হিটলারের সেইকথা এবং বাংলাদেশের কথিত চেতনার নাম

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ আগস্ট, ২০১৫, ০৩:১৭:৩০ দুপুর



হিটলারের সেই কথা এবং বাংলাদেশের কথিত চেতনার নাম ভাঙ্গিয়ে মিথ্যা ইতিহাস ও গল্পের কারণে বাংলাদেশের নৈরাজ্য।

হিটলার তার ১৯২৫ সালের আত্মজীবনীতে লিখেছিলেন - ‘ক্ষমতায় থাকতেই বিশাল মিথ্যা একবার চালু করতে পারলে এটা কখনো মুছে ফেলা সম্ভব হয় না। মানুষের মনে একটু সন্দেহ থাকেই।’

ড. ডেভিড কুপেলান তার বই ‘দ্য মার্কেটিং অব ইভিল’-এ বলেছেন, রাজনীবিদেরা জন্মগত মিথ্যাবাদী নন। জনগণকে দলে টানতে তাদের মিথ্যা বলতে হয়।’

হিটলার তার আত্মজীবনী ‘মাইনক্যাম্ফে’ এবং তার মন্ত্রী গোয়েবলস দিয়েছেন জনগণকে বিভ্রান্ত করার ভালো ছক। তারা পরামর্শ দিয়েছেন- ১. শাসন বিভাগ , ২. সশস্ত্রবাহিনী, ৩. শিক্ষাব্যবস্থা, ৪. বিচারব্যবস্থা, ৫. ধর্ম ও ৬. সংবাদমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখলে জনগণকে নিয়ে চিন্তার কোনো প্রয়োজন পড়ে না।

রক্ষীবাহিনীর জনক মরহুম শেখ মুজিবুর রহমানের হাত ছিল বাংলাদেশের ৩০/৪০ হাজার নিরীহ মানুষের রক্তে রক্তাক্ত। সেই সব সত্য ইতিহাস গায়েব করে জাতিকে বিভক্তির মধ্যে রেখে ফায়দা লুটছে নীলনকশা কারীরা।

বাংলাদেশের একদলীয় সরকার বাকশালের জন্ম দিয়েই শুরু হয়েছিল। ক্ষমতায় থাকতেই বিশাল মিথ্যা কাহিনী শুরু করে আজ দেশ প্রেমিক রাজনীতিবিদ , বাংলাদেশের মূল্যবোধের সাহসী নেতৃত্বকে হত্যার নেশায় মত্ত্য দেশী বিদেশী একটি চক্র।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333055
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও মিথ্যা মিথ্যাই থাকে।
334859
১০ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫০
কাঁচের বালি লিখেছেন : আজকের থেকে না ৭৫ থেকেই ওদের ফাইদা লুতা শুরু হয়েছে এই অবিচার অত্যাচারী দের অবসান কবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File