কলসী কখনো খালি থাকে না, হয় পানি নয়তো বাতাস---
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ আগস্ট, ২০১৫, ০৩:৫১:৫৪ দুপুর
কলসী কখনো খালি থাকেনা, হয় পানি নয়তো বাতাস। ঠিক একইভাবে জনগনের নেতৃত্বের আসন কখনো শূণ্য থাকে না, হয় সৎ-যোগ্য, না হয় অসৎ অযোগ্য কেউ তো বসবেই। (সুত্রঃ নন্দিত জাতি নিন্দিত গন্তব্য)
অসৎ অযোগ্য লোকেরা ক্ষমতা দখল করে বলে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। এর জন্য আমরা দায়ী। সৎ ও যোগ্য লোকদেরকে আমরা মূল্যায়ন করি না বলে অসৎ অযোগ্য লোকেরা সর্বত্র রাজত্ব করে বেড়ায়।
আমাদের তরুন প্রজন্মকে অসৎ অযোগ্য লোকেরা নানা প্রলোভন দেখিয়ে কাছে টানার চেস্টা করে। তাদেরকে ও অসৎ পথে চলতে উৎসাহ যোগায়। এখন সময় এসেছে তরুন প্রজন্মকে রক্ষা করার। বিবেকবান ও সচেতন মানুষদের কাজ হচ্ছে নিজ পরিবারের উঠতি বয়সী সন্তানকে সঠিক পথে চলার জন্য গাইড দেয়া। তাদেরকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে অসৎ অযোগ্য লোকেরা সমাজে মাথা উচু করে দাড়াতে পারবে না।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ পোস্ট। এই সময়ের জন্য প্রযোজ্য। ধন্যবাদ আপনাকে..
মন্তব্য করতে লগইন করুন