ইতিহাসের পাতায় অনন্য মাইলফলক
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ জানুয়ারি, ২০১৬, ০৩:০৬:১৬ দুপুর
যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের সার্বিক উন্নতি তত বেশী। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যেগাযোগের গুরুত্ব অত্যধিক। ইতোমধ্যেই যোগাযোগক্ষেত্রে আমরা অনেকদূর এগিয়েছি। গ্রামপর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত হাওড়ের বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছে ব্রিজ, কালভার্টসহ ডুবোরাস্তা, যা হাওড়ের বুক চিরে বহুদূর পর্যন্ত চলে গেছে। এছাড়া যমুনা বহুমুখী সেতু নির্মাণসহ দেশের বিভিন্ন নদ-নদীর ওপর নির্মিত হয়েছে বড় বড় সেতু। এসব সংযোগ সেতু নির্মাণের ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঘুচে যাচ্ছে যাতায়াত বিড়ম্বনা। সম্প্রতি আমাদের দেশে যোগাযোগ ক্ষেত্রে খুলে গেল আরও একটি বড়মাপের সম্ভাবনার দুয়ার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফুটে উঠল স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর গোলাপ ফুল। এর মধ্য দিয়ে পূরণ হতে চলেছে দক্ষিণাঞ্চলসহ দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, একেবারে বাস্তব সত্য। গত ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কজের উদ্বোধন হয়েছে। এ উদ্বোধনের মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণের সব দ্বিধা ও বিভ্রান্তি মুছে গেল। স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। ২০১৮ সালের মধ্যে শেষ হবে সেতুর কাজ। খুলে যাবে যোগাযোগের জট, যার মধ্য দিয়ে জিডিপি বাড়বে ১ শতাংশ, প্রসারিত হবে অর্থনৈতিক দিগন্ত। হবে অর্থনৈতিক দিগন্ত। বর্তমান সরকারের আন্তরিকতায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ইতিহাসের পাতায় একটি অনন্য মাইলফলক হিসেবে চিরঅটুট থাকবে।
বিষয়: বিবিধ
৭৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন