ব্যাংকিং সেবার পরিধি বাড়ছে, সেইসঙ্গে বাড়ছে ব্যাংকিং কার্যক্রমের আওতা। এরই অংশহিসেবে আরও ৩টি নতুন বিভাগ খুলতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০১ আগস্ট, ২০১৫, ০৪:০৮:৫৫ বিকাল
ব্যাংকিং সেবার পরিধি বাড়ছে, সেইসঙ্গে বাড়ছে ব্যাংকিং কার্যক্রমের আওতা। এ লক্ষ্যে সম্পূর্ণ নতুন তিনটি বিভাগ খোলা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কাঠামোগত পরিবর্তন করে নতুন করে নামকরণ করা হয়েছে তিনটি বিভাগের। বিভাগগুলো হচ্ছে আর্থিক পরিদর্শন বিভাগ, ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট এ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগ ও এক্সপেনডিচার ম্যানেজমেন্ট বিভাগ-১ ও এক্সপেনডিচার ম্যানেজমেন্ট বিভাগ-২। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এ্যান্ড সিএসআর বিভাগ অবলুপ্ত করে নতুন নাম দেয়া হয়েছে সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ। কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে আর্থিক সেবাভুক্তি কার্যক্রমকে সরিয়ে ফিন্যানশিয়াল ইনক্লুশন বিভাগ গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের নাম পরিবর্তন করে কৃষিঋণ বিভাগ করা হয়েছে। এদিকে জনবল কাঠামো শক্তিশালী করতে সর্বোচ্চ নির্বাহী পরিচালক থেকে সর্বনিম্ন যুগ্ম পরিচালক পর্যন্ত ১৪৬ কর্মকর্তার পদোন্নতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রিন ব্যাংকিং এবং সিএসআর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ‘সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট’ সম্পাদন করবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব ব্যাংকিং (পরিবেশবান্ধব অর্থায়ন, জলবায়ু ঝুঁকি তহবিল, পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব বিপণন, অটোমেটেড ব্যাংকিং চর্চা, খাতভিত্তিক পরিবেশ ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রিন স্ট্রাটেজিক প্লানিং ও অন্যান্য) সংক্রান্ত সকল কার্যক্রম পরিপালন করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল কার্যক্রম পরিপালন করবে। এছাড়া কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে আর্থিক সেবাভুক্তি কার্যক্রমকে সরিয়ে ‘ফিন্যানশিয়াল ইনক্লুশন বিভাগ’ গঠন করা হয়েছে।
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন