বউ যেন এক হাতেম তা’য়ী ......[.আড্ডা.]
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৪ মে, ২০১৫, ০৩:০৮:৩২ দুপুর
হৈ হৈ রৈ রৈ, আড্ডাবাজরা গেল কৈ !!
----------------------------
বউ, আছি বড় বিপদে
কি করব বলতো এখন ?
বউ কয় আমার তো সব শেষ
দিয়েছি চেয়েছো যখন ।
ঘুম যে আসেনা চোঁখে,
চিন্তা যে ভূরি ভুরি,
লকেট, দুলতো আগেই দিয়েছি
আছে হাতের দু’খান চুড়ি ।
ডিপিএসও দিয়েছি বন্ধক
হাতের জমানো টাকায় করেছি বাজার,
সেবার বিপদ কালে ভাই থেকে
এনেছি নব্বই হাজার ।
;
তবুও কাটেনা অভাব
মোবাইল টাও গেল চুরি,
বউ কয় ভাই’র পাঠানো মোবাইল দিয়ে
তোমার অভাব কর দুরি ।
ক’দিন যেতেই অভাবেরা
ঢু-মারে ভাতের হাড়ি,
বউ কয় বাকী রয়েছে বটে
আমার বিয়ের শাড়ী।
স্বামী বেচারা পদে পদে শুধু
বউয়ের কাছে দায়ী,
স্বামী ভক্ত বউটি বটে
দানশীলা এক হাতেম তা’য়ী ।
>>>>>>>>>>>>>>>>>>.......<<<<<<<<<<<<<<<<
অনেকদিন ব্লগে আড্ডানো হয়না । আসুন যারা ফ্রি আছেন কিছুক্ষণ আড্ডায় ।
ঠেলাগাড়ী ঠেলতে ভাল মালসামান বইতে,
ব্লগটাকেও ঠেলতে হয় ব্লগারদের পাইতে ।
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ৭৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমনি শুরু করেন যে কোন বিষয়েই আড্ডা দেয়া যায় ।
একজন মেয়ের সার্থকতা হল তার লাক্সারীর সাথে সমান তালে টাকা সরবরাহ করতে পারবে এমন জামাই পাওয়া । এবং একজন ছেলের সার্থকতা(!) হচ্ছে সেরকম কামাই করা।
এখনও যা আছে তা নিতান্তই কম নয়।
এই বন্ধন দূর্গে সবচেয়ে বড় আঘাত করেছে
সংস্কৃতির আগ্রাসন।
তোমার জন্য চা বানাতেছি আমি!!
না..না... খালি চা চাইনা আমি
চায়ের সাথে বিস্কুট দাও দামী!!!
বিস্কুট নেই আছে পাউরুটি
সাথে আনতেছি জেলির বাটি!!
তুমি খেলে খাবে না খেলে নাই
আমি জেলির সাথে পাউরুটি দেখ চা'য় চুমুক দিই!
আমার পছন্দের বিস্কুট খাবে কেন বিড়াল?
আমার প্রতি নেই তোমার মন এ কেমন বে খেয়াল?
কতবার বললাম বিড়াল রেখোনা ঘরে
বিড়াল কিছু খেয়ে পেললে দোষ আমার উপর পড়ে....!
প্লিজ আজ খাও আমার পছন্দের
তোমার পছন্দের বিস্কুট নিয়ে এসো পের!!!
অনেক পাইন হয়েছে
সেইরাম পাইন জবাব
আমার কাছে নেই বলেছি
সেড়েছে এইবার! দিবেনা আর ধরা।
যে ভুলে আজ শুধু বিস্কুট খেয়ে যায়
সে ভুলেই পরে করবে হায় হায়................
আজ না হয় বিস্কুট না দিয়ে দিলে পাউরুটি
কাল কি দিয়ে জুড়াবে মনটি?
কাল যখন দুই চামচ চিনিতেও চা তেতো হবে
কি দিয়ে চায়ের মিস্টি বাড়াবে?
একটি একটি করে চুল ঝরে পড়বে
টাক পড়া মাথা খানা রোদে চমকাবে................
দেখি ভবিষ্যতে মন্তব্য প্রতি মন্তব্যে..... ধন্যবাদ।
আসার যখন সময় হয়ছে আনবে
বেস্লেট কানের দুল যে।
উত্তর দিলাম এই গুলি কিন্তে গেলে বাড়ি
যাওয়া হবে না যে থাকতে হবে আরও
দুই বছর যে।
আবেগ দিয়ে গিন্নী আমায় বলে যে লাগবে না
আমার কোন কিছু তুমি আসো আমার কাছে।
আমি তো জানি ভাবীর হাতে বেস্লেট আর
কানের দুল দেখলে সে দিন আবেগ যাবে
উল্টে।বলবে তখন পিরে যাও প্রবাসে।
চিন্তা ভাবনা করে তাই যাবো না আর এই মাসে।
জটিলতার আঁধারে ডুবন্ত আমি
জটিলতা কেটে বেড়াতে যাবো যে চাটিগাঁতে।
থাকবো কিছুদিন পাহাড়তলী আকরশাহ এলাকাতে।
আকবরশাহ থেকে অল্পদুরেই
ফ'য়েজলেক চিড়িয়াখানা
আড্ডা হলে জমবে ভাল
সাথে চলবে খানাপিনা। <:-P
বুঝিনা, এত ভালো বউটিকে রহস্যময়ী বানিয়ে ফেললেন......।
ব্যপারটা অনেকটা "এত ভাল, ভাল না" এর মত...
ভাই, এই বউটি কার ?
[সংবিধিবদ্ধ সতর্কীকরন: দরকারী কাজ ফেলে আড্ডা দেয়া নিষেধ ]
[সংবিধিবদ্ধ সতর্কীকরন: দরকারী কাজ ফেলে আড্ডা দেয়া নিষেধ ]
আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে তুমি দান করো!
আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে তুমি দান করো!
আমিন! আমিন!! আমিন!!!
মেপে দেখলে কেমন হয়?
সবাই সমর্থন করেন!!!
যে লেখার জন্য ঘরজামাই উপাদি পেতে হয় সেই লেখা থেকে ইস্তেফা দেয়া উচিত।
বউ বড়ই জটিল বিষয়। বাংলার দামাল সন্তান ভাইও ঠিক, আপনিও ঠিক, বউ একটি জটিল Paradox.
আড্ডায় হাজিরা দিলম কেবল। সময় বের করে আসবো আবার ইনশাআল্লাহ।
বাহার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ব্লগের আসলেই এক নিবেদিতপ্রাণ। আল্লাহ আপনার ভালো করুন।
মন্তব্য করতে লগইন করুন