একটি পুরানো গাঁজাখুরি গল্প !!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৮ মে, ২০১৫, ০৬:২৩:২৬ সকাল

রমনা পার্কে একাকী বসে হ্যাপী কাঁদছিল । হঠাত করে তার বেঞ্চের পাশে গর্তের মধ্যে একটা অদ্ভুত সোনালী রঙের ব্যাঙ দেখতে পেল । ব্যাঙটি গর্তের মধ্যে আটকা পড়েছে ।

ব্যাঙটি হ্যাপি কে দেখে খুব করুন কণ্ঠে বললঃ হাই হ্যাপী !! তুমি কি আমাকে উদ্ধার করবে ???

হ্যাপি কোন আগ্রহ দেখাল না ।

ব্যাঙটি বলে উঠল "তুমি যদি আমাকে এখান থেকে উদ্ধার কর ; তাহলে কথা দিচ্ছি , আমি তোমার তিনটি ইচ্ছে পুরন করব । "

হ্যাপী কৌতূহলী হয়ে ব্যাঙটিকে গর্তের ভিতর থেকে টেনে তুলল । তারপর বলল , দেখি পূরণ করতো আমার ইচ্ছে !!

ব্যাঙটি একটু কাঁচুমাচু হয়ে বলল " ইয়ে মানে ! আমি একটা কথা বলতে ভুলে গেছি । আমি ইচ্ছে পূরণ করতে পারি তবে একটা কিন্তু আছে !!"

হ্যাপী অধৈর্য কণ্ঠে বলে উঠল ' এইখানেও কিন্তু !! ঠিক আছে ; খুলে বলো কি সেই কিন্তু ? "

ব্যাঙটি বলল " তুমি যা ইচ্ছে করবে তার দশগুন কিন্তু তোমার বয়ফ্রেন্ড রুবেল পাবে । "

হ্যাপি কিছুক্ষণ চুপ থেকে বলল " আচ্ছা ! ঠিক আছে ; তাই হোক !! "

আমার প্রথম ইচ্ছে , আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা করে দাও ।

ব্যাঙ তাকে সতর্ক করে দিয়ে বলল " তুমি কি বুঝতে পারছ; রুবেল তোমার চেয়ে দশগুন মানে পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হবে ?? "

হ্যাপী বলল " অসুবিধা কি ! আমার চেয়ে সুন্দরী মেয়েইবা আর তখন সে কোথায় পাবে ?? "

মুহূর্তের মধ্যে হ্যাপী দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল ।

ব্যাঙটি বলল " এবার বল তোমার দ্বিতীয় ইচ্ছে ! "

হ্যাপী বলল " আমি দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা হতে চাই "

ব্যাঙটি আবার তাকে সতর্ক করে দিয়ে বলল " তুমি কি বুঝতে পারছ রুবেল তোমার চেয়ে দশগুন মানে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে ??

হ্যাপী বলল " হুম্ম তাতে অসুবিধা কি ! সে তো আমার প্রেমিকই থাকবে ।

আর প্রেমশাস্রে বলে, আমার যাহা সবই তাহার! আর তার যাহা, সবই তো আমার !!

ব্যাঙটি বলল " ঠিক আছে ! যা ইচ্ছে তোমার !!"

মুহুরতের মধ্যে হ্যাপি পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা হয়ে গেল । গুগল সার্চ দিয়ে তার প্রমাণও মিলল । সেইসাথে দেখল পৃথিবীর সবচেয়ে ধনী পুরুষ রুবেল ।

হ্যাপী তারপর ব্যাঙের দিকে তাকিয়ে বলল " ধন্যবাদ ! এবার তাহলে তৃতীয় ইচ্ছেটা পুরন কর । "

ব্যাঙ বলল "এবং সেটা কি ?? "

হ্যাপী মিচকি হেসে বলল " সুইটি !! আমাকে একটা মাইল্ড হার্ট এট্যাক দাও তো !

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318815
০৮ মে ২০১৫ সকাল ১০:৫৭
মেঘবালক লিখেছেন : একটি পুরানো গাঁজাখুরি গল্প Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
318816
০৮ মে ২০১৫ সকাল ১০:৫৭
হতভাগা লিখেছেন : ম্যাসিভ হার্ট এটাকে রুবেলের ক্ষতি হয়ে গেলেও স্ত্রী না হবার কারণে রুবেলের সম্পত্তি তো আর হ্যাপীর কব্জায় আসছে না ! হ্যাপি তো তার চেয়ে রুবেলের দশ গুন বেশী পাওয়াটাকে এজন্যই সমর্থন জানিয়েছিল !
318817
০৮ মে ২০১৫ সকাল ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাসতে হাসতে আমাদের মিডিয়াম হার্ট এটাক হয়ে গেল!!!
319051
০৯ মে ২০১৫ বিকাল ০৪:৫৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File