বিচার দাবী কি রিলিফের অনুদান?

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৪ নভেম্বর, ২০১৫, ০৯:১৪:০৯ সকাল

ছোট শিশু যখন একটু-আধটু আঘাত পায় তখন চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কিন্তু প্রচণ্ড আঘাত পেলে চিৎকার তো দিতে পারেইনা, তখন কান্নাও আসেনা। প্রবাদে একেই বলে, "অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"।

নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবার অবস্থাও তা-ই। পিতার কাঁধে পুত্রের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। তিনি তো শোকের ভারে পাথর। তাঁর তো কান্না না আসারই কথা। তিনি তো বিচার না চাওয়ারই কথা।

এটা কেমন কথা, ছেলে খুন হয়েছে। আর এজন্য সরকারের কাছে হাতজোড় করে বিচার চাইতে হবে। বিচার চাইলেই তবে সরকার বিচার করবে। এটা কি রিলিফের অনুদান, হাত পেতে নিতে হবে?

মনে ব্যাথা পাই, দীপনের বাবা অধ্যাপক ফজলুল হকের মনের কথা দেশবাসী বুঝতে পারলেও বুঝতে পারেন নি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। । তাই পুত্র হত্যার বিচার না চাওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে গিয়ে বললেন, "অধ্যাপক আবুল কাশেম তাঁর পুত্রের হত্যাকারীদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী।"

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348423
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৪
হতভাগা লিখেছেন : দীপনের বাবারা বুঝে গেছে যে এসবের বিচার হয় না । সপ্তাহ দুয়েক পরেই মানুষ এসব ভুলে যাবে , অন্য ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাবে।
348933
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
তাইছির মাহমুদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File