একটি পুরানো গাঁজাখুরি গল্প !!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৮ মে, ২০১৫, ০৬:২৩:২৬ সকাল
রমনা পার্কে একাকী বসে হ্যাপী কাঁদছিল । হঠাত করে তার বেঞ্চের পাশে গর্তের মধ্যে একটা অদ্ভুত সোনালী রঙের ব্যাঙ দেখতে পেল । ব্যাঙটি গর্তের মধ্যে আটকা পড়েছে ।
ব্যাঙটি হ্যাপি কে দেখে খুব করুন কণ্ঠে বললঃ হাই হ্যাপী !! তুমি কি আমাকে উদ্ধার করবে ???
হ্যাপি কোন আগ্রহ দেখাল না ।
ব্যাঙটি বলে উঠল "তুমি যদি আমাকে এখান থেকে উদ্ধার কর ; তাহলে কথা দিচ্ছি , আমি তোমার তিনটি ইচ্ছে পুরন করব । "
হ্যাপী কৌতূহলী হয়ে ব্যাঙটিকে গর্তের ভিতর থেকে টেনে তুলল । তারপর বলল , দেখি পূরণ করতো আমার ইচ্ছে !!
ব্যাঙটি একটু কাঁচুমাচু হয়ে বলল " ইয়ে মানে ! আমি একটা কথা বলতে ভুলে গেছি । আমি ইচ্ছে পূরণ করতে পারি তবে একটা কিন্তু আছে !!"
হ্যাপী অধৈর্য কণ্ঠে বলে উঠল ' এইখানেও কিন্তু !! ঠিক আছে ; খুলে বলো কি সেই কিন্তু ? "
ব্যাঙটি বলল " তুমি যা ইচ্ছে করবে তার দশগুন কিন্তু তোমার বয়ফ্রেন্ড রুবেল পাবে । "
হ্যাপি কিছুক্ষণ চুপ থেকে বলল " আচ্ছা ! ঠিক আছে ; তাই হোক !! "
আমার প্রথম ইচ্ছে , আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা করে দাও ।
ব্যাঙ তাকে সতর্ক করে দিয়ে বলল " তুমি কি বুঝতে পারছ; রুবেল তোমার চেয়ে দশগুন মানে পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হবে ?? "
হ্যাপী বলল " অসুবিধা কি ! আমার চেয়ে সুন্দরী মেয়েইবা আর তখন সে কোথায় পাবে ?? "
মুহূর্তের মধ্যে হ্যাপী দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল ।
ব্যাঙটি বলল " এবার বল তোমার দ্বিতীয় ইচ্ছে ! "
হ্যাপী বলল " আমি দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা হতে চাই "
ব্যাঙটি আবার তাকে সতর্ক করে দিয়ে বলল " তুমি কি বুঝতে পারছ রুবেল তোমার চেয়ে দশগুন মানে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে ??
হ্যাপী বলল " হুম্ম তাতে অসুবিধা কি ! সে তো আমার প্রেমিকই থাকবে ।
আর প্রেমশাস্রে বলে, আমার যাহা সবই তাহার! আর তার যাহা, সবই তো আমার !!
ব্যাঙটি বলল " ঠিক আছে ! যা ইচ্ছে তোমার !!"
মুহুরতের মধ্যে হ্যাপি পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা হয়ে গেল । গুগল সার্চ দিয়ে তার প্রমাণও মিলল । সেইসাথে দেখল পৃথিবীর সবচেয়ে ধনী পুরুষ রুবেল ।
হ্যাপী তারপর ব্যাঙের দিকে তাকিয়ে বলল " ধন্যবাদ ! এবার তাহলে তৃতীয় ইচ্ছেটা পুরন কর । "
ব্যাঙ বলল "এবং সেটা কি ?? "
হ্যাপী মিচকি হেসে বলল " সুইটি !! আমাকে একটা মাইল্ড হার্ট এট্যাক দাও তো !
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন