হ্যাপী ও লাকীদের এ কী অবস্থা!
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ মার্চ, ২০১৫, ০১:৩৯:১৪ রাত
বাংলাদেশী তরুণী হ্যাপী ও লাকীদের এ কী অবস্থা!
( দুঃখিত মাফ করবেন, আমি সবার কথা বলছিনা, বরং সেইসব তথাকথিত প্রগতিবাদী- মুক্তমনা শাহবাগী ও তারকা(!) মডেলদের কথা বলছি; যারা সম্প্রতি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়েছে এবং তা নিজেই প্রকাশ করেছে মিডিয়ায় ও যারা মা হয়েছে )।
একই ভাবে কিছু তরুণ যারা তথাকথিত প্রগতিবাদী ও মুক্তমনা শাহবাগী ও তারকা(!) মডেল, যারা এই সব হ্যাপী-লাকীদের সাথে অবৈধ আনন্দ ফুর্তিতে সময় কাটিয়েছে।
অপরদিকে সুমাইয়া, হুমায়রা, তাহেরা, তাহিয়া, জাকিয়া, খাদিজা, ফাতিমা বোনদের প্রতি সম্মানের সাথে মন থেকে দোয়া চলে আসে।
সচেতন দেশবাসি ও তরণ সমাজ তাদেরকে কক্ষনোই ভালোভাবে গ্রহণ করবে না।
(বিঃ দ্রঃ নামের সাথে আমাদের কোন অসুবিধা নেই বরং কাজ ও চরিত্রের ভুমিকাই মুখ্য।)
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীকে দাবিয়ে রাখার দিন শেষ অনেক আগেই ।
মন্তব্য করতে লগইন করুন