অনিয়ন্ত্রিত (অতি) বেগ=(টিনেজ) আবেগ।

লিখেছেন লিখেছেন অভ্র হাসান আবির ২৬ জুলাই, ২০১৫, ০৮:০৭:২৪ সকাল

আচ্ছা,

কোনটা ধ্রুবসত্যের কাছাকাছি বলে মনে হয়?

আমাদের (অধিকাংশেরই) আবেগ দ্বারা বিবেক নিয়ন্ত্রিত নাকি বিবেক দ্বারা আবেগ?

খুবসম্ভবত,

"আবেগ দ্বারা বিবেক" (TEENAGE)

মূলত,"বিবেক দ্বারাই আবেগ নিয়ন্ত্রিত হওয়া অধিকতর শ্রেয়/বাঞ্চনীয়।"

কারন কিছু কিছু সময় মানুষ (বিবেকহীন আবেগ এর তাড়নায় বশবর্তী হয়ে) নিজকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে।যদিও এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।আর এটাও সত্যি অতিরিক্ত আবেগপ্রবণ মানুষেরাই বারংবার হুমকির মুখে পরে!

|

কারন প্রত্যেক মানুষেরই একটা নিজস্বতা আছে। আমাদের বাহিরে বাহিরে যদিও প্রায় একই রকম দেখতে লাগে আসলে কিন্তু তা নয়।আমরা প্রত্যেকেই একেকজন আলাদা স্বত্তার অধিকারী ।

|

প্রত্যেক মানুষই অবিশ্বাসী কিংবা প্রতারক যেমন নয়,তেমনি আবার সবাই গেরুয়া পরা সন্ন্যাসিও কিন্তু নয়।

প্রত্যেকেরই একটা আপন বলয় থাকে।এটা মানুষের মানসিক স্বভাবজাত প্রক্রিয়ার মধ্যে একটি।অনুভূতি হীন জড় পদার্থকে আর যাই বলা হোক না কেন?

|

মানুষ বলা যায় না নিশ্চয়!!!

মানুষ মাত্রই আবেগ অনুভুতি আছে কিংবা থাকে।তবে যখন তখন অতিরক্ত আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকুন, নিজস্ব বিবেক দ্বারা আবেগ কে নিয়ন্ত্রন করুন এবং বাঁশ হইতে বাঁচুন :D

|

কারন,আপনার সরলতা কারো কারো কাছে আপনার দুর্বলতা প্রকাশ করার অন্যতম সূত্রও হতে পারে কিংবা সে আপনার অতিরিক্ত আবেগের রেশ ধরে মারাত্মক ক্ষতি/খারাপ কিছু করে বসতে পারে।

সুতরাং

প্রত্যেকে মানুষেরই (স্পেশিয়ালি টিনেজ) অবাঞ্চিত আবেগ হতে সাবধান হওয়া উচিৎ।।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331630
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : আবেগের বেগ নিয়ন্ত্রন না করিতে পারিলে দুর্ভোগ পোহাইতে হয়

টিনএজ বয়সই আবেগ নিয়ন্ত্রনের উপযুক্ত সময় । নচেত আবেগের চাপে পড়িয়া টিনের কৌটার চিরস্থায়ী ভাবে এবড়ো থেবড়ো হইয়া যাইতে পারে অথবা টিনের মত মরিচা পড়িয়া যাইতে পারে ।
331634
২৬ জুলাই ২০১৫ সকাল ১০:১৪
অভ্র হাসান আবির লিখেছেন : ধ্রুবসত্য কথা।ধন্যবাদ,ভাই।
331653
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমার অতিরিক্ত আবেগে কাউকে বেশী ভালোবেসে ফেলি আবার কাউকে দুরে ঠেলে দেই। এটার কারণে আমি মাঝে মাঝে নিজেই চিন্তিত
332716
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
অভ্র হাসান আবির লিখেছেন : আবেগ অতিবৃদ্ধি এর প্রবণতা কমবেশি আমাদের সকলের মাঝেই বিদ্যমান।তবে বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতার আলোকে আবেগের তারতম্য ঘটে!!ধন্যবাদ,আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File