হ্যাপী ও লাকীদের এ কী অবস্থা!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ মার্চ, ২০১৫, ০১:৩৯:১৪ রাত



বাংলাদেশী তরুণী হ্যাপী ও লাকীদের এ কী অবস্থা!

( দুঃখিত মাফ করবেন, আমি সবার কথা বলছিনা, বরং সেইসব তথাকথিত প্রগতিবাদী- মুক্তমনা শাহবাগী ও তারকা(!) মডেলদের কথা বলছি; যারা সম্প্রতি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়েছে এবং তা নিজেই প্রকাশ করেছে মিডিয়ায় ও যারা মা হয়েছে )।

একই ভাবে কিছু তরুণ যারা তথাকথিত প্রগতিবাদী ও মুক্তমনা শাহবাগী ও তারকা(!) মডেল, যারা এই সব হ্যাপী-লাকীদের সাথে অবৈধ আনন্দ ফুর্তিতে সময় কাটিয়েছে।

অপরদিকে সুমাইয়া, হুমায়রা, তাহেরা, তাহিয়া, জাকিয়া, খাদিজা, ফাতিমা বোনদের প্রতি সম্মানের সাথে মন থেকে দোয়া চলে আসে।

সচেতন দেশবাসি ও তরণ সমাজ তাদেরকে কক্ষনোই ভালোভাবে গ্রহণ করবে না।

(বিঃ দ্রঃ নামের সাথে আমাদের কোন অসুবিধা নেই বরং কাজ ও চরিত্রের ভুমিকাই মুখ্য।)

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311570
২৯ মার্চ ২০১৫ সকাল ০৬:২৩
মাজহারুল ইসলাম লিখেছেন : এই সব পথব্রষ্ঠদের সমাজ কোন দিন ভালবাবে গ্রহন করবে এইটা যেমন ঠিক আবার এরা যদি নিজের অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঠিক পথে আসে তখন আবার সমাজ এদেরকে গ্রহণও করবে।
311585
২৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন : এসব ঘটনাতে মেয়েরা এখন আর ভয় পায় না । প্রভাকে দেখে মেয়েরা সাহসী হয়ে উঠেছে ।

নারীকে দাবিয়ে রাখার দিন শেষ অনেক আগেই ।
311642
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : লজ্জা না থাকলে যা ইচ্ছে তাই করা যায়!
311674
২৯ মার্চ ২০১৫ রাত ০৮:৩৯
আবু জান্নাত লিখেছেন : লজ্জা থাকলেই কেয়ার করবে মশাই। যাদের লজ্জাই নেই তাদের আবার কিসের কেয়ার। আগে শুনতাম লজ্জা নাকি নারীর ভূষন, এখন দেখছি, বেহায়াপনা ও শরীর বিক্রি নারীর অধিকার। ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৫ রাত ০৩:০০
252802
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম দারুণ বলেছেন আপনি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File