শীত নাকি শিশির?
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৬ জুলাই, ২০১৫, ১১:১০:৪৪ সকাল
কুয়াশায় মোড়ানো সূর্যটা আড়মোড়া ভেঙ্গে
তালপাতার উপর দাঁড়ালেই
তুমি কান্না হয়ে যেতে,
টপাটপ টপ্ টপ।
বিশাল সরিষা ক্ষেতের আ'লে
আমি পা ফসকে পড়তাম
হলুদের বাহারি নাচনে আনমনা হয়ে।
দূর্বাঘাসের সদ্যস্নাত গায়ে কিরনের ঝকমকি,
চিকন চালের আলগা পান্তা ভাত,
মাটির বরুনার উপর মাংসের চর্বি
সবটাতেই তোমার ছোঁয়া।
পাকা ধানের ঝরে যাওয়া শিসগুলো
তোমার ব্যথায় চেতনাহীন,
আলু আর মুলা ক্ষেতের পাতায় বসে
তুমি হাঁসছো বিরামহীন।
কাজেম আলীদের গরুর গাড়ির চাকায়
জার দিয়েছ তুমি পুরোটা রাত,
নুর হোসেনের কোদালে দেখি অদৃশ্য ভার,
দড়ির মতো প্যাঁচানো চাঁদর গায়ে
কাসেম মাঝি তবু চালায় দ্বিচক্রযান।
ছেঁড়া স্যান্ডেলের ফিতা হাতে আমি
সাকুনির মার খড়ের গাদায় জবুথবু,
মায়ের বকুনির অপেক্ষায়।
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেঁড়া স্যান্ডেলের ফিতা হাতে আমি
সাকুনির মার খড়ের গাদায় জবুথবু,
মায়ের বকুনির অপেক্ষায়।
অসাম অসাম
তবে ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন