৷
পিশাচে চুঁসিছে খুন,
দূর্জন সেজেছে সূজন৷
নজরুল তোমাকে আজ
বড় প্রয়োজন৷
আপনার কল্পনায় কবির ভাবনাগুলো আজ আমাদের জন্য খুবই অপরিহার্য্য
তাই কবিতা এখন কর্পোরেট ক্রিতদাস দের হাতে!
মন্তব্য করতে লগইন করুন