বউ যেন এক হাতেম তা’য়ী ......[.আড্ডা.]

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৪ মে, ২০১৫, ০৩:০৮:৩২ দুপুর

হৈ হৈ রৈ রৈ, আড্ডাবাজরা গেল কৈ !! Bee Bee Bee Bee Bee

----------------------------

বউ, আছি বড় বিপদে

কি করব বলতো এখন ?

বউ কয় আমার তো সব শেষ

দিয়েছি চেয়েছো যখন ।

Surprised

ঘুম যে আসেনা চোঁখে,

চিন্তা যে ভূরি ভুরি,

লকেট, দুলতো আগেই দিয়েছি

আছে হাতের দু’খান চুড়ি ।

At Wits' End

ডিপিএসও দিয়েছি বন্ধক

হাতের জমানো টাকায় করেছি বাজার,

সেবার বিপদ কালে ভাই থেকে

এনেছি নব্বই হাজার ।

;Winking

তবুও কাটেনা অভাব

মোবাইল টাও গেল চুরি,

বউ কয় ভাই’র পাঠানো মোবাইল দিয়ে

তোমার অভাব কর দুরি ।

Call Me

ক’দিন যেতেই অভাবেরা

ঢু-মারে ভাতের হাড়ি,

বউ কয় বাকী রয়েছে বটে

আমার বিয়ের শাড়ী।

Waiting

স্বামী বেচারা পদে পদে শুধু

বউয়ের কাছে দায়ী,

স্বামী ভক্ত বউটি বটে

দানশীলা এক হাতেম তা’য়ী । Broken Heart Broken Heart

>>>>>>>>>>>>>>>>>>.......<<<<<<<<<<<<<<<<

অনেকদিন ব্লগে আড্ডানো হয়না । আসুন যারা ফ্রি আছেন কিছুক্ষণ আড্ডায় । Give Up Give Up Give Up Cheer Cheer Chatterbox Chatterbox

ঠেলাগাড়ী ঠেলতে ভাল মালসামান বইতে,

ব্লগটাকেও ঠেলতে হয় ব্লগারদের পাইতে ।


Give Up Give Up Give Up Give Up

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৭৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322200
২৪ মে ২০১৫ দুপুর ০৩:২৭
নূর আল আমিন লিখেছেন : আমার বৌ নাই। তাই আড্ডা দিমুনা
২৪ মে ২০১৫ দুপুর ০৩:২৯
263269
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আরে আড্ডা দিতে বউ লাগেনা ।
এমনি শুরু করেন যে কোন বিষয়েই আড্ডা দেয়া যায় ।Angel
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০০
263288
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি বাজারে গিয়ে মাইকিং করেন, আমার বউ নাই!
322201
২৪ মে ২০১৫ দুপুর ০৩:২৭
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : সব বউ কি এক রকম হয়?
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৩০
263270
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি কয় রকম বউ দেখেছেন সেটা আগে বলেন ?
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৩৯
263272
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Yahoo! Fighter Yahoo! Fighter (~~) Waiting
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২১
263351
অবাক মুসাফীর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
322203
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহার ভাই ভাবীকে লেখাটা দেখাবেন। আমি নিশ্চিত তিনি বেশ খুশী হবেন।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০১
263289
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বলছেন যখন তখন দেখাবো, তবে মেয়েদের মন আর আকাশের মেঘ এগুলোকে বুঝা যায় না।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০৬
263291
ফাতিমা মারিয়াম লিখেছেন : অথচ এই দুইটা নিয়ে মনে হয় গল্প,কাব্য, গান সব চাইতে বেশি রচিত হয়েছেRolling on the Floor
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৪
263294
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রহস্যের প্রতি মানুষের ঝোক আদিকাল থেকে, গবেষণা তো চলবেই.....
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৭
263295
ফাতিমা মারিয়াম লিখেছেন : তবে চলুক Tongue
322207
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশে যদি কোন বউ ভক্ত স্বামী থাকে তাহলে মনে হয় আপনি ১নং এ আছেন, এখন আর ব্লগে আসি না কারণ আসলেও পাঠক পাই না, তাই ফেসবুকে বেশি সময় দিই।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০৪
263290
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি নতুন বিয়ে করেছেন অতচ বউকে নিয়ে একটি কবিতাও লিখেননি, আপনি কিরাম ব্লগার :Thinking
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৩
263293
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার মাথায় আপনার মত এত বুদ্ধি না, কবিতা লিখতে বুদ্ধি লাগে, না আমাকে দিয়ে হবে না।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৮
263296
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতা লিখতে বুদ্ধি লাগে প্রথম শুনলাম। আমি জানি কবিতা লিখতে একটি মন লাগে। আর বউ হচ্ছে জলজ্যান্ত একটি কবিতা।
322208
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০১
হতভাগা লিখেছেন : এরকম হাতেম তা'ঈ মার্কা বৌ আসলেই আছে ? না কি মজা নিতেছেন ?

একজন মেয়ের সার্থকতা হল তার লাক্সারীর সাথে সমান তালে টাকা সরবরাহ করতে পারবে এমন জামাই পাওয়া । এবং একজন ছেলের সার্থকতা(!) হচ্ছে সেরকম কামাই করা।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:০৭
263292
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার কি সন্দেহ আছে :Thinking :Thinking
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৩০
263299
হতভাগা লিখেছেন : আগে ছিল, এখন নেই । আগে তো কত কিছুই ছিল ।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৮
263314
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
এখনও যা আছে তা নিতান্তই কম নয়।
এই বন্ধন দূর্গে সবচেয়ে বড় আঘাত করেছে
সংস্কৃতির আগ্রাসন।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
263336
শেখের পোলা লিখেছেন : হাতেম তাঈএর সংখ্যাতো বেশী ছিলনা৷ তেমনই দু একটা মহীল হাতেম তাঈ তো হতেই পারে৷কি বলেন?
322210
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বউ.. বউ... গেলে কইগো তুমি?
তোমার জন্য চা বানাতেছি আমি!!
না..না... খালি চা চাইনা আমি
চায়ের সাথে বিস্কুট দাও দামী!!!

বিস্কুট নেই আছে পাউরুটি
সাথে আনতেছি জেলির বাটি!!
তুমি খেলে খাবে না খেলে নাই
আমি জেলির সাথে পাউরুটি দেখ চা'য় চুমুক দিই!

আমার পছন্দের বিস্কুট খাবে কেন বিড়াল?
আমার প্রতি নেই তোমার মন এ কেমন বে খেয়াল?
কতবার বললাম বিড়াল রেখোনা ঘরে
বিড়াল কিছু খেয়ে পেললে দোষ আমার উপর পড়ে....!

প্লিজ আজ খাও আমার পছন্দের
তোমার পছন্দের বিস্কুট নিয়ে এসো পের!!!
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৯
263297
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জবাব নেই Straight Face Crying Crying
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৩
263301
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জবাব না থাকার করন কি? প্রশ্ন বুঝতে অসুবিধা??? Waiting Waiting <:-P
২৪ মে ২০১৫ বিকাল ০৫:০৩
263317
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
অনেক পাইন হয়েছে
সেইরাম পাইন জবাব
আমার কাছে নেই বলেছিHappy
২৪ মে ২০১৫ বিকাল ০৫:০৭
263319
পুস্পগন্ধা লিখেছেন : সেকি ! বিড়ালটা কি এখনও পড়েনি মারা?
সেড়েছে এইবার! দিবেনা আর ধরা।

যে ভুলে আজ শুধু বিস্কুট খেয়ে যায়
সে ভুলেই পরে করবে হায় হায়................

আজ না হয় বিস্কুট না দিয়ে দিলে পাউরুটি
কাল কি দিয়ে জুড়াবে মনটি?

কাল যখন দুই চামচ চিনিতেও চা তেতো হবে
কি দিয়ে চায়ের মিস্টি বাড়াবে?

একটি একটি করে চুল ঝরে পড়বে
টাক পড়া মাথা খানা রোদে চমকাবে................
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
263335
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুস্প গন্ধা সাথে আজ পরিচিত হলাম!! মন্তব্যের জবাব দেখে মনে হলো যোগ্য জবাব ও মন্তব্যকারী!!!!
দেখি ভবিষ্যতে মন্তব্য প্রতি মন্তব্যে..... ধন্যবাদ।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
263353
অবাক মুসাফীর লিখেছেন : বাহ, যেইরাম কমেন্তো সেইরাম এন্টিকমেন্তো...! Big Hug <Tongue
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
263364
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি হিCrying Crying
২৫ মে ২০১৫ রাত ১২:৩১
263406
আহসান সাদী লিখেছেন : ভালো লাগলো, খুব ভালো...
322211
২৪ মে ২০১৫ বিকাল ০৪:১৫
মোবারক লিখেছেন : দুই বছর ধরে আছো তুমি প্রবাসে
আসার যখন সময় হয়ছে আনবে
বেস্লেট কানের দুল যে।

উত্তর দিলাম এই গুলি কিন্তে গেলে বাড়ি
যাওয়া হবে না যে থাকতে হবে আরও
দুই বছর যে।

আবেগ দিয়ে গিন্নী আমায় বলে যে লাগবে না
আমার কোন কিছু তুমি আসো আমার কাছে।

আমি তো জানি ভাবীর হাতে বেস্লেট আর
কানের দুল দেখলে সে দিন আবেগ যাবে
উল্টে।বলবে তখন পিরে যাও প্রবাসে।

চিন্তা ভাবনা করে তাই যাবো না আর এই মাসে।

২৪ মে ২০১৫ বিকাল ০৪:২৪
263298
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রহস্য রহস্য পুরাটাই রহস্য
জটিলতার আঁধারে ডুবন্ত আমি
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৩২
263300
মোবারক লিখেছেন : রহস্য আর আধার কেটে যাবে,সুদু সময় দিলে হয়।
জটিলতা কেটে বেড়াতে যাবো যে চাটিগাঁতে।
থাকবো কিছুদিন পাহাড়তলী আকরশাহ এলাকাতে।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫০
263307
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
আকবরশাহ থেকে অল্পদুরেই
ফ'য়েজলেক চিড়িয়াখানা
আড্ডা হলে জমবে ভাল
সাথে চলবে খানাপিনা। <:-P
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১২
263320
পুস্পগন্ধা লিখেছেন :
বুঝিনা, এত ভালো বউটিকে রহস্যময়ী বানিয়ে ফেললেন......।

ব্যপারটা অনেকটা "এত ভাল, ভাল না" এর মত...
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
263342
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এখানে আমি মোবারক ভাই’র বউকে রহস্যময়ী বলেছি । #পুস্পগন্ধ্যা
322221
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১০
পুস্পগন্ধা লিখেছেন :
ভাই, এই বউটি কার ?
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১৬
263322
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আগে বলেন আপনি বিয়ে করছেন কিনাDon't Tell Anyone
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
263362
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো করে দেখুন...
322246
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
শেখের পোলা লিখেছেন : কবিতা মাশাআল্লাহ সুন্দর হয়েছে৷ আরও লিখুন৷
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
263355
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।Good Luck
১০
322248
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
ইবনে আহমাদ লিখেছেন : এই রুগে আক্রান্ত সবাই।আগে জানলে কি এমন বিপদ কেউ ঘাড়ে নিত? আড্ডা দেবার সময় কয়জনের আছে? দোয়া করবেন।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
263354
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
[সংবিধিবদ্ধ সতর্কীকরন: দরকারী কাজ ফেলে আড্ডা দেয়া নিষেধ ]
[সংবিধিবদ্ধ সতর্কীকরন: দরকারী কাজ ফেলে আড্ডা দেয়া নিষেধ ]
১১
322255
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
মেরাজ লিখেছেন : আমারে লইবেন নি?
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
263356
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি যে আড্ডাবাজ তার পরীক্ষা দেওন লাগবো..Winking)
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
263359
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসেন......
১২
322260
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
অবাক মুসাফীর লিখেছেন : মিস করলুম... Sad
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
263357
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কিতা?
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
263358
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আড্ডায়তো মুঞ্চায়নিHappy Happy
১৩
322266
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে তুমি দান করো!
আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে তুমি দান করো!
আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে তুমি দান করো!
আমিন! আমিন!! আমিন!!!
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
263363
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন!
মেপে দেখলে কেমন হয়? Surprised
২৫ মে ২০১৫ রাত ১২:৩৯
263417
আহসান সাদী লিখেছেন : আপনার ঘরের খবর কি?
১৪
322276
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকে সবচেয়ে বউ ভক্ত জামাই এর খেতাব দেওয়া হইল।
সবাই সমর্থন করেন!!!
২৪ মে ২০১৫ রাত ০৯:০৯
263371
সিকদারর লিখেছেন : সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।সহমত।
২৪ মে ২০১৫ রাত ০৯:৩৮
263372
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিরা যা লেখে তা কি শুধু নিজেদেরকে নিয়েই লেখে?
২৪ মে ২০১৫ রাত ১০:০৩
263381
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের নিয়েই লিখে আর অন্যদের উপর চাপায়!
২৫ মে ২০১৫ রাত ১২:৩৯
263416
আহসান সাদী লিখেছেন : সবুজ ভাইয়ের সাথে দ্বিমত করতে পারছি না খুব। বাহার ভাইকে বউ ভক্ত হিসেবে 'লাইফটাইম এ্যচিভমেন্ট অ্যাওয়ার্ড' একটা তো দেয়া উচিত। কি বলেন?
১৫
322278
২৪ মে ২০১৫ রাত ০৯:১১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। বাহার ভাই কি ঘর জামাই হয়ে গেছে নাকি ? ভাবি এত তোষামদ করে ক্যা ?
২৪ মে ২০১৫ রাত ০৯:৪১
263374
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাহলে কি লেখালেখি ছেড়ে দিতাম। ::-
যে লেখার জন্য ঘরজামাই উপাদি পেতে হয় সেই লেখা থেকে ইস্তেফা দেয়া উচিত।
২৪ মে ২০১৫ রাত ১০:২৫
263384
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাধারণত ঘর জামাই হলে বউ তোষামোদী কল্পনা ছাড়া আর কিছুই না।
১৬
322279
২৪ মে ২০১৫ রাত ০৯:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বউ নাই আড্ডা নাই
২৪ মে ২০১৫ রাত ০৯:৪২
263375
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বউ নাই তো আসতে এত দেরী করছেন ক্যান!! Waiting
২৪ মে ২০১৫ রাত ০৯:৪৪
263376
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বউ নেই বলেইতো সময়ের মুল্য বুঝি না Tongue Tongue
১৭
322284
২৪ মে ২০১৫ রাত ১০:২৩
মাটিরলাঠি লিখেছেন :
বউ বড়ই জটিল বিষয়। বাংলার দামাল সন্তান ভাইও ঠিক, আপনিও ঠিক, বউ একটি জটিল Paradox.

২৫ মে ২০১৫ সকাল ১১:৫৮
263470
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে সহমত পোষন করার জন্য ।
১৮
322298
২৪ মে ২০১৫ রাত ১১:০১
আফরা লিখেছেন : ভাইয়া ভাবি কি রাগ করে বাপের বাড়ি গিয়েছে ----- Good Luck Good Luck Good Luck Good Luck
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৮
263471
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : না, তিনি বহাল তবিয়তেই আছেন । Don't Tell Anyone
১৯
322300
২৪ মে ২০১৫ রাত ১১:০৩
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, চমৎকার লিখেছেন।
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৮
263472
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২০
322307
২৫ মে ২০১৫ রাত ১২:৩৫
আহসান সাদী লিখেছেন : এই গবেষণায় আমি কোনো ভুমিকা রাখতে পারছি না। বউ নামে আমার কোনো আত্মীয় নেই। শ্বশু-শাশুড়ী নামেও কেউ নেই তাই।

আড্ডায় হাজিরা দিলম কেবল। সময় বের করে আসবো আবার ইনশাআল্লাহ।

বাহার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ব্লগের আসলেই এক নিবেদিতপ্রাণ। আল্লাহ আপনার ভালো করুন।
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৯
263474
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আর বউ ছাড়া দেখতে চাইনা । তাড়াতাড়ি দাওয়াত দেন<:-P <:-P <:-P
২১
322385
২৫ মে ২০১৫ দুপুর ০১:৪৮
লোকমান লিখেছেন : বউ নিয়ে আড্ডা পোস্টে আড্ডা দেয়া সম্ভব যেহেতু বউকে নিয়ে আড্ডা দেয়া সম্ভব নয়।
২৬ মে ২০১৫ দুপুর ১২:৫২
263754
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সেটাই, অনেকেই ঘামড়ামুখো বউকে আড্ডা দিতে পারেন না । তাদের জন্য এটা বিকল্পই বটেDon't Tell Anyone
২২
322607
২৬ মে ২০১৫ দুপুর ১২:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বৌ কত্তো বড় হাতেম তাঈ তার প্রকৃত অবস্থা জানার জন্য আমাগো সবুজ ভাইয়ের কাছে প্রশিক্ষণ গ্রহণ করুণ গুরুজী।
২৬ মে ২০১৫ দুপুর ১২:৫৩
263755
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সবুজ ভাইয়ের বউয়ের আড্ডার কারণে কি সবুজ ভাই রাতে ঘুমাতে পারেনা ? নাকি গ্যাঞ্জাম লাগাতে চাচ্ছেণ :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File