আসুন আমরা সবাই চেতনাবাজ হয়ে যাই।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:২১:৩৭ সকাল

আপনি আপনার মোবাইলে সানি লিওনের হাজারো ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন,

কিন্তু পুলিশ আপনাকে কিছু বলবে না।

শুধু vpn ইনস্টল করা যাবে না,

অন্যতায় লাল ঘরের বাসিন্দা হবেন।

আপনি সানি লিওনের মত পোশাক পরে নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারবেন,

পুলিশ আপনাকে নিরাপত্তা দিবে।

কিন্তু বোরকা পরতে পারবেন না,

অন্যতায় আপনি জঙ্গী উপাধিতে ভুষিত হবেন।

আপনি পার্কে বসে আপনার গার্লফ্রেন্ডের সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন,

পুলিশ আপনাদেরকে উৎসাহ দিবে।

কিন্তু দাড়ি রেখে ইসলামের দাওয়াত দিতে পারবেন না,

অন্যতায় আপনি ডিম থ্যারাপির স্বাদ নিতে হবে।

আপনি বিজয় দিবসের নামে বেশ্যাদেরকে এনে নাচ করাতে পারবেন,

পুলিশ আপনাদেরকে পাহারা দিবে।

কিন্তু জুমাআর দিনে খুৎবা দিতে হলে সরকারের পক্ষে খুৎবা দিতে হবে,

অন্যতায় আপনার চাকুরির পশ্চাতে বাঁশ দেয়া হবে।

আপনি শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক পা দিয়ে মাড়িয়ে দিবেন,

সরকার আপনাকে বছরের সেরা চেতনাবাজ স্বীকৃতি দিবে।

আসুন আমরা সবাই চেতনাবাজ হয়ে যাই,

জয় বাংলা সনদে দেশকে এগিয়ে নিয়ে যাই।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354115
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
হতভাগা লিখেছেন : সরকার চায় দেশকে এগিয়ে নিতে , আধুনিকতার শীর্ষে তুলতে । ১৪০০ বছর আগের সমাজে কে ফিরে যেতে চায় বলুন ?
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০০
294036
শেখের পোলা লিখেছেন : কিন্তু ডালের মজাযে তলেই থাকে৷
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩০
294102
অভিমানী বালক লিখেছেন : আধুনিকতা মানেই জয় বাংলা সনদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
354142
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চেতনার মালিশ করে করে জাতিটারেই অচেতন কইরা ফালাইছে,তাই পোলপাইনে খালি অচেতন হইবার চায়...কারন বন্ধরা অচেতনের ফ্যাক্টরি
সীমানা ঘেইসা বানাইছে এখন ঘরেই বানাইবার চায়...বাঙ্গালী খাই ডাইল পানি যাই পায়-নিজের গাইডের পয়সায় নইলে পাবলিক থাইকা খসায়...তবু হুশ না হয়... অনেক ধন্যবাদ।
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩২
294103
অভিমানী বালক লিখেছেন : আমাদের হুশ যখন হবে তখন চেতনা বেহুশ হবে।
চেতনা দেখতে দেখতে আধমরা হয়েই গেলাম।
ধন্যবাদ।
354191
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
শেখের পোলা লিখেছেন : জয়ের বাংলা লে ঠেলা সামলা৷
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩২
294104
অভিমানী বালক লিখেছেন : Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File