:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: এ কেমন রিক্সাআলা !!! এমন মানুষের অভাব আমাদের দেশে ...... :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ জুলাই, ২০১৫, ১১:১০:১৫ রাত

এলাকার এক রোগিকে দেখে যখন হাসপাতাল থেকে বের হচ্ছি তখন ঘড়ির কাটায় রাত্রি ১০ টা পেরিয়েছে।

মনে পড়লো হাসপাতালে আসার সময় আরিবাকে কথা দিয়েছি ওকে বেড়াতে নিয়ে যাবো।

বাচ্চার কাছে খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে চাইনা বলে, এক রিক্সাওয়ালাকে (চার্জার রিক্সা) বাসার ঠিকানা দিয়ে বললাম, ওখানে যাবো, আমার মেয়েটাকে নিয়ে শহরটা ঘুরবো কত নিবেন। ভাড়া নিয়ে ঝামেলা না হওয়ায় রওয়ানা দিলাম।

গেটের কাছে দাঁড়িয়েছি, আরিবা আসছে এমন সময় রিক্সা থেকে সুললিত কন্ঠের কুরআন তেলাওয়াত শুনে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম অডিও বাজছে পরে বুঝলাম আমার ধারণা ভুল, রিক্সাওয়ালা তেলাওয়াত করছে।

সূরা ইনশিকাক থেকে তেলাওয়াত করা দেখে জিজ্ঞেস করলাম, " কতটি সূরা মুখস্থ?"

আমাকে অবাক করে দিয়ে বললো, "১১৪ টি।"

"তার মানে আপনি হাফেজ?"

"জ্বি"

"ইয়াদ আছে?"

"আছে, এবারও তারাবি পড়িয়েছি।"

এরপর সে একেকটা সূরার বিভিন্ন অংশ থেকে অর্থসহ বলতে লাগলো, আমি অবাক হতে লাগলাম।

তাওহীদ, রেসালাত নিয়ে এত চমৎকার আলোচনা আমি কখনো শুনিনি।

সূরা আসরের ব্যাখ্যা, ইসলামী আইনের প্রয়োগ, সাহাবাদের জীবনী চমৎকারভাবে ব্যাখ্যা করে চললো।

আমি কয়েকবার জিজ্ঞেস করলাম রিক্সা চালান কেন, না শোনার ভান করে এড়িয়ে গেলেন।

একসময় বললেন, লূত(আঃ) এর কওমকে ধ্বংস করার সময় একজন আবেদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। লূত(আঃ) অাল্লাহর কাছে বলেন সে তো বেগুনাহ, সৎকর্মপরায়ণশীল তাকে কেন ধ্বংস করেছেন? আল্লাহ বলেন, সে একা একা আমল করে কিন্তু অন্যায় দেখে প্রতিবাদ করেনা তাই তাকেই আগে ধ্বংস করবো।

রিক্সাচালক বললেন, ভাই আজ আমরা কি অন্যায় দেখলে প্রতিবাদ করি?

সবশেষে শক্ত করে ধরলে বললেন, "আমি একটি মসজিদে জুম্মা পড়াই। মসজিদ কমিটি খুৎবার আগে বলে অমুক কথা বলা যাবে, অমুকটা বলা যাবেনা। রাজনৈতিক আলাপ করা যাবেনা। ইত্যাদি। আমি বলেছি কুরআনের সব কথা আমি বলবোই। ইচ্ছা হলে আমাকে রাখবেন না হলে তাড়িয়ে দিবেন। কুরআনের কোন কথা আমি গোপণ রাখতে পারবোনা। যেকোন দিন চাকুরী চলে যাবে তাই আগাম প্রস্তুতিস্বরুপ বিকল্প ইনকামের পথ ঠিক করে রাখছি।"

তার মতে কুরআনের কথা আংশিক বলে ভাল থাকার চেয়ে রিক্সা চালিয়ে হক পথে থাকা অনেক ভাল।

আমাদের দেশের আলেমদের কি এই রিক্সাচালকের থেকে কিছু শেখার আছে(?)

---------

আসাদুজ্জামান জুয়েল ভাইর ফেচবুক থেকে নেওয়া

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332088
২৭ জুলাই ২০১৫ রাত ১১:৪৯
আবু জারীর লিখেছেন : কুরআনের কথা আংশিক বলে ভাল থাকার চেয়ে রিক্সা চালিয়ে হক পথে থাকা অনেক ভাল।

আল্লাহ্‌ মুহতারামকে দীনের খেদমতের সুযোগ দিন।
ধন্যবাদ।
২৭ জুলাই ২০১৫ রাত ১১:৫২
274313
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকেও ধন্যবাদ
332093
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৩৮
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

এই হাফেজ মাওলানার নাম, ঠিকানা জানা ও শেয়ার করা ভালো ছিলো। এরকম মানুষদেরই এখন বেশী দরকার।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৪৫
274318
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
গোপন রাখা
আপনাকে ধন্যবাদ
332099
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৫৪
সালসাবীল_২৫০০ লিখেছেন : সরি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি !
লেখাটি পড়ে আমি ১০০% বিশ্বাস করতে পারলাম না !
332100
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৫৫
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া আপনার ফেসবুক আইডি পেতে পারি Love Struck Love Struck Love Struck
332104
২৮ জুলাই ২০১৫ রাত ০১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুকে পড়েছি আগেই। এমন সাহসি ইমাম হলই সমাজ পরিবর্তিত হবে।
332120
২৮ জুলাই ২০১৫ রাত ০৩:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কুড়িয়ে পাওয়া রত্ন.. ধন্যবাদ..
332132
২৮ জুলাই ২০১৫ রাত ০৪:৩৮
রক্তলাল লিখেছেন : এই বাংলাদেশ? আফসোস।

এমন মানুষ রিকসা চালায় - আর যারা ইসলামকে গালি দেয় মুক্তমনা খেতাব পায়।
মুক্তমনা খেতাব পাওয়াতে আমার কোনো প্রবলেম নাই। কে কি মানুষ এমনেই বুঝতে পারে।

আমার কথা এরকম মানুষের কথা কেনো তার মত এবং চিন্তার বহিঃপ্রকাশের সুযোগ পায়না?
এক পক্ষের কন্ঠ রুদ্ধ আর অন্যকে অন্যায় সুযোগ দেওয়া?

এসব চালাকি, স্বৈরাচারী বেশি দিন টেকেনা।

332137
২৮ জুলাই ২০১৫ সকাল ০৫:৫৭
শেখের পোলা লিখেছেন : মাশাআল্লাহ, একজন মুজাহীদের সন্ধান দিলেন৷ আল্লাহ তার সংগ্রামকে কবুল করুন৷ জাজাকাল্লাহ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File