একটি অতি-বাস্তব গল্প ও তার শিক্ষা......

লিখেছেন লিখেছেন অভ্র হাসান আবির ১৩ জুলাই, ২০১৫, ০৮:৫৬:৫১ রাত

কোন এক রাজ্যের রাজার Mac নামক

একজন জোকার ছিল। যার কাজ ছিল,

রাজার মন খারাপ হলে রাজাকে

হাসানো।রাজা তাঁকে খুব পছন্দ

করতেন।তাঁকে অনেক ধন-রত্নও দেন।

.

So Mac আর তাঁর স্ত্রী warenda খুব

সুখেই বাস করছিল। কিছুদিন যাবার পর

ধীরে ধীরে Mac বৃদ্ধ হয়ে যেতে লাগলো।

আর তাঁর গলার স্বরেরও সমস্যা দেখা

দিল।সে আর আগের মত জোকস্ করতে

পারতো না। রাজা ক্ষিপ্ত হয়ে গেলেন

আর তাঁকে কিছু টাকা দিয়ে

চাকরিচ্যুত করলেন।

.

কারণ,

রাজার তাকে হাসানোর জন্য লোক

দরকার,

কিন্ত Mac আর এখন তাকে হাসাতে

পারেনা। তিনি নতুন কাউকে নিয়োগ

দিলেন। অপরদিকে রাজার দেয়া

টাকাগুলো খুব দ্রুত শেষ হয়ে গেলে

Mac & wanda চোখে অন্ধকার দেখতে

লাগলো,,,,,,,,,,,,।

.

এখন একটু বিচার বিশ্লেষণ করি,,,

রাজার হাসানোর জন্য Mac কে

নিয়োগ দেয়া হয়েছিল।হাসাতে

পারার যোগ্যতাও শেষ, চাকরি ও

শেষ।যোগ্যতা Mac ইচ্ছাকৃতভাবে

হারায় নি। রাজা যে কাজের জন্য

তাকে ভালবাসতো সেটা Mac

হারিয়েছে,,,,,

.

so রাজা তার কাজের

জন্য অন্য কাউকে নিয়োগ দিলেন আর

তার এক সময়ের সবচেয়ে প্রিয়

লোকটিই হলো অবহেলার পাত্র।

এটা Mac এর দোষ না রাজার??

®শিক্ষা: কারো importance ততক্ষন ধরে

থাকবে যতক্ষন তাঁর সেই বিশেষ যোগ্যতা

থাকবে, যেটার কারনে এক সময় সে

important হয়ে ছিলো।

.

©করনীয়: Mac, important থাকা অবস্থায়

যদি অনেক কিছু রাজার কাছ থেকে

চেয়ে নিত,তাহলে তাঁর পরে কষ্ট

করতে হতনা।so....(be selfish)

সবচেয়ে বড় কথা কখনো Mac হওয়া

যাবে না,সুযোগ থাকলে রাজা হয়ে

যেতে হবে।

.

.

♣বি:দ্র:কাউকে mean করে লেখা

হয়নি,চরিত্রগুলো কাল্পনিক।তারপর ও

কারো সাথে মিলে গেলে risk

নিজের।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File