এতো কালো চারিদিকে মন নেই ভালো !
লিখেছেন লিখেছেন মন সমন ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫৩:২১ রাত
রাজনীতি কাদামাখা
ঘোলাজল কালো !
ভোট নেই চোট আছে
পিলে চমকালো !!
লুটপাট মিথ্যার
জাল জমকালো !!
এতো কালো চারিদিকে
মন নেই ভালো !
বাতিঘর প্রদীপে
জ্বালবে কে আলো ?
১৭-০২-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
৭২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন