ইভটিজিং- মেয়েদের পোষাক দায়ী নাকি ছেলেদের মানষিকতা ??

লিখেছেন লিখেছেন এনামুল ০৮ মে, ২০১৫, ০৭:৫৪:৪০ সকাল

যারা মনে করেন রাস্তাঘাটে মেয়েদের হয়রানির জন্য মেয়েদের পোষাকের চেয়ে ছেলেদের মানষিকতা বেশি দায়ী তাদের জন্য উদাহরন হতে পারে রাস্তাঘাটে প্রস্রাব রোধে দেয়ালে আরবীতে লেখা!!

একই মানুষ, একই রাস্তা, একই যায়গা। শুধুমাত্র পোষাকটা পরিবর্তন করে দিয়েছে!! বাংলার যায়গায় আরবীতে লিখে দিছে। কিছু না বুঝেও সেই একই লোকগুলো সেখানে আর প্রসাব করতে সাহস পাচ্ছে না!!

ছেলেদের দৃষ্টিভঙ্গি বদলানো অবশ্যই প্রয়োজন। তবে সেটা করাটা অনেক সহজ করে দেয় পোষাকের পরিবর্তন। ঠিক দেয়ালের লিখাটা পরিবর্তনের মত!!

যদিও দেয়ালে এভাবে আরবীতে লিখে ইংরেজীতে ভিডিও বানানো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, তবুও এই কাজটা মেয়েদের জন্য উদাহরন হতে পারে

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318806
০৮ মে ২০১৫ সকাল ০৯:০৮
লোকমান বিন ইউসুপ লিখেছেন : একচোখা লেখা। বোরকা পরেও বখাটেদের দৌরাত্ব্য থেকে রক্ষা পাচ্ছেনা বোনেরা। নারীরা।
০৮ মে ২০১৫ সকাল ১১:৩৯
260014
এনামুল লিখেছেন : পরিসংখ্যান বলে যে দেশে বোরকা বেশি, সে দেশে রেইপ কম
http://en.wikipedia.org/wiki/Rape_statistics
০৮ মে ২০১৫ দুপুর ১২:১১
260019
নীলাঞ্জনা লিখেছেন : সৌদি আরবে প্রতি ঘড়ে, প্রতি রাতে বোরকা পরা কাজের বুয়ারা নিরব ধর্ষনের শিকার হয়। যে দেশে ধর্ষনের বিচার চাইতে গেলে উল্টো ধর্ষিতাই ফেঁসে যায়।

Click this link



Click this link
318808
০৮ মে ২০১৫ সকাল ১০:২৪
নীলাঞ্জনা লিখেছেন : মসজিদে জুতা চুরি হয়। তো, আপনার যুক্তি জুতাচোর কে দমন না করে উল্টো জুতা পায়ে দিয়ে আসা মুসুল্লিকে দমন করার মতই হয়েছে।
০৮ মে ২০১৫ সকাল ১১:৪২
260015
এনামুল লিখেছেন : আগে উট বাধার কথা বলা হ​য়েছে, তারপরে আল্লাহর উপর ভরসার কথা ! উট ছেড়ে দিয়ে না !!
০৮ মে ২০১৫ সকাল ১১:৪৬
260018
নীলাঞ্জনা লিখেছেন : মেয়েরা তো মানুষ না, গরু গাধা উট ছাগল? হয়তো আল্লার কাছেও তাই।
318809
০৮ মে ২০১৫ সকাল ১০:২৫
নীলাঞ্জনা লিখেছেন : আরবীকে মুত্র ভাষা ঘোষণা করা হোক।
318810
০৮ মে ২০১৫ সকাল ১০:৩০
হতভাগা লিখেছেন : উভয়কেই সংযত হয়ে চলার কথা বলা হয়েছে
০৮ মে ২০১৫ সকাল ১১:৪২
260016
এনামুল লিখেছেন : Happy
318812
০৮ মে ২০১৫ সকাল ১০:৪৩
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সব ধর্মাবলম্বী মুসলমানদের পোষাক পড়তে বাধ্য নয়। এতদস্বত্ত্বেও সব পুরুষকে নিজেকে কন্ট্রল কলার মত যোগ্যতা অর্জন করতে হবে। নাইলে আইনকে তার নিজস্ব গতিতে কঠোরভাবে চলতে হবে। জোর করে কোন যৌনতা হতে পারেনা।
০৮ মে ২০১৫ সকাল ১১:৪৩
260017
এনামুল লিখেছেন : দক্ষিন কোরিয়া বা এজাতীয় দেশগুলোর প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট এক নয় । এসব দেশে যৌন নির্যাতন না হওয়ার সবচেয়ে বড় কারন হল এদের আইনের কঠোরতা !! কারন এরা জানে কারো অসম্মতিতে কোন মেয়ের গায়ে হাত দিলে তার চৌদ্দগুষ্ঠির খবর হয়ে যাবে !! যেখানে বাংলাদেশের মত রাজনৈতিক পরিচয় বা ভয় দেখিয়ে কোন পাড় পাওয়া যাবে না ! আমি আগেই বলেছি যে আমাদের ছেলেদের পরিবর্তন অবশ্যই প্রয়োজন । তবে আইন যেখানে শিথিল , আত্বরক্ষাই সেখানে উত্তম এবং সহজ উপায়
০৮ মে ২০১৫ দুপুর ১২:২৩
260020
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আত্বরক্ষার দায়িত্ব মেয়েদের দিলে হবেনা। যেখানে বেয়াদবীর মাত্রা বেড়ে যায় সেখানে আত্বরক্ষা হবেনা। দরকার লাঠি দিয়ে পোলাপাইনের হাত লুলা করে দেয়া। মেয়েরা সভ্যতার স্থিতিশীলতার অপরিহার্য অনুষঙ্গ। এদের উপর হাত দিলে সামাজিক গ্রুপগুলোর উচিত হাত ভেঙ্গে দেয়া ফোরাম করা। নারীকে খোয়াড়ে ঢুকানো নয়। পুরুষদের বেয়াদবীর মাত্রা নারীকে শৃংখলিত করা দিয়ে রোধ হবেনা।
318836
০৮ মে ২০১৫ দুপুর ০২:০০
এনামুল লিখেছেন : ক্যামনে করবেন সেটা?? ধর্ষণের পরা হত্যাকান্ডের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছিল। সেটা নাকি সংবিধান ও মানবাধিকার বিরোধি!! তাই সেটা বাতিল করা হয়েছে!! জয় বাংলা বলে আগে বাড়ো!!
318849
০৮ মে ২০১৫ দুপুর ০৩:২৫
লেন্দুপ দর্জি লিখেছেন : আপানার সাথে আংশিক একমত
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৫২
260066
এনামুল লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File