বিস্মিত সম্পর্কের জাল,

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ১১ নভেম্বর, ২০১৬, ১১:১৫:৫৯ রাত

পৃথিবীপতে কিছু মানুষ থাকে শুধু মানুষকে আপন করে নিজের মধ্যে থাকা সম্পর্কের ডাইরিতে স্থান করে দেয়ার জন্য,

আর কিছু থাকে সেই ডাইরির কোন মুল্য না দেয়ার জন্য,

নানা কারন থাকতেই পারে তাই বলে সম্পর্কের ইতি, ইতি বলেই শেষ করে দেয়াই ইতি টেনে দেয়া নয়,যে তোমাকে তার ডাইরিতে জায়গা দিল সে কি পারবে সেই ডাইরির পাতা থেকে তাকে মুছে ফেলে দিতে?

উত্তরটি অজানাই থেকে যাক, বা প্রশ্নতেই থেকে যাক,

সবাই বলে ক্লাস ১-৫ পর্যন্ত থাকা বন্ধুত্ব হয় সব থেকে নিষ্পাপ, স্বার্থহীন এক সম্পর্ক যা মৃত্যুর পুর্ব পর্যন্ত ভুলে যাওয়া দায়,কিন্তু আজ ঠিক তেমনি এক বন্ধুকে ১১টি বছর পর দেখে বার বার ডেকেও উত্তরহীন প্রতিপক্ষকে প্রত্যক্ষ করে, সম্পর্কটিকে নিয়ে এক প্রকার বিস্ময়ের জন্ম নেয়,যা বর্ণনাকারীকে ১ টি ঘন্টার কাছাকাছি নির্বাক, অসহায় মুর্তিতে পরিনত করে...

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379654
১২ নভেম্বর ২০১৬ রাত ০২:১৩
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File