ভাতের কাঙ্গাল
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:২৪:২০ রাত
প্রতিনিয়ত চলছে আমাদেন বেচে থাকার লড়াই,
কিন্তু বেচে থাকার জন্য ক্ষুধা নিবারন আবশ্যক,
ক্ষুধা নিবারনের জন্য যুদ্ধ চলছে এবং আমৃত্যু চলবে,কেউ ক্ষুধা নিবারন করে KFC অথবা PIZZA অথবা CHICKEN BURGER দিয়ে,
আবার কেউ ক্ষুধা নিবারন করে পান্তা অথবা পচা বাশি কিছু দিয়ে,
আবার কেউবা এক বেলা খেতে পারলে ও দুই বেলা না খেয়ে থাকতে হচ্ছে।
নিয়তির কি নির্মম পরিহাস,
দুনিয়াতে মানব জাতি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ট জীব,কিন্তু কত বৈষম্য আমাদের মাঝে।
যার অর্থ প্রাচুর্য আছে সে রসনা বিলাস নামক শব্দের সাথে খুবই পরিচিত,
যার অর্থ প্রাচুর্য নাই সে নৈতিকতার কাছে ও প্রশ্নবিদ্ধ।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতা এখন মানুষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
মন্তব্য করতে লগইন করুন