নীরব দর্শক জাতি আমরা, তাই আমাদের নিরব লিডার ছাড়া অন্য কিছু মেলার নয়।

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৭ জুলাই, ২০১৫, ০৯:২২:২৬ সকাল

কিছু কিছু নেতা দেশ বার বার পায় না, গড়ে উঠেও না সহজে

কিন্তু তারা হারিয়ে যায় খুব সহজে।

তাদেরকে উপরে উঠতে দেয়া হয় না।তাদেরকে দমুয়ে দেয়ার

ষড়যন্ত্রগুলি এমন থাকে যে

পিঁপড়া মারার দায়ে ফাঁসি দান।

দুর্নীতিবাজ , মিথ্যাচারে ভর্তি রাজিনীতিতে যখন তাদের প্রবেশ হয় তখন নানা প্রকার

যথার্থ উক্তি ঐ দুর্নীতিবাজ, বেহায়া নেতাদের জন্য বিপদঘন আবহাওয়ার সংকেত দেয় , আর নিপীড়িত জনগন আশার প্রদীপ এ আগুন জালায়।

কিন্তু ক্ষমতা নামক অপব্যবহারের বস্তুটির শিকার হয়ে সেই নেতারা হারিয়ে যায়।

পাওয়া হয় না আর কোন হাসতে পারার মতো যথার্থ যুক্তিনির্ভর কিছু বাক্য।আর এরই সাথে পরাজয় হয় সেই নেতার নয় আমার আর আপনার মতো সাধারনের।

পরাজয়ের কারনেই অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার সাক্ষী আমরাই, তারা যদি আজ মুক্ত পাখীর মতো আল্লাহ এর জমীনে বিচরন করতে পারতো হয়তো আমাদের নানা হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি

হতে হতো না।

গ্রেট লিড়াররা হারিয়ে যায় আমাদেরই নিরবতায়।

বাংগালী জাতী এই নীরবতা নামক রোগে আক্রান্ত।

#"সাজিয়ে লিখতে পারি না, এলমেলো হলেও আশা করি বুঝবেন।"

বিষয়: বিবিধ

১৬৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328996
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
329010
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা নিজের আত্মপরিচয় ই যে হারিয়ে ফেলেছি।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
329029
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:১৬
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : ধন্যবাদ দুষ্টু পোলা। :-)
329030
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:১৬
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য রিদওয়ান ভাই।
329086
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লিখেছেন। ধন্যবাদ।

আপনি মনে হয় ব্লগে নতুন!! আপনি মন্তব্যের জবাব দিয়েছেন আবার মন্তব্য!! জবাব দেয়ার আলাদা অপসন আছে একটু খেয়াল করুন।

আপনার জবাব মন্তব্যকারি পর্যন্ত পৌঁছেনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File