সংবিধিবদ্ধ সতর্কীকরন
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০২ জুলাই, ২০১৫, ১১:৪৭:১৯ রাত
শরীরে এ্যালার্জী থাকলে বেগুন থেকে দুরে থাকুন,
মনে এ্যালার্জী থাকলে এই পোষ্ট থেকে দুরে থাকুন।
দুর্জন বিদ্যানের চেয়ে একজন কম শিক্ষীত লোক অনেক ভালো,
কারন-
কম শিক্ষীতঃ-
--------------------
কম শিক্ষীত লোক কখন ও অহংকারী হয় না,
কম শিক্ষীত লোক কখন ও সবজান্তা মনোভাব নিয়ে চলাফেরা করে না,
কম শিক্ষীত লোক অন্যের কাছ থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করে,
কম শিক্ষীত লোক সমাজ এবং সংস্কৃতিকে মন প্রান দিয়ে ভালবাসার চেষ্টা করে।
দুর্জন বিদ্যানঃ-
--------------------
একজন দুর্জন বিদ্যানের সবসময় অহংকারী মনোভাব থাকে,
একজন দুর্জন বিদ্যানের মনে সব জান্তা ভাব থাকে,
একজন দুর্জন বিদ্যানের মনে সমাজ সংস্কৃতিকে ধ্বংস করার মনোভাব থাকে।
সুতরাং
"দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য"
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন