সাল ১৯৯৭,ফেব্রুয়ারী ০২
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৯ মার্চ, ২০১৫, ১২:১৪:২৭ রাত
কিছু সম্বোধন না করে লিখা শুরু করে দিলাম,কি সম্বোধন করবো ভেবে পাচ্ছিলাম না।
কেমন আছো হে মোর জিবনে আগত নতুন অতিতী???
তোমার ভালো থাকাটা আমার কাম্য।
কাউকে মনে মনে ভাবা যে কারো প্রতি দুর্বল হবার লক্ষন তা আগে কখন ও জানতাম না।
বাস্তবতা আজ আমাকে দিয়েছে নতুন মাত্রা।
গল্প শুনতাম মেয়েরা আগে কখন ও প্রেম নিবেদন করে না,মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না।
তুমি তোমার মুখ ফাটিয়ে দিলে।
তোমার সাহসের প্রশংসা করতে হয়।
তোমার তিনটে চিটির উত্তর আশা করি আমার এই চিটিতে পেয়ে গেছো।
তবু ও বলবো আরো একটু ভেবে চিন্তে নিজেকে অন্যের তরে উৎসর্গ করো।
ভালো থেকো।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যুগ বদল হয়েছে ভাই!
মন্তব্য করতে লগইন করুন