কিসের মানবতা, মানবাধিকার আর গণতন্ত্র সবই যেন ধনতন্ত্র

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২৩ মে, ২০১৫, ০১:৩৮:৪৯ রাত

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে প্রায় অর্ধ শতাব্দী ধরে ।রোহিঙ্গারা আরাকান থেকে নির্মূলের পথে ।কিন্তু কেন এই নির্যাতন??? কেন একটি জাতিকে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে?? ইতিহাসটা অতি পুরনো ।ধর্মীয় গোঁড়ামী এর মূল কারন । শুধুওমাত্র ধর্মের কারনেই মানুষ মানুষকে এভেবে মেরে ফেলছে। কি অবাক দৃশ্য!! আমরাও অর্ধশতাব্দী ধরে দেখছি !!!!



সবচেয়ে ভয়ংকর দৃশটি দেখছি এখন । প্রায় ৮ হাজার মানুষ সাগরে ভাসছে । তাদের আশ্রয় দেয়ার মত মনুষ্যত্ব বোধ এখনো কারো হয়নি । কারন কেউ একটি জাতিকে নিঃশেষ করতে ব্যাস্ত আর কেউ বিস্কুট আর পানি পাঠিয়ে বিবেকবোধ জাহির করতে ব্যাস্ত । আর আমরা পাবলিক বিবেকের তাড়নায় হায়-হুতাশ করতে করতে মাথা গরম করতে ব্যাস্ত ।

মুখে কুলুপ এটে বসে আসেন মোড়লরা । শুধু মাত্র একটি বিবৃতিতেই পুরা জাতি যেন তাদের নিকট ঋণী । কেউবা একধাপ এগিয়ে অতি বিবেকের তাড়নায় কিছু জাহাজও পাঠিয়েছেন ত্রাণসহ । কি লাভ হবে এতে??? হয়তো সাগরেই অনাহারে অর্ধাহারে তিলে তিলে জীবনটা তাদের নিঃশেষ হয়ে যাবে । মাঝখানে কেউ কেউ এটা নিয়ে রাজনীতি করবে ।মজলুমের আর্তচিতকারের কিছু ছবি খবরের কাগজের পাতায় ৮ কলামে হিডিংও হয়তো হবে ।আর আমরা হয়তো তা দেখতে দেখতে চোখ মুছতে থাকবো ।



আসলে মিয়ানমারের পাশের দেশগুলো শক্ত ভাষায় প্রতিবাদ করলে অধীকাংশ সমস্যার সমাধান হয়ে যেতো । কিন্তু প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সঙ্গে টু শব্দটি পর্যন্ত করেনা । হয়তো বা চীনকে নাখোশ না করার জন্য । আর চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক তো সবার জানা ।

এভাবে মানুষের রক্তের উপর হয়তো টিকে থাকবে সাম্রাজ্যবাদ । আর তার উপর দাঁড়িয়ে কথা বলবে মানবতার, মানবাধিকারের আর গণতন্ত্রের । আমরাও হয়তো তা গো-গ্রাসে গিলতে থাকবো ।

বিষয়: বিবিধ

২১৮৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321929
২৩ মে ২০১৫ রাত ০১:৫৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যই এ ঘটনা মুসলমানদেরজন্য দুঃখজনক। মুসলিম বিশ্বের বিরাট ব্যর্থতা। মুসলিমদের এ করুন পরিণতি কোন মুসলিম বিশ্ব মেনে নিতে পারে না।
ইয়া আল্লাহ! আজ মুসলিম বিশ্ব মুসলমানদের বিপদে নিরব ভুমিকায় আছে, তুমি তো প্রভূ, বান্দাদের সব মুসিবতে তুমিই একমাত্র সাথী। রহম করো হে দয়াময়। রেহিঙ্গাদের হেফাজত করো, তোমার কাছে বিনিত আবেদন জানাচ্ছি।
২৩ মে ২০১৫ রাত ০২:২১
263022
ফুটন্ত গোলাপ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ । ভাই,সৃজনশীল মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনি ঠিকই বলেছেন । এতা আমাদের ব্যার্থতা । আমাদের উচিত তাদেরকে খাদ্যের সাথে সাথে আত্মরক্ষার্থে অস্ত্রও দেয়া । তারা মরলে নিজের দেশে লড়াই করেই মরুক । যেহেতু তাদের হিজরতের পথটাও বন্ধ ।
২৩ মে ২০১৫ সকাল ০৯:২৮
263060
নীলাঞ্জনা লিখেছেন : আজকেও সৌদি আরবে মসজিদে বোমা হামলায় ৪২ জন মুমিন মুসলিম নিহত হয়েছে। এদের নিয়ে কি ভাবছেন??
321933
২৩ মে ২০১৫ রাত ০২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষত্ববোধ হারিয়ে পেলেছে ক্ষমতা লোভীরা..... তাই এই আর্তনাদ!!
২৩ মে ২০১৫ রাত ০২:৩৫
263025
ফুটন্ত গোলাপ লিখেছেন : ক্ষমতা লোভীরা আর মানুষ নেই । সব যেন দো-পায়া জন্তু। তা না হলে কিভাবে অসহায় ,নিপীড়িত মানুষগুলোকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় ???
321952
২৩ মে ২০১৫ সকাল ০৬:২৭
নিরবে লিখেছেন : আল্লাহ রহম করুন।
২৩ মে ২০১৫ দুপুর ০২:১৩
263113
ফুটন্ত গোলাপ লিখেছেন : ভাই, ধন্যবাদ আপনাকে ।
321963
২৩ মে ২০১৫ সকাল ০৯:২৬
নীলাঞ্জনা লিখেছেন : আজকেও সৌদি আরবে মসজিদে বোমা হামলায় ৪২ জন মুমিন মুসলিম নিহত হয়েছে। সে বিষয়ে কি ভাবছেন??
২৩ মে ২০১৫ দুপুর ০২:৩৯
263122
ফুটন্ত গোলাপ লিখেছেন : সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ । সৌদী আরবে শিয়া মসজিদে হঠাত এ হামলা সত্যিই দুঃখজনক । শিয়াদের উপর হামলা করে সুন্নীদের কোন লাভ নেই । এ হামলার মাধ্যমে প্রায় ১৫% শিয়া অধ্যুষিত সৌদী আরবে শিয়া-সুন্নী বিরোধকে উসকে দেয়া হল । আমার মনে হয় যারা দীর্ঘ দিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের এটি চুড়ান্ত ধাপ । এর মাধ্যমে সংঘর্ষ সৌদী আরবের অভ্যন্তরে প্রবেশ করলো এবং শিয়া সুন্নী বিরোধ খোদ সৌদীতেই চুড়ান্ত আকার ধারন করলো । আর বন্ধুদের অস্ত্রের বিনিময়ে তেল আমদানীর পথটা হল আরো দীর্ঘস্থায়ী ।
321981
২৩ মে ২০১৫ দুপুর ১২:০৫
egypt12 লিখেছেন : আমাদের সমাজে দুবৃত্তের দাম যেভাবে বাড়ছে... তেমনি পৃথিবীব্যাপী এখন দূবৃত্তের দাম বাড়ছে।
২৩ মে ২০১৫ দুপুর ০২:৪০
263124
ফুটন্ত গোলাপ লিখেছেন : ঠিক বলেছেন
321990
২৩ মে ২০১৫ দুপুর ১২:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর বলেছেন, Sad Sad অনেক ধন্যবাদ
২৩ মে ২০১৫ দুপুর ০২:৪১
263125
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
322002
২৩ মে ২০১৫ দুপুর ০১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশও কম দায়ি নয়। রোহিঙ্গাদের অবস্থা এখন মুসলিম স্পেন এর মত।
322020
২৩ মে ২০১৫ দুপুর ০২:৪৩
ফুটন্ত গোলাপ লিখেছেন : ঠিক তাই ।
322030
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মজলুমের পক্ষে কথা বলার মানুষ আজ নেই বলেলেই চলে
২৩ মে ২০১৫ রাত ১১:০৮
263197
ফুটন্ত গোলাপ লিখেছেন : সত্যকে হায় হত্যা করে অত্যাচারী খাড়াঁয়,
নেই কিরে কেউ সত্য সাধক বুক খুড়েঁ আজ দাঁড়ায়???
শেখ সাদী
১০
322102
২৪ মে ২০১৫ রাত ০১:১৬
শেখের পোলা লিখেছেন : সংস্থা করলেই মানবতা হয়না৷ মানবতা মানবের একান্ত আপন৷ আপনার পাশের জনের জন্য আপনি সহযোগীতার হাত বাড়াতে পারেন, কিন্তু অন্য রাষ্ট্রের অনাত্মীয়ের জন্য আপার অন্তর ব্যথিত হলেও এটা আপনার পক্ষে সম্ভব নয়৷ এখানে মানবতা হবে দেশের প্রতি দেশের৷ আবার ব্যাক্তািমানবতার সামষ্টিক রূপ হল দেশীয় মানবতা৷নিজের দেশেই যখন মানবতা নেই তখন অন্যকে কি দেব? তাই সংস্থার দিকে তাকিয়ে থাকতে হয়৷ বাংলাদেশ কি পারতনা কোথাও তাদের মাথাগোঁজার একটু ঠাঁই দিতে৷ মুসলীম ভাইদের জন্য মুসলীম দেশ গুলোর প্রতি সাহয্যের আহবান করতে৷আল্লাহ বলেন আমার দুনিয়া অনেক বড়৷ ধর্মকর্ম করতে বাধা পেলে হিজরত কর৷মদীনা সনদের অনুসারী আওয়ামী সরকার জানেনা নাজ্জাসী মক্কার নও মুসলীমদের আশ্রয় দিয়েছিল৷ছোট মুখে আর বড়কথা না বলাই ভাল৷ ধন্যবাদ৷
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
263340
ফুটন্ত গোলাপ লিখেছেন : ভাই আপনাকে ধন্যবাদ ।
রোহিঙ্গারা তো কোথাও হিজরতও করতে পারছেনা । সবদেশ তাদের তাড়িয়ে দিচ্ছে । আপনার ভাষ্যমতে আমাদের দেশেই যেহেতু মানবতা নেই তখন অন্যকে কি দেব??? থাকলেই বা কতটুকু দিতেন??? আমাদের সমস্যাটা হলো আমরা নিজের সমস্যাটাকেই বড় করে দেখি । বাংলাদেশ সরকার যা করছে তার জন্য তারা দায়ী থাকবে । আমি আপনি কি করছি?? আমরা কক্সবাজারে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের সাথেও ভালো আচরণ করিনা । আমাদের দেশ থেকে অতি সহজেই তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করা যায় । কিন্তু আমরা তো আছি এই নিয়ে যে আগে আমি ভালো থাকি তার পর অন্যেরটা দেখা যাবে । সংস্থার দিকে তাকিয়ে যদি কাজ হত তবে ফিলিস্তিন এতদিনে স্বাধীন হয়ে যেত, যার কারনেই প্রতিষ্ঠিত হয়েছিল ওআইসি ।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
263347
শেখের পোলা লিখেছেন : আল্লার রসুল বলেছেন যে, যার প্রতিবেশী অনাহারে রাত কাটায় সে মুসলীম নয়৷ মায়ানমার বাংলা দেশের প্রতিবেশী, তারা অনাহারে সাগরে ভেঁসে মারা যাচ্ছে এর পরওকি আমরা নিজেদের মুসলীম বলে দাবী করতে লজ্জা পাইকি? ব্যক্তগত ভাবে এর সমাধান নেই৷ এ দায় সরকারের হওয়া উচিৎ৷
১১
322254
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বইটি পড়ুন। তাহলে কারনটা জানতে পারবেন। বইয়ের নাম হল - মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।
আপনাকে ধন্যবাদ।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২১
263352
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য ।
১২
322871
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৩২
ফাতিমা মারিয়াম লিখেছেন : কিছু বলার ভাষা নেই। মুসলিমরা আজ সবচেয়ে অসহায় জাতি। অথচ এই জাতিরই আজ নেতৃত্ব দেয়ার কথা ছিল।

ফিলিস্তিন, বার্মা বা পৃথিবীর যেকোন প্রাণ্তে মুসলিম আজ নিপিড়ীত। দেখার কেউ নেই।
১৩
323606
৩১ মে ২০১৫ দুপুর ০২:৪৩
হতভাগা লিখেছেন : মানবাধিকার ও গনতন্ত্র হচ্ছে একটা বিশেষ ধরনের অস্ত্র যা পশ্চিমাদের আবিষ্কার ।

এটা দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করে এবং দূর্বলদের উপর চাবুক মারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File