যানজট নিরসনে ইস্টার্ন বাইপাস ও পূর্বাচল থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রোরেল-১ নির্মাণের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ আগস্ট, ২০১৫, ০৪:০৫:৫৩ বিকাল



যানজট নিরসনে রাজধানীর চারপাশে সার্কুলার সড়ক ও সড়ক নির্মাণ (ইস্টার্ন বাইপাস) ও পূর্বাচল থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রোরেল-১ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ দুটি প্রকল্প নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। জাইকার সদর দফতরে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডমিচি হিডিয়াকির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে জাপান সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে দু’পক্ষ সম্মত হয়। স্ট্র্যটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) সুপারিশ অনুযায়ী প্রথম পর্যায়ে উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এমআরটি-৬ (মেট্রোরেল) প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর প্রকল্পে আর্থিক সহযোগিতায়ও জাইকা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসটিপি সংশোধন করায় রাজধানীতে যানজট নিরসনে ৬টি প্রকল্পের পৃথক পৃথক নাম দেয়া হয়েছে। এর মধ্যে তিনটি বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি), অপর তিনটি ম্যাস র্যা পিড ট্রানজিট (এমআরটি) অর্থাৎ মেট্রোরেল। প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333013
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল উদ্যোগ, যদি সফলতার মুখ দেখে?
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৫
275226
রক্তলাল লিখেছেন : কোন ধুতিচাটার কথায় কি বলতেছেন মাছুম ভাই।

এই হালা কাঠালপাতা খাওয়া বেতনভুক ধুতিচাটা।

এই বিস্টা লিখে আওয়ামী সরকারের মুখ উজ্জ্বল করতে সে নিজে এবং কুত্তালীগরে আরো হাস্যকর করে তুলতেছে।
333037
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
333097
০২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৪
আকবার১ লিখেছেন : ইগলের চোখ ,স্যার আপনার কতদুর পড়াশুনা
আছে। মার্স ট্রানজিট এর উপরে। কি ধরনে software and mass flow data,
and modeling জ্ঞান রয়েছে? হাসিনার চামচা ছাড়া কিছু না। একবারে জয়ের মত power point বিজ্ঞানী।
ন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File