"ব্যবহারে বংশের পরিচয়"আদৌ'কি ঠিক?না,কোথাও কিঞ্চিৎ গোলমাল মনে হচ্ছে।ও ও ও,ইয়েপ!!হবে 'ব্যবহারে ব্যক্তিসত্বার পরিচয়!!'
লিখেছেন লিখেছেন অভ্র হাসান আবির ০১ আগস্ট, ২০১৫, ০৩:১৩:৩৬ দুপুর
"সময় এসেছে ফের বদলে যাবার,
বদলে দেবার"
"বদলে যাও,বদলে দাও"
........প্রচারেঃ (মনে নেই,হবে হয়তো একটা)
হুমম্।আমিই।
হাঁ,আমাকেই দিয়েই শুরু করছি!!!
(গুরু'কে দিয়েই শুরু করা চির ধার্তব্য
ছিলো।কিন্তু,চ্ররি,পারলাম না )
.
.
এই তো সেদিন,
বাবা আমাকে পড়াশোনা'র জন্য
(অন্যান্য বিষয়ও আছে) কি পিটুনিই না
দিতেন।
.
কই,আমি কি ঠিক হলাম?
.
না,তো!
.
সেই আমি,আমিই সেই রয়ে গেলাম।
(বরং এখন আরও ডানপিটে)
.
ছেলে যখন বড় হবে,,,, (ভিন্নতা আছে)
এর দায়ভার কি বাবা'র (বংশের) উপর
বার্তাবে?
.
অবশ্যই না।
.
আর এখন তো বাবা,আমার সাথেও নেই।
.
আমি তো বাড়ি থেকে অনেক অনেক
দূরে।
.
কি করছি,না করছি,বাবা কি জানেন?
.
হয়তো বা না।
।
যদি কোন লিঙ্ক অকৃতঘ্ন বন্ধু (পিঃ)
থাকতো তবে হয়তো জানতেন!
লিঙ্ক হিসেবে ধরলাম আমার কোন
ফ্রেন্ড ।
।
।
কিন্তু কথা হলো,
"চোরে চোরে মাসতুত ভাই" :-P
.
সু,(যদি স্পাই থাকতো) সে আমার
ব্যাপারে বাবা'র নিকট নালিশ দেবার
কোন প্রশ্নই উঠে না!!!
.
এই তো আজ গ্রুপ ক্লাস ফাঁকি দিয়ে,
বন্ধুর মেসে'তে গিয়ে,
.
এক ছোট ভাই'কে দেখলাম___
"গোটা সাতে'ক ঘুমের ঔষধ খেয়ে
চিৎপটাৎ"
.
অবস্থা এরুপ যে,
ওকে বাড়ি নিয়ে যাবার জন্যও আর দু'জন
তরতাজা জোয়ান (অবশ্য বি.জি.বি
জোয়ান না) লাগবে।
.
এ ব্যাপার'টা জন্য ব্যক্তিবিশেষে
নিজে-ই দায়ি।তার জন্য তার পরিবারকে
দায়ী করা সমীচীন হবে কি?
অবশ্যই না।
.
.
আর হাঁ,
এখন গুরু'র কথা বলছি,
.
ইদানিং কালে তাঁকেই আমি গুরু
হিসেবে মানছি!
.
হুমম্,'বিজ্ঞান শিক্ষক হুমায়ন' স্যারের
কথাই বলছি।
তিনিই আমার শ্রদ্বেয় গুরু।
.
কই!উনার বাবা তো বড় মাপের বুজুর্গ
ছিলেন।
.
তো উনারা ভাই'হগ্গল এরুপ হলেন কেন?
তাঁর বাবা তো তাদেরকে সু-শিক্ষা ই
দিয়েছিলেন।
.
কিন্তু তাঁরা কি হলেন
চার চার'টে বদের হাড্ডি
.
তাই "উদুর পিন্ডি বুদুর ঘাড়ে"
চাপানোর মানসিকতা দূর করতে হবে।
®©পুনশ্চঃস্যার এখনও আমার এখানে
মাঝে মাঝে এসে আমাকে ঘু* পাড়িয়ে
যান,ব্যাপারটা ট্যেলিপ্যাথি হলেও
সত্য।
.
.
আর,
"ব্যবহারে বংশের পরিচয়" ব্যতিরকে,
"ব্যবহারে ব্যক্তি সত্বার পরিচয়"
মানাটা তাই ©আজ_সময়ের_দাবী।
.
তা না হলে অদূর ভবিষ্যৎতে মহা
অশনীসংকেত এর মুখোমুখী হতে হবে।
.
যেহেতু,
আজকের "শিশুদের'কে আগামী দিনের
ভবিষ্যৎ হিসেবে" আভিহিত করা হয়ে
থাকে.....
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন