ভাতের কাঙ্গাল

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:২৪:২০ রাত



প্রতিনিয়ত চলছে আমাদেন বেচে থাকার লড়াই,

কিন্তু বেচে থাকার জন্য ক্ষুধা নিবারন আবশ্যক,

ক্ষুধা নিবারনের জন্য যুদ্ধ চলছে এবং আমৃত্যু চলবে,কেউ ক্ষুধা নিবারন করে KFC অথবা PIZZA অথবা CHICKEN BURGER দিয়ে,

আবার কেউ ক্ষুধা নিবারন করে পান্তা অথবা পচা বাশি কিছু দিয়ে,

আবার কেউবা এক বেলা খেতে পারলে ও দুই বেলা না খেয়ে থাকতে হচ্ছে।

নিয়তির কি নির্মম পরিহাস,

দুনিয়াতে মানব জাতি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ট জীব,কিন্তু কত বৈষম্য আমাদের মাঝে।

যার অর্থ প্রাচুর্য আছে সে রসনা বিলাস নামক শব্দের সাথে খুবই পরিচিত,

যার অর্থ প্রাচুর্য নাই সে নৈতিকতার কাছে ও প্রশ্নবিদ্ধ।

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305029
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০২
ভোলার পোলা লিখেছেন : Its life
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩২
246847
অভিমানী বালক লিখেছেন : হুম
305038
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ যখন মানবতা ভুলে স্বার্থপরতা কেই মনে করছে মানব জিবনের সাফল্য তখন এই অবস্থা হবেই।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
246850
অভিমানী বালক লিখেছেন : মানবতা.।!
মানবতা এখন মানুষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
305060
১৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৩
246848
অভিমানী বালক লিখেছেন : স্বাগতম।
305064
১৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৩
আব্দুল গাফফার লিখেছেন : দুনিয়া এখনো ৬ জন লোকের মধ্য ১ জন না খেয়ে থাকে ,একটু মানবতা বোধ দেখালে এই ১ জনকে না খেয়ে থাকতে হতনা । ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৫
246849
অভিমানী বালক লিখেছেন : আমরা সবাই নিজেরা নিজেকে নিয়ে ব্যাস্ত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File