কবিতা-৮ : চুরুলিয়ার সেই ছেলেটি

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ মে, ২০১৫, ০২:৩২:২৪ দুপুর



(বিদ্রোহের রূপকার, স্বাধীনতার সংগ্রামের উজ্জল নক্ষত্র কাজী নজরুল ইসলামকে নিবেদিত)

আমি অবাক নেত্রে তাকিয়ে থাকি, নিষ্পলক

আমার দেয়ালে টাঙানো

বর্ধমানের চুরুলিয়ার সেই ছেলেটির ছবির প্রতি।

যে আমাদের প্রাণের কবি, ধ্যানের কবি,

চিরতারুণ্য ও বিদ্রোহের প্রতিমুর্তি,

যে আপোষহীন এক অপ্রতিদ্বন্দ্বী সত্তা।

যখনই দৃষ্টি পড়ে তাঁর ছবির দিকে-যেন

আমিও তার ভাবনায় নিজেকে শরীক করি।

কি ভাবে কবি ? কিসের এত ভাবনা?

এ ঘুমন্ত জাতিকে আরেকবার জাগিয়ে তোলার কথা ভাবছে ?

তাঁর “বিষের বাঁশী” দিয়ে “অগ্নিবীণা”র ঝংকারে আবার কি বিদ্রোহের আগুন,

কারার ঐ লৌহ কপাটে আবার নিক্ষেপ করে “জিঞ্জির”কে

“ভাঙার গানের” মন্ত্রে উজ্জীবিত করতে চায় ?

কই তেমন সিংহ শাবক?

যে “প্রলয় শিখা” দিয়ে সবকিছু ছারখার করে দিয়ে

নবদিগন্তে “মরুভাস্কর”এর আদর্শকে আবার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে

শান্তিকামী মানবতাকে হৃত অধিকার ফিরিয়ে দিতে দৃপ্ত শপথবদ্ধ।

হে আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকবি,

তোমার ভাবনাই ইদানীং আমাকে পেয়ে বসেছে।

Good Luck Good Luck===== Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

১১৮০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322192
২৪ মে ২০১৫ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : ছোট কাল থেকেই কবির এই পোজের ছবি দেখে আসছি ।

দেখে মনে হয়েছিল উনি মনে হয় শাড়ি পড়েছেন ।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৪৫
263305
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কবি সাল পরেছেন!! Surprised
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
263350
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি হতভাগা! কবি বড়ই দুর্ভাগা! দু:খীর চির অভিব্যক্তি এমনি-ই হয়!
আপনার অবলোকন চমৎকার ভাইজান।।
322206
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : প্রিয় কবিকে নিয়ে চমৎকার লিখেছেন।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
263349
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, সুন্দর কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্যে।
322249
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : গলেতে ফাঁসীর রশি,
পায়েতে শিকল৷
গরাদে ঢুঁকেছে জাতি,
হয়েছে বিকল৷
পিশাচে চুঁসিছে খুন,
দূর্জন সেজেছে সূজন৷
নজরুল তোমাকে আজ
বড় প্রয়োজন৷
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১১
263348
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কবিতার মাধ্যমে সুন্দর মন্তব্য দারুণ হয়েছে। ধন্যবাদ।
322265
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রিয় কবির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইলো।
আপনার কল্পনায় কবির ভাবনাগুলো আজ আমাদের জন্য খুবই অপরিহার্য্য
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
263361
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হে আল্লাহ! তুমি কাজী নজরুল ইসলামের হিম্মত দেশের সকল মানুষকে দান করো। যাতে সকল অন্যায়-অনাচারের বিরেুদ্ধে গর্জে উঠতে পারে। আমিন। ধন্যবাদ আপনাকে।
322273
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নজরুল নাই!
তাই কবিতা এখন কর্পোরেট ক্রিতদাস দের হাতে!
২৫ মে ২০১৫ দুপুর ০২:০১
263501
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, ভালই বলেছেন।।
322301
২৪ মে ২০১৫ রাত ১১:০৪
আফরা লিখেছেন : ভাইয়া কবিতা সুন্দর হয়েছে ! মাশাআল্লাহ !

২৫ মে ২০১৫ দুপুর ০২:০২
263502
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
322319
২৫ মে ২০১৫ রাত ০২:২৯
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck Good Luck অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৫ দুপুর ০২:০৩
263503
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Talk to the hand Talk to the hand
322324
২৫ মে ২০১৫ রাত ০৪:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ, আমার প্রিয় কবিকে নিয়ে সুন্দর একটি কবিতা লেখার জন্য। দোয়া রইল দুই জনের প্রতি। জাযাকাল্লাহু খাইর।
২৫ মে ২০১৫ দুপুর ০২:০৬
263504
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এত সুন্দর সুন্দর মন্তব্য করেন সবসময়, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। জাযাকাল্লাহ খায়ের।
322338
২৫ মে ২০১৫ সকাল ০৯:৩১
অভিমানী বালক লিখেছেন : আমার প্রিয় জাতীয় কবি,শ্রদ্ধাভরে স্মরন করি।
২৫ মে ২০১৫ সকাল ১১:২৩
263461
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলায় আজ নজরুল কে বড় প্রয়োজন।
৩১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
295463
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লবযহফলঘ
১০
322361
২৫ মে ২০১৫ সকাল ১১:২২
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলায় আজ নজরুল বড় কে প্রয়োজন। ভালো লাগলো আপনার চমৎকার ভাবনাগুলো Good Luck
৩১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
295464
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File