"তাদের অসন্তুষ্টি মনোভাব আল্লাহ প্রদত্ত"
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৫ জানুয়ারি, ২০১৬, ০২:৪১:৫১ দুপুর
তখনই একজন মেয়ের কাছে ভালো পুরুষ হতে পারবেন-
যখন আপনার সম্মুখে থাকা মেয়ের কাছে অন্য কোন মেয়ের বিরুদ্ধে কিছু বলতে পারবেন।
আর সেই মেয়ে যদি হয়ে যায় তাহার বান্ধবী,
তাহলে আরো একটু কাছে যাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন।
প্রেমিকার কাছে ভালো প্রেমিক হতে পারবেন-
প্রেমিকাকে তাহার বান্ধবীর বিরুদ্ধে কথা বলতে হবে,
তাহার বান্ধবীর চেয়ে তাহাকে অপরুপা বলতে হবে,
অন্য মেয়ের দিকে নজর দিতে পারবেন না,
সাথে আপনার পকেটের ওজনটা ভারী রাখতে হবে।
সংসারে যদি মায়ের কাছে ভালো ছেলে হতে চান-
তাহলে মায়ের সামনে নিজের বউয়ের বিরুদ্ধে কথা বলেন।
যদি ভালো একজন স্বামী হতে চান তাহলে বউয়ের সামনে মায়ের বিরুদ্ধে কথা বলেন।
সংসারে মা এবং বউ সবার কাছে ভালো থাকতে হলে শুধু হ্যা শব্দটাই যথেষ্ট।
শাশুড়ীর কাছে যদি ভালো জামাই হতে চান-
শাশুড়ীর সামনে নিজের মায়ের বিরুদ্ধে কথা বলতে হবে,
উনার মেয়েকে সংসারের কাজ থেকে বিরত রাখতে হবে, ভালো হয় ২/৩ জন দাসী রেখে দিলে,
উনার সম্মুখে উনার মেয়ের প্রশাংসায় পঞ্চমুখ থাকতে হবে,
সবচেয়ে বেশী খুশি হয় বরন পোষন দিয়ে বউকে উনার বাড়িতে রেখে দিলে।
আসলে মেয়েরা কিসে সন্তুষ্ট তা হয়তো তারা নিজেরা ও জানে না।
বড্ড জানতে ইচ্ছে করে সম্রাট শাহজাহান কি মমতাজ কে সন্তুষ্ট করতে পেরেছিলেন তাজমহল উপহার দিয়ে??
বড্ড জানতে ইচ্ছে করে রজকিনী কি সন্তুষ্ট হয়েছিলেন চন্ড্রীদাসের উপরে??
প্রত্যেক পুরুষই চায় যার যা সামর্থ আছে তা দিয়ে তার বউ মা বোন প্রেমিকাকে সন্তুষ্ট করতে, কিন্তু কতটুকু সন্তুষ্ট হয় তারা নিজেরাই জানে।
তবু ও তাদের বিরুদ্ধে পুরুষদের অভিযোগ থাকা টিক নয়, কারন তারা কেউ আমাদের জন্মধাত্রী আবার কেউ অর্ধাঙ্গিনী।
তাদের প্রতি সম্মান দেখানো অবশ্যই নৈতিক দায়িত্ব।
তাদের অসন্তুষ্টি মনোভাব আল্লাহ প্রদত্ত।
তবু ও তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
এবং নিত্য চেষ্টা চালিয়েই যাচ্ছি।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু পুরোপুরি একমত হওয়া যায় না
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন