আমার কষ্ট কোথায়?

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫৭:৪১ সকাল

আজকাল সবাই ssc পরীক্ষা কি করে দেয় তা আপনারা সবাই জানেন। কিন্তু আমরাই মনে হচ্ছে পুরো দেশের থেকে ভিন্ন ভাবে দিচ্ছি।

দুঃখটা ঐ জায়গায় যে সবাই একভাবে দিবে আর আমরা অন্যভাবে। সবাই নানা জায়গায় আবেদন করতে পারবে কিন্তু আমরা নই। সবাই সুযোগ সুবিধা পাবে পরীক্ষার হলে কিন্তু আমরা নই।

একটি Fair পরীক্ষা চাই।

বৈসম্য চাই না। আজ আমরা অবহেলিত। এটাই দুঃখ।

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311397
২৮ মার্চ ২০১৫ রাত ১২:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইস! সমবেদনা রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File