ঈদ // সেলিম উদ্দিন
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১২ জুলাই, ২০১৫, ০৩:০০:১৮ রাত
আসছে আবার ঈদ
বাজাও খুশির গীত,
কেউ যাবে বাড়ি
শহর জীবন ছাড়ি।
নাড়ী্র আছে টান
কাপড় চোপড় গোছান,
সাথে নেন গাড়ি
পৌঁছবেন তাড়াতাড়ি।
গরিব দুখী যারা,
নিরানন্দ তারা,
করেন কিছু দান,
খুশি যদি চান।
ঈদ মানে খুশি,
দানে মিলবে বেশি,
সবার সাথে ঈদ,
সবাই হোক সুহূদ।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য লাল সালাম..ঈদ মোবারক..
মন্তব্য করতে লগইন করুন