আমরা কি আসলেই ধর্মনিরপেক্ষ ??

লিখেছেন লিখেছেন এনামুল ০৮ মে, ২০১৫, ১১:৩১:২২ সকাল

আচ্ছা, শুধু কি মুসলিমরা প্রকাশ্যে রাস্তায় মূত্রত্যাগ করে? হিন্দুরা করে না? মুজিব ধর্মের লোকজন করে না? লেনিন-কাল' মার্ক্স ধর্মের লোকজন করে না?

তাহলে আরবির লেখার পাশাপাশি কেন হিন্দুদের দেবদেবির ছবি একে দেওয়া হল না। তাহলে আমরা বুঝতাম সরকার সত্যি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। হিন্দুরাও দেবদেবীর ভয়ে রাস্তায় মুতবে না।আরবি, দেবদেবির ছবির পাশাপাশি মুজিব ও লেলিনের ছবি এঁকে দিলে আরো বেশি নিরেপেক্ষতার প্রকাশ পেত।

এখন যদি হিন্দু,নাস্তিকরা ইচ্ছে করেই ঐ আরবিতে মূত্রত্যাগ করে অথবা রাতের অন্ধকারে কেউ যদি না দেখে আরবি লেখার উপর মুত্রত্যাগ করে এর দায় কে নিবে? বকে যাওয়া লেনিনবাদীরা যদি ইচ্ছে করেই আরবির মূত্রত্যাগের সেলফি তুলে অনলাইন মাতায় তার দায় কে নেবে?

আবার লিখছেন, '১০০ হাত দূরে মসজিদ' পাওয়া যাবে, কিন্তু কত হাত দূরে মন্দির পাওয়া যাবে সেটা লিখলেন না কেন? সেখানে কি শৌচাগার নেই? হিন্দুরা কি মুতে না? আপনারা না ধর্ম নিরেপেক্ষতায় বিশ্বাসী? তাহলে মুতার জন্য শুধু মসজিদ দেখিয়ে দেন কেনো?? মন্দির দেখিয়ে দিতে কি গায়ে লাগে?? অলিতে গলিতে ব্যাংের ছাতার মত মুজিববাদীদের অফিস। সেগুলো দেখিয়ে দেওয়া গেল না?? সেগূলোতে মুতার যায়গা নাই??

ধর্মনিরপেক্ষতার নামে বারে বারে শুধু ইসলামকে এত্ত টানাটানির মানে কি?? এটাই বুঝি ধর্মনিরপেক্ষতা!!?

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318826
০৮ মে ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : বাংলা বা ইংরেজী লেখার চেয়ে আরবী লেখাকে বাংলাদেশের মানুষ বেশী সমীহ করে । মনে করে যে আরবী ভাষা মানেই ক্বুরআনের ভাষা , আরবী লিখা মানেই ক্বুরআনের আয়াত ।

তবে এরা ইসলামের হুকুম আহকামের চেয়ে পশ্চিমা রীতি ফলো করতেই বেশী আগ্রহী ।

ফেসবুকে আমরা যে ভারতীয়দের ক্ষ্যাপাই তাদের রাস্তাঘাট , বনে বাঁদাড়ে মল ত্যাগ করার জন্য - এটা তারই নীরব কিন্তু হাই লেভেলকে দিয়ে করা প্রতিশোধ যা করিয়েছে এদেশে থাকা ভারতীয় মনষ্করা ।

মুসলমানদের চেয়ে হিন্দুরাই নোংরা বেশী থাকে এবং কখনও কখনও এটা হিন্দুদের কালচারও (গোবর ঘরে লেপ্টে দেওয়া , বেশ্যার ঘরের মাটি দিয়ে তাদের দেবীর মূর্তি বানানো)।
০৮ মে ২০১৫ দুপুর ০১:৫৪
260028
এনামুল লিখেছেন : সেকথাই বলেছি ভাই
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/11020/mony/64818#.VUxrdPm4Uo0
318827
০৮ মে ২০১৫ দুপুর ১২:২১
নীলাঞ্জনা লিখেছেন : আমার মতে মুমিন পুরুষের মূত্র প্রবন দেয়াল গুলোতে কোরাণের আয়াত এবং মোহাম্মদের কার্টুন ঝুলিয়ে দেয়া উচিত। তাতে যদি মুমিনের বদ খাসলত ভাল হয় মন্দ কি??
০৮ মে ২০১৫ দুপুর ০১:৫৬
260029
এনামুল লিখেছেন : জন্মের সম​য় কি মধু খাওয়ায় নাই ?? শব্দচ​য়ন দেখে তো তাই মনে হ​য় !!
318877
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৫১
মোবারক লিখেছেন : ধারুন, ভালো লাগলো।
০৯ মে ২০১৫ বিকাল ০৪:১৩
260187
এনামুল লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File