শুনলে ছেলেটা জঙ্গী >> আরে বাহ্ ছেলেটা আধুনিক

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ২৯ মে, ২০১৫, ০৯:৩৬:৩৪ রাত

বর্তমানে দেশের এমন অবস্থা হয়েছে যে ঘরে বসে কোরআন হাদীস আর ইসলামি সঙ্গীত শুনবো তার ও উপায় নেই ।



বুখারী মুসলিম শরীফ দেখে বলবে ছেলেটা জঙ্গী ধর।আর উপন্যাস,কবিতার বই,হিন্দি গান যখন এসে দেখবে তখন বলবে না ছেলেটা খুব ভালো আধুনিক ছেলে তো।



আজকের সমাজের কিছু বাবা মাকে দেখা যাই তারা শুধু লোকের ছেলেকে নিয়ে মজা করে।অমুকের ছেলে দেখি পঁাচ ওয়াক্ত নামাজ পরে মুখে দাড়ি জঙ্গীদের সাথে যোগ দেই নি তো। আর তার নিজের ছেলে যে

প্রতিদিন মদ,গাজা,বিভিন্ন অশ্লীল কাজ করে বাড়ি ফিরছে তার কোন খোজ নেই ।কেই তাদেরকে যদি বলে

ভাই আপনার ছেলে তো খারাপ পথে যাচ্ছে তখন সেই সব বাবা মা উত্তর দেই এমন বয়সে আমারও তো

এমন করেছি ছেলে মানুষ বয়স হলে ঠিক হয়ে যাবে ।

বর্তমানের সমাজ ব্যবস্থা যতদিন পরিবর্তন হবে না ততদিন যুব সমাজ ধ্বংসের দিকে যাবে।

হে যুবক ভাই আমাদেরকে পরিবর্তন করতে হবে তানাহলে ভবিষ্যতে দেখবেন আমার আপনার মা বোন

অথবা আমার আপনার পরিবারের অনেকে খারাপ পরিস্থিদির স্বীকার হতে হবে ।।

নারীদের অধিকার রক্ষার জন্য দেখবেন কিছু মহিলা আছে যারা টকশোনে বা মিডিঙাতে আসে মাথায় শিদুর

হাতাকাটা …. তাদের দ্বারা আমাদের মা বোনেরা আর বেশি খারাপ হচ্ছে।

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323324
২৯ মে ২০১৫ রাত ০৯:৫২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কথাগুলো সুন্দর ও বাস্তব কিন্তু ভাইয়া ব্লগ পোস্ট যেহেতু, তাই লেখার লাইনগুলো ঠিকভাবে না সাজালে ব্লগ পোস্টের মান থাকবে? এব্যাপারে সচেতন হবেন। Happy
323340
২৯ মে ২০১৫ রাত ১১:০৯
এ,এস,ওসমান লিখেছেন : আধুনিকতার নামে এখন লীলা খেলা চলছে আর আমরা তা দেখে হাত তালি দিচ্ছি।
323352
২৯ মে ২০১৫ রাত ১১:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাস্তবতা উপস্থাপনের জন্য ধন্যবাদ।
323354
৩০ মে ২০১৫ রাত ১২:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর লিখেছেন ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে!

323360
৩০ মে ২০১৫ রাত ১২:৩৬
সত্যের সন্ধ্যানে লিখেছেন : ঘুম ভাঙাতে চাই ঁ ভাই আপনাকে ধন্যবাদ।আসলে ব্লগে নতুন লেখা শুরু করেছি তো তাই।
323429
৩০ মে ২০১৫ দুপুর ০১:০৫
323444
৩০ মে ২০১৫ দুপুর ০২:৩৪
রাজ্পুত্র লিখেছেন : বাস্তবতার সাথে কথাগুলোর অনেক মিল আছে। শুভকামনা আপনার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File