এত ডাকি তবু কেন আল্লাহ আমার দোয়া কবুল করেন না?!?

লিখেছেন লিখেছেন মুসলমান ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:১৩:৩৬ সকাল

একদিন ইবরাহীম ইবনে আদহাম (রঃ) (মৃত্যুঃ১৬২ হিজরী) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলঃ হে আবু ইসহাক! আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেন, 'আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো' কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না।

তখন তিনি বললেন, 'ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে-

(১) তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না।

(২) তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না।

(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ (সাঃ) কে ভালোবাসো কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ কর।

(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরণ কর।

(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না।

(৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।

(৭) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।

(৮) তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।

(৯) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।

(১০) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ কর না।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354116
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
শফিউর রহমান লিখেছেন : জ্বি, সত্যিই তাই।
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
294534
মুসলমান লিখেছেন : আমার কাছেও তাই মনে হয়।
354119
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
অামরা জান্নাতে যেতে চাই শর্ট কাটে!
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪২
294535
মুসলমান লিখেছেন : এটইতো সমস্যা ভাই।
354121
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৭
অপি বাইদান লিখেছেন : এসব আল্লা/টাল্লার গল্প/গুজার দিয়ে কিছু হয় নাকি? সব অন্ধ চিন্তার ভাইরাস। মাথায় সামান্য বিজ্ঞান থাকলে বুঝতে সমস্যা হওয়ার কথা না।
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২১
294010
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চিতকইরা শুয়াইয়া চাপ দিলে ফলাফল বাইর হয়...এই বিজ্ঞানের ব্যাপারে বিশদ আলোচনা আশা করছি আমার প্রিয়তমা ব্লগার অপিরতন.....Love Struck Love Struck Love Struck
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৩
294014
ছালসাবিল লিখেছেন : Love Struck Love Struck ডারলিং Love Struck Love Struck Love Struck মাইলাভ Love Struck Love Struck উমমমমমমা উউউউউয়াLove Struck Love Struck Love Struck
354144
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এইটাই আসল ব্যাপার দোয়া কবুল না হওয়ার জন্য....সব্বাইকে অনুরুদ আপি বাইদানিকে গালমন্দ করিয়েননা সে অবুঝ না বুঝিয়াই খালি লাফায়...দেখবেন লাফাইতে লাফাইতে একদিন নিজেই ক্লান্ত হইয়া যাইবো... অনেক ধন্যবাদ ভাই।
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
294536
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান।
354149
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
ছালসাবিল লিখেছেন : ভাইইইইইয়া ভয়পেয়েছি Sad Sad এজন্যই Crying Crying Crying Crying কবুল হয় না Broken Heart Broken Heart Broken Heart
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
294537
মুসলমান লিখেছেন : আসলেই ভয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File