ইভটিজিং- মেয়েদের পোষাক দায়ী নাকি ছেলেদের মানষিকতা ??
লিখেছেন লিখেছেন এনামুল ০৮ মে, ২০১৫, ০৭:৫৪:৪০ সকাল
যারা মনে করেন রাস্তাঘাটে মেয়েদের হয়রানির জন্য মেয়েদের পোষাকের চেয়ে ছেলেদের মানষিকতা বেশি দায়ী তাদের জন্য উদাহরন হতে পারে রাস্তাঘাটে প্রস্রাব রোধে দেয়ালে আরবীতে লেখা!!
একই মানুষ, একই রাস্তা, একই যায়গা। শুধুমাত্র পোষাকটা পরিবর্তন করে দিয়েছে!! বাংলার যায়গায় আরবীতে লিখে দিছে। কিছু না বুঝেও সেই একই লোকগুলো সেখানে আর প্রসাব করতে সাহস পাচ্ছে না!!
ছেলেদের দৃষ্টিভঙ্গি বদলানো অবশ্যই প্রয়োজন। তবে সেটা করাটা অনেক সহজ করে দেয় পোষাকের পরিবর্তন। ঠিক দেয়ালের লিখাটা পরিবর্তনের মত!!
যদিও দেয়ালে এভাবে আরবীতে লিখে ইংরেজীতে ভিডিও বানানো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, তবুও এই কাজটা মেয়েদের জন্য উদাহরন হতে পারে
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://en.wikipedia.org/wiki/Rape_statistics
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন