২০০৮ সালে ব্লগিং শুরু করেছিলাম

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৯ মার্চ, ২০১৫, ০২:৩৭:০৪ রাত



২০০৮ সালের আগে ব্লগ ও ব্লগার শ্ব্দটি কি জানতাম

না। সেই সময় দুবাইতে অনলাইনে প্রথম আলো

পড়তাম। একদিন সামইন ব্লগের নাম দেখে তাদের

সাইটে ভিজিট করে নিজেও ব্লগারের খাতায় নাম

লিখেছিলাম। সেই থেকে শুরু। নন স্টপ চলছে। শত

ব্যস্ততার মধ্যও ব্লগে চোখ রাখি। প্রিয় ব্লগারদের

লিখা পড়ি।

দীর্ঘ আট বছরে বিভিন্ন ব্লগে লিখালিখির মাধ্যমে

দেশ বিদেশে অনেকের সাথে সখ্যতা গড়ে উঠে।

আমাদের এই বন্ধন আজীবন থাকবে। যেখানে যাই

প্রিয় ব্লগারদের ভালবাসায় সিক্ত হই। যদিও বা

মানসম্মত লিখা উপহার দিতে পারি না। তারপরেও

সবাই ক্কমা সুন্দর দৃস্টিতে দেখে।

সাত মাস আগে

কাতারে এসে প্রিয় ব্লগার ভাইদের সাথে

যোগাযোগ হয়। বিভিন্ন প্রোগ্রাম হলে আমরা সবাই

অংশ গ্রহন করি। প্রবাসে বেশীর ভাগ সময় মন খারাপ

থাকলে ও উনাদের সাথে দেখা হলে/কথা হলেই মনটা

কিছু সময়ের জন্য ভাল হয়ে যায়।

আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবার জন্য

প্রার্থনা করি। আমাদের এই সুন্দর পথ চলা যেন থেমে

না যায়। আমরা যা কিছু করি মানুষের কল্যাণ ও

সওয়াবের আশায় করি।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311563
২৯ মার্চ ২০১৫ সকাল ০৫:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! এখন আপানকে খুব নিয়মিত দেখি না! একটা সময় আপনি নিয়মিত পোস্ট দিতেন এবং ব্লগ পাড়ায় আপনার পোস্ট সবার জনপ্রিয় ছিলো! আশাকরি নিয়মিত লিখে যাবেন!

শুকরিয়া! Good Luck
২৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩০
252653
সিটিজি৪বিডি লিখেছেন : আগের মত সময় দিতে পারি না বলে মন খারাপ। ইনশাআল্লাহ আবারো নিয়মিত হবো। ভাল থাকবেন।
311575
২৯ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৯
সুমন আখন্দ লিখেছেন : I can recall u from SB-Blog
২৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩১
252654
সিটিজি৪বিডি লিখেছেন : এস বির কথা কি ভুলতে পারি?
311577
২৯ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার শুরু ২০১১ তে। তবে আপনাকে চিনতাম এসবি ব্লগের মাধ্যমে।
২৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৩
252655
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের বয়স হয়েগেছে। এখন আপনাদের সময়।
311593
২৯ মার্চ ২০১৫ সকাল ১১:১২
সিটিজি৪বিডি লিখেছেন : ব্লগার সত্যলিখন পারভিন সুলতানা আপা অসুস্থ। সবার কাছে দোয়া চেয়েছেন। হে আল্লাহ! আমাদের প্রিয় ব্লগার পারভীন আপাকে সুস্থ করে দাও।
311607
২৯ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪৬
252801
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই
311609
২৯ মার্চ ২০১৫ দুপুর ০১:০৬
আফরা লিখেছেন : আপনি তো পুরানো হয়ে গিয়েছেন ভাইয়া ! নতুন যুগে পুরানো জিনিস অচল ।

সরি ভাইয়া দুষ্টামি করলাম > পুরানো চাল ভাতে বাড়ে , পুরানো মানুষের জীবন সম্পর্কে জানে বেশি,দেখেছে অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশী ।

ভাইয়া আপনার জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে বেশী বেশী পোষ্ট দেন যাতে আমারা বেশী বেশী শিখতে ও জানতে পারি ।

আল্লাহ আপনাকে নেক হ্যায়াত দান করুন বেশী বেশী সৎ আমল করার ও বেশী বেশী ব্লগ লেখার সময় ও সুযোক দান করুন । আমীন।

হে আল্লাহ! আমাদের প্রিয় ব্লগার পারভীন আপাকে সুস্থতা দান করুন ।আমীন ।
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪৬
252800
সিটিজি৪বিডি লিখেছেন : নিজে পোস্ট করতে না পারলেও আপনাদের লিখা পড়ি বোন। সবার জন্য দোয়া করি। ভাল থাকবেন।
311635
২৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি এখন আর আগের মত নিয়মিত লিখেন না। আশা করছি আবার নিয়মিত হবেন। আপনাদের মত যারা সিনিয়র তাদের কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে।
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪৪
252799
সিটিজি৪বিডি লিখেছেন : দুবাইতে ব্লগিং করতে সুযোগ পেলেও কাতারে এসে ব্যস্ত হয়ে পড়ি। তাই দুরে থাকা।।ভাল থাকবেন।
311647
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা মাঝে মাঝে দেখা করেন!!! আমরা দেখাতো দূরের কথা, একজন অন্যজন থেকে পালিয়ে থাকতে পারলেই বাঁচি!
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪২
252798
সিটিজি৪বিডি লিখেছেন : কেন?
311672
২৯ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
আবু জান্নাত লিখেছেন : নিয়মিত হয়ে ভালো ভালো লিখা উপহার দিবেন এই প্রত্যাশায় রইলাম। জাযাকাল্লাহ খাইর
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪২
252797
সিটিজি৪বিডি লিখেছেন : আমি এখন মোবাইলে। ব্লগিং করি। ভাল থাকবেন।
১০
311736
৩০ মার্চ ২০১৫ রাত ০২:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রিয় সম্মানিত ব্লগার ভাই সময় সুযোগে লিখা উপহার দিবেন প্রত্যাশা করি।
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪১
252796
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
শাহীন ভাই
১১
312209
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এসবি'র মাধ্যমে আমার হাতেখড়ি। এসবি'র জনপ্রিয় ব্লগারদের মাঝে আপনি ছিলেন অন্যতম। খুব মিস করি এসবি কে। আপনাকে আগের মত ব্লগে পাওয়া যায় না। Rose Rose Rose Rose Rose
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৮
253797
সিটিজি৪বিডি লিখেছেন : ব্যস্ত থাকি বলে সময় দিতে পারি না। নিয়মিত থাকার চেস্টা করছি। আমি এখন মোবাইলে ব্লগিং করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File