সাল ১৯৯৭,ফেব্রুয়ারী ০২

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৯ মার্চ, ২০১৫, ১২:১৪:২৭ রাত

কিছু সম্বোধন না করে লিখা শুরু করে দিলাম,কি সম্বোধন করবো ভেবে পাচ্ছিলাম না।

কেমন আছো হে মোর জিবনে আগত নতুন অতিতী???

তোমার ভালো থাকাটা আমার কাম্য।

কাউকে মনে মনে ভাবা যে কারো প্রতি দুর্বল হবার লক্ষন তা আগে কখন ও জানতাম না।

বাস্তবতা আজ আমাকে দিয়েছে নতুন মাত্রা।

গল্প শুনতাম মেয়েরা আগে কখন ও প্রেম নিবেদন করে না,মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না।

তুমি তোমার মুখ ফাটিয়ে দিলে।

তোমার সাহসের প্রশংসা করতে হয়।

তোমার তিনটে চিটির উত্তর আশা করি আমার এই চিটিতে পেয়ে গেছো।

তবু ও বলবো আরো একটু ভেবে চিন্তে নিজেকে অন্যের তরে উৎসর্গ করো।

ভালো থেকো।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311542
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৭
253154
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
311587
২৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : মেয়েরা এখন অনেক এগিয়েছে
০১ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৮
253155
অভিমানী বালক লিখেছেন : হ্যা ভাই,এখন পুর ই ডিজিটাল।
311641
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মেয়েদের বুক ফাটেতো মুখ ফাটেনা, এইসব এখন বাজে শোনায়!!!! আমি যে কত মেয়ের কাছে প্রেমের প্রস্তাব পেয়েছি, তার হিসাব মেলানো কঠিন!

যুগ বদল হয়েছে ভাই!
০১ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫০
253156
অভিমানী বালক লিখেছেন : Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File