বাংলাদেশের গণতন্ত্র
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০২ জুলাই, ২০১৫, ১১:৪৩:২৬ রাত
বাংলাদেশের গণতন্ত্রঃ
অর্বাচীন রাজনীতিবিদদের তোমাকে প্রতিনিয়ত ধর্ষণ,
তোমার উর্দি গায়ে স্বৈরাচারের আস্ফাল্ন,
তোমার রথে চড়ে ফকিরের আঙুল ফুলে কলাগাছ হওয়া,
সক্রেটিসকে বড্ড লজ্জ্বা দেয়,
বিনাদন্ডে পান করতে চায় হেমলক।
বাংলাদেশের গণতন্ত্রঃ
ক্ষমতার জন্য তোমার সংগা বদলে দেয়া,
আজন্ম বেকুবের সংবিধান প্রণেতা হওয়া,
সংবিধানের পাতায় পাতায় অকারন ব্যবচ্ছেদ,
আব্রাহাম লিংকনের কফিনকে নাড়িয়ে দেয়,
বিশ্বের কাছে নতজানু হতে চায় শির,
ভুল গণতন্ত্রের সংগাদাতা হিসেবে।
বাংলাদেশের গণতন্ত্রঃ
তোমার স্টিকার লাগানো ছুরি হাতে রক্ত ঝরানো,
অথচ সীমান্ত প্রহরীদের দিগম্বর হওয়া,
দালালিতে আসক্ত মাতাল পররাষ্ট্রনীতি,
দেশপ্রেমিকের গালে জুতা মারে,
কাঁঠগড়ায় দাঁড়ানো দেশপ্রেমিকের অপমানে
মর্মে মরে যায় সংগ্রামী এ জাতি।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো লিখুন। সাথে আছি।..
অমা যামিনির অন্ধকারে অনুপস্থিত অসিত মার্জার এর অনুসন্ধান!!
মন্তব্য করতে লগইন করুন