কিসের মানবতা, মানবাধিকার আর গণতন্ত্র সবই যেন ধনতন্ত্র
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২৩ মে, ২০১৫, ০১:৩৮:৪৯ রাত
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে প্রায় অর্ধ শতাব্দী ধরে ।রোহিঙ্গারা আরাকান থেকে নির্মূলের পথে ।কিন্তু কেন এই নির্যাতন??? কেন একটি জাতিকে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে?? ইতিহাসটা অতি পুরনো ।ধর্মীয় গোঁড়ামী এর মূল কারন । শুধুওমাত্র ধর্মের কারনেই মানুষ মানুষকে এভেবে মেরে ফেলছে। কি অবাক দৃশ্য!! আমরাও অর্ধশতাব্দী ধরে দেখছি !!!!
সবচেয়ে ভয়ংকর দৃশটি দেখছি এখন । প্রায় ৮ হাজার মানুষ সাগরে ভাসছে । তাদের আশ্রয় দেয়ার মত মনুষ্যত্ব বোধ এখনো কারো হয়নি । কারন কেউ একটি জাতিকে নিঃশেষ করতে ব্যাস্ত আর কেউ বিস্কুট আর পানি পাঠিয়ে বিবেকবোধ জাহির করতে ব্যাস্ত । আর আমরা পাবলিক বিবেকের তাড়নায় হায়-হুতাশ করতে করতে মাথা গরম করতে ব্যাস্ত ।
মুখে কুলুপ এটে বসে আসেন মোড়লরা । শুধু মাত্র একটি বিবৃতিতেই পুরা জাতি যেন তাদের নিকট ঋণী । কেউবা একধাপ এগিয়ে অতি বিবেকের তাড়নায় কিছু জাহাজও পাঠিয়েছেন ত্রাণসহ । কি লাভ হবে এতে??? হয়তো সাগরেই অনাহারে অর্ধাহারে তিলে তিলে জীবনটা তাদের নিঃশেষ হয়ে যাবে । মাঝখানে কেউ কেউ এটা নিয়ে রাজনীতি করবে ।মজলুমের আর্তচিতকারের কিছু ছবি খবরের কাগজের পাতায় ৮ কলামে হিডিংও হয়তো হবে ।আর আমরা হয়তো তা দেখতে দেখতে চোখ মুছতে থাকবো ।
আসলে মিয়ানমারের পাশের দেশগুলো শক্ত ভাষায় প্রতিবাদ করলে অধীকাংশ সমস্যার সমাধান হয়ে যেতো । কিন্তু প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সঙ্গে টু শব্দটি পর্যন্ত করেনা । হয়তো বা চীনকে নাখোশ না করার জন্য । আর চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক তো সবার জানা ।
এভাবে মানুষের রক্তের উপর হয়তো টিকে থাকবে সাম্রাজ্যবাদ । আর তার উপর দাঁড়িয়ে কথা বলবে মানবতার, মানবাধিকারের আর গণতন্ত্রের । আমরাও হয়তো তা গো-গ্রাসে গিলতে থাকবো ।
বিষয়: বিবিধ
২১৮৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়া আল্লাহ! আজ মুসলিম বিশ্ব মুসলমানদের বিপদে নিরব ভুমিকায় আছে, তুমি তো প্রভূ, বান্দাদের সব মুসিবতে তুমিই একমাত্র সাথী। রহম করো হে দয়াময়। রেহিঙ্গাদের হেফাজত করো, তোমার কাছে বিনিত আবেদন জানাচ্ছি।
নেই কিরে কেউ সত্য সাধক বুক খুড়েঁ আজ দাঁড়ায়???
শেখ সাদী
রোহিঙ্গারা তো কোথাও হিজরতও করতে পারছেনা । সবদেশ তাদের তাড়িয়ে দিচ্ছে । আপনার ভাষ্যমতে আমাদের দেশেই যেহেতু মানবতা নেই তখন অন্যকে কি দেব??? থাকলেই বা কতটুকু দিতেন??? আমাদের সমস্যাটা হলো আমরা নিজের সমস্যাটাকেই বড় করে দেখি । বাংলাদেশ সরকার যা করছে তার জন্য তারা দায়ী থাকবে । আমি আপনি কি করছি?? আমরা কক্সবাজারে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের সাথেও ভালো আচরণ করিনা । আমাদের দেশ থেকে অতি সহজেই তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করা যায় । কিন্তু আমরা তো আছি এই নিয়ে যে আগে আমি ভালো থাকি তার পর অন্যেরটা দেখা যাবে । সংস্থার দিকে তাকিয়ে যদি কাজ হত তবে ফিলিস্তিন এতদিনে স্বাধীন হয়ে যেত, যার কারনেই প্রতিষ্ঠিত হয়েছিল ওআইসি ।
আপনাকে ধন্যবাদ।
ফিলিস্তিন, বার্মা বা পৃথিবীর যেকোন প্রাণ্তে মুসলিম আজ নিপিড়ীত। দেখার কেউ নেই।
এটা দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করে এবং দূর্বলদের উপর চাবুক মারে।
মন্তব্য করতে লগইন করুন