যাকাত দিচ্ছে!

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ১০ জুলাই, ২০১৫, ১১:০০:৪৫ রাত

এমন ভাব যে

যাকাত না ও ত্রান দিচ্ছে!

এমন কিছু সমাজে মানুষ আছে যে

তারা যাকাত দেয়ার আগে মাইকিং করে গ্রামের পর গ্রাম ২-৩ দিন কাটিয়ে দেয় মাইকিং এ তারপর হয়ত যতজন মানুষ আসে তার ৮০% মানুষকে দেয় নামে মাত্র আর বাকি মানুষকে কিছুই দিতে পারে না।যাকাতের নামে একটা খেলা শুরু করছে তারা।যাকাত যতটাকাই দিকনা কেন ঐ যাকাত আর্থ-সামাজিক অবস্থার যে পরিবর্তন আনার কথা তার কিছুই আনতে সক্ষম নয়।কারন যাকাত দাতা লোক দেখানোর জন্য বা নামের জন্যই এখন তা করে। আর যে পরিমান যাকাত দান করে জনপ্রতি এর থেকে না দিলেও হইতো!!

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329963
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৯

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File