তোমার বাচার অধিকার আছে আমার কি নেই!

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৫:০২ রাত

ইউরোপ আজ মহা সংকটে আছে,

তারা অভিবাসী সমস্যায় জর্জরিত,

এখন প্রশ্ন কেন এই সমস্যা হল,

কেন তারা নিজ দেশ ছেড়ে জীবনের ঝুকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে, লরিতে হয়ে প্রান প্রিয় জীবনের বাজি রেখে ইউরোপে পাড়ি জমাচ্ছে!? এই সমস্যা তো আগে ছিল না।

এই মানুষগুলি তো শান্তিতেই ছিল তাদের দেশে,

সব কিছুই ঠিক ছিল,

অশান্তির কারন তো তোরাই(পশ্চিমা রাষ্ট্র) হলি তাদের জন্য, তাদের সুন্দর দেশে তোদের বিষাক্ত ছায়া এসে পড়ে , তাদের বেচে থাকার অধিকারকে কেড়ে নিয়েছিস।

তোরা কি পরিমান অত্যাচার চালিয়েছিস তার একটি চিত্র হল --

"সেই সমুদ্রতীরে ভেসে আসা শিশুটি "

যেই চিত্রই বলে দেয় যে সেই শান্তিপুর্ন দেশকে তারা কি পরিমান অতিষ্ট করে তুলেছে.....

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339636
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একদিন যখন তারা সম্পদ এর সন্ধানে এশিয়া ও আফ্রিকা তে এসেছিল সেদিন কিন্ত আমাদের পূর্বপুরুষরা বলেন নি তোমাদের জন্য আমাদের অভাব হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File