ধর্ম ব্যবসায় সফলতা দীর্ঘস্থায়ী হয় না।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৪ নভেম্বর, ২০১৫, ০৯:২৫:৪৯ সকাল

কাঁচের দরজার সামনে দাড়িয়ে ভ্যাবাচ্যাকা হয়ে দাড়িয়ে যখন আমরা ভাবি-

ধাক্কা দেব নাকি টানবো?

অবশেষে বাধ্য হয়ে একটা কিছু করতে হয়,

ধাক্কা দিয়ে সফল না হলে টেনে দরজা খুলতে হয়।

ঠিক তেমনি ইসলাম বিদ্বেষী কিছু শুনলে ভ্যাবাচ্যাকা হয়ে ভাবতে হয়-

প্রতিবাদ করবো নাকি নিরব থাকবো?

অবশেষে একটা কিছু করি।

কিন্তু মনে সংশয় থাকে প্রতিবাদ করলে কেউ যদি জঙ্গী বলে, আবার মনে হয় নিরব থাকলে আশে পাশের লোকজন যদি মন্দ বলে।

আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে-

আল্লাহকে ভয় করে কিছু করি না, মানব সমাজকে ভয় করে কিছু করি।

শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি নির্যাতিত।

কেউ কেউ বলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ!!

কিন্তু নিরপেক্ষতা কোথায়?

বারবার মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হচ্ছে, যা ইচ্ছা তাই কটুক্তি করা হচ্ছে।

মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্ম নিয়ে তো কেউ কটুক্তি করে না।

কেন রাষ্ট্রীয় নীতিতে এমন কুরুচিপুর্ন মানুষকে শাস্তির আওতায় আনা হচ্ছে না?

কেন প্রতিবাদী মানুষগুলোর মুখে চেপে ধরা হচ্ছে?

তাহলে কি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে?

ধর্ম ব্যবসায় সফলতা অর্জন করা যায় কিন্তু স্থায়িত্ব খুব বেশী হয় না।

তাই অবিলম্বে ইসলাম বিদ্বেষী সুরঞ্জিত সেন গুপ্তকে কঠোর শাস্তি প্রদান করেন, যাতে ভবিষ্যতে অন্য কোন কুলাঙ্গার এমন বিদ্বেষীপনা প্রকাশ করতে না পারে।

না হয় জনতার আদালতে ছেড়ে দেন,

শসান লাগবেনা,

মুসলমানদের ঈমানের তেজষ্ক্রীয়তায় পুড়ে ছাই হয়ে যাবে।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348422
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : ইসলামকে নিয়ে কটুক্তি করায় লতিফ সিদ্দিকী কে সরিয়ে দেওয়া হয়েছে । সুরন্জিত কি বিশেষ কেউ ?
০৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
289234
অভিমানী বালক লিখেছেন : এটা আমুলীগের অস্ত্র, বিশেষ কিছু ধামাচাপা দেয়ার জন্য তাকে ব্যবহার করা হয়।
তাই উনি তাদের কাছে বিশেষ কেউ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File