অতঃপর তুমি
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৮ জুলাই, ২০১৫, ১২:১৫:১২ রাত
আমি সে শকুনির অপেক্ষায়
যে তোমার মিথ্যুক ঠোঁটগুলোকে ঠুঁকরে খাবে।
আমি সে শিয়ালিনীর পদশব্দে কান পাতি
যে তোমার কন্ঠনালীকে ছিঁড়ে খাবে।
আমি সে পথিকের পথ চেয়ে
যে তোমার অর্ধ উদরস্থ শবদেহ কুঁড়াবে।
আমি সে শরাবী ডোমের চেতনা ফেরার ক্ষণ গুনি
যে তোমাকে কেঁটে কুঁটে দু'ভাগ করবে।
আমি সে শ্মশানচারীর মাতাল চোখ খুঁজি
যে তোমাকে অব্যক্ত ঘৃণায় মাটি চাপা দেবে।
আমি সে ক্ষণের ছবি অনুক্ষণ দেখি
যখন তুমি ধুলোয় মিশে যাবে।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ স্যার।
মন্তব্য করতে লগইন করুন