ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সউদী বিমান বিধ্বস্ত
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৪ মে, ২০১৫, ০১:৩৫:০২ দুপুর
রবিবার;২৪ মে-২০১৫;০৯-২৪ মিনিট
২৪ মে (রেডিও তেহরান): ইয়েমেনে হামলা চালাতে গিয়ে হানাদার সউদী বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সানা প্রদেশের বনি হারিস জেলায় এফ-১৬ জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়।
ইয়েমেনের আল-দাইলামি বিমান ঘাঁটিতে কয়েক দফা হামলা চালানো পর এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিমানটি বিধ্স্ত হওয়ার পরও এতে থাকা দুটি মিসাইল অবিষ্ফোরিত অবস্থায় রয়েছে। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তার কারণ জানা যায় নি।
এর আগে, গত ১১ মে ইয়েমেনের আনসারুল্লাহ্ মুভমেন্টের যোদ্ধারা মরক্কোর একটি হানাদার বিমান ভূপাতিত করে।
গত ২৬ মার্চ থেকে সউদী আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
এ পর্যন্ত সউদী বাহিনীর বিমান হামলায় ইয়েমেনের কয়েক হাজার নাগরিক হতাহত হয়েছে। এরইমধ্যে খোদ ইসরাইলের মিডিয়ায় খবর বের হয়েছে, সউদী জোটে যোগ দিয়ে ইহুদিবাদী ইসরাইলও ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে।#
রেডিও তেহরান/এসআই/২৪
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন