ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা: মার্কিন নওমুসলিম স্কট লাইঞ্চ

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৬ জুন, ২০১৬, ০১:২১:৫৫ দুপুর

“যারা মহান আল্লাহর বার্তা শুনতে চান তারা তা শুনতে পারেন। এমনই এক বাস্তবতা যে এই বার্তা দিনকে দিন আমার হৃদয়ে বড় হচ্ছে। বিশ্ব জগতের স্রস্টার সঙ্গে সম্পর্কের দূরত্ব দুই যুগ ধরে আমার অন্তরকে ভারী করে রেখেছিল যতক্ষণ না ইসলামকে আবিষ্কার করার মধ্য দিয়ে আমি একত্ববাদের বাস্তবতা উপলব্ধি করতে পেরেছিলাম।”

এ কথাগুলো বলেছেন মার্কিন নও-মুসলিম স্কট লাইঞ্চ বা বর্তমান সায়িদ মুহাম্মাদ। তিনি জন্ম নিয়েছিলেন এক খ্রিস্টান পরিবারে। তার বাবা ছিলেন ২৫ বছর ধরে একটি গির্জার পুরোহিত। স্কট ১৮ বছর বয়স পর্যন্ত সপ্তায় কয়েকদিনই কাটাতেন গির্জায়। স্রস্টা ও ঈসা মাসিহ’র প্রতি বিশ্বাস ও ভয় নিয়ে বড় হয়েছিলেন স্কট। পরবর্তীতে তার মাথায় অনেক প্রশ্ন জাগলেও সেসব বাবা-মায়ের ধর্মের বিরোধী হয়ে যাচ্ছে বলে ভয় পেতেন তিনি। এক সময় বাবার চাপের মুখে তিনি খ্রিস্টান সোসাইটির সদস্য হন। কিন্তু সে সময় স্কট বিশ্বাস ও শ্রদ্ধা হারিয়ে ফেলেছিলেন খ্রিস্ট ধর্মের প্রতি।

আরো দেখুন:

http://parstoday.com/bn/news/world-i12976

বিষয়: আন্তর্জাতিক

১৩৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373213
২৬ জুন ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : অথচ আমরা মুসলীম ঘরে জন্মেও ইসলামে আস্থা হারাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File